Featured Post Today
print this page
Latest Post

PSC/EBT এবং JSC/JDC রেজাল্ট দেখুন কোনরৃপ ঝা‌মেলা ছাড়া।সব লিঙ্ক এক সা‌থে



Server Busy থাকার কারনে যারা PSC এবং JSC এর ফলাফল দেখতে পারছেন না তাদের জন্য বিকল্প উপয়ে ফলাফল দেখুন।

PSC রেজা‌ল্টের জন্য

http://180.211.137.51:2811/

http://www.dpe.gov.bd/

JSC/JDC রেজাল্ট দেখুন

http://eboardresults.com/app/stud/

http://www.educationboardresults.gov.bd/regular/index.php

http://114.130.64.23/regular/index.php

http://114.130.66.131/lite/result.php

http://www.educationboardresults.gov.bd/

SMS এর মাধ্য‌মে দেখুন :


প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার রেজালট জানতে টাইপ করুন

DPE<>STUDENT ID এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে
যেমন: DPE 123456

ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার রেজালট জানতে টাইপ করুন

EBT<>STUDENT ID এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে
যেমন: EBT 123456

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার রেজালট জানতে টাইপ করুন

JSC>বোর্ডের প্রথম তিন অক্ষর<>ROLL এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে যেমন: JSC DHA 123456

জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষার রেজালট জানতেটাইপ করুন

JSC<>MAD<>ROLL এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে
যেমন: JSC MAD 123456


চার্জ Tk2.44/SMS.
3 comments

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল ২০১৬ ।মার্ক‌শিটসহ



প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল ২০১৬  এখা‌নে ক্লিক করুন


পরীক্ষার নামঃ PSC/EBT

পরীক্ষার সন: ২০১৬

বিভাগঃ অাপনার স্কুল‌টি যে বিভা‌গে অব‌স্থিত এখা‌নে লেখুন

জেলাঃ অাপনার স্কুল‌টি যে জেলা‌তে অব‌স্থিত এখা‌নে লেখুন

উপজেলা/থানাঃ অাপনার স্কুল‌টি যে উপ‌জেলা/থানা‌তে অব‌স্থিত এখা‌নে লেখুন

রোল নম্বরঃ এখা‌নে অাপনার রোল নম্বর‌টি লেখুন

এখন সমর্পন করুন এই লেখা‌তে ক্লিক করুন

এখন দেখুন মার্ক‌শিটসহ রেজাল্ট এসে‌ছে

2 comments

Valobashi Jaona Bole by Jony and Nancy Full Song HD

0 comments

মজার এব‌টি জব ইন্টার‌ভিউ দেখুন

মজার এক‌টি জব ইন্টার‌ভিউ দেখুন।অাশা ক‌রি ভাল লাগ‌বে অাপনা‌দের।
0 comments

‌কি সুন্দর এক‌টি নাচ----আশা ক‌রি ভাল লাগ‌বে আপনা‌দের

0 comments

মায়ের ভালবাসা কা‌কে ব‌লে দেখুন

[https://www.youtube.com/watch?v=he5Ybm92xUk] [সন্তানরা কি চাই আর মা‌য়েরা কি চাই?একবার হ‌লেও ভি‌ডিও‌টি তেখুন। - YouTube] is good,have a look at it!
0 comments

অফিস ২০০৭ এ ক্লাসিক মেনুবার

অফিস ২০০৭ এ এসেছে ম্যানু এবং টুলবারের পরিবর্তে রিবোন। আর সাধারণত ব্যবহারকারীরা রিবোনে অনেক কিছুই খুজে পান না। ফলে অফিস ২০০৭ ব্যবহার করা অনেকের জন্য বিরক্তিকর এবং বেশ কষ্টদায়ক। আর অফিস ২০০৭ এ পূর্বের সংস্করণের মত ম্যানু ব্যাবহার করার কোন ব্যবস্থা নেই। তবে ইউবিটম্যানু সফটওয়্যার দ্বারা অফিস ২০০৭ এ রিবোনের পাশাপাশি ম্যানু এবং টুলবার আনা যাবে ফলে ব্যবহারকারীদের একটু সুবিধাই হবে।

মাত্র ২৬০ কিলোবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি (এ্যাডঅন্সটি)। সফটওয়্যারটি /এ্যাডঅন্সটি  নি‌চের লিঙ্ক থে‌কে
http://www.ubit.ch/software/ubitmenu-languages ডাউনলোড করে ইনস্টল করুন। এবার অফিস (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) খুলে দেখুন Menu নামে নতুন একটি ট্যাব আসছে। এবার ম্যানু ট্যাবে ক্লিক করলে তার ভিতরে অফিস ২০০৭ এর পূর্বের সংস্করণের মত ম্যানু এবং টুলবার আছে। এখন থেকে আপনি রিবনের পাশাপাশি ক্লাসিক ম্যানুর মাধ্যমে অফিস ২০০৭ ব্যবহার করতে পারবেন। তবে এই ম্যানু বা টুলবার পরিবর্তন করতে পারবেন না।

0 comments

উইন্ডোজ ১০ ইনস্টল দিতে গিয়ে সিরিয়াল কী চাইছে? নিয়ে নিন সকল ভার্সন এর সিরিয়াল কী।

উইন্ডোজ ১০ ইনস্টল দিতে গিয়ে সিরিয়াল কী চাইছে?
নিয়ে নিন সকল ভার্সন এর সিরিয়াল কী।

Windows 10 Professional
W269N-WFGWX-YVC9B-4J6C9-T83GX

Windows 10 Professional N
MH37W-N47XK-V7XM9-C7227-GCQG9

Windows 10 Enterprise
NPPR9-FWDCX-D2C8J-H872K-2YT43

Windows 10 Enterprise N
DPH2V-TTNVB-4X9Q3-TJR4H-KHJW4

Windows 10 Education
NW6C2-QMPVW-D7KKK-3GKT6-VCFB2

Windows 10 Education N
2WH4N-8QGBV-H22JP-CT43Q-MDWWJ

Windows 10 Enterprise 2015 LTSB
WNMTR-4C88C-JK8YV-HQ7T2-76DF9

Windows 10 Enterprise 2015 LTSB N
2F77B-TNFGY-69QQF-B8YKP-D69TJ

0 comments

উইন্ডোজ 10 ও 8 এ .NET Framework 3.5 সমস্যা এর সমাধান।

যার উইন্ডোজ 8 ও 10 ব্যবহার করছেন তারা নিশ্চায়ই বিজয় বাহান্ন সফটওয়্যার ইনিস্টল দেওয়ার সময় .NET Framework 3.5 সমস্যা এর সম্মুখীন হয়েছেন। উইন্ডোজ 8 এ অনলাইন ইনিস্টলারের মাধ্যামে .NET Framework 3.5 ইনিস্টল দেওয়া গেলেও উইন্ডোজ 10 এ ইনিস্টল করা যায় না যার ফলে বাংলা লেখার জন্য বিজয় বাহান্নও ইনিস্টল দেওয়া যায় না। এমন সমস্যায় অনেকেই পরেছেন। আজ আমি এর সমাধান দিব।

প্রথমে উইন্ডোজ 10 বা 8 দেওয়া কমপ্লিট করুন।তারপর উইন্ডোজের ডিস্ক বাহির করবেন না।

উইন্ডোজের ডিস্ক ডিভিডি ড্রাইভারে থাকা অবস্থায় আমার দেওয়া ব্যাচ ফাইলটা ডাউনলোড করুন। ডাওউ‌লোড কর‌তে এখা‌নে ক্লিক করুন

ডাউনলোড করার পর winrar দিয়ে extract করুন এবং এটিতে ডান ক্লিক করে Run as Adminitrator হিসেবে চালু  করুন।

দেখবেন এটা অটোমেটিক ভাবে .NET Framework 3.5 ইনিস্টল হচ্ছে।

100 % হলে কমান্ড প্রোমট কেটে দিন এবং এবার দেখুন বিজয় ইনিস্টল হতে আর কোন সমস্যা হবে না।

আশাকরি সবাই বুঝতে পেরেছেন, আর যদি বুঝতে কোন সমস্যা হয় তাহলে অবশ্যই টিউমেন্টস করবেন।

0 comments

অনলাইনেই অাপনার জাতীয় পরিচয় পত্রটি নিয়ে নিন

এখন থেকে অনলাইনেই জাতীয় পরিচয়পত্রের যাবতীয় কাজ সম্পন্ন করা যাবে। জাতীয় পরিচয়পত্র সংশোধন, নতুন ভোটার হিসেবে নিবন্ধন আবেদন, হারিয়ে যাওয়া বা নষ্ট হওয়া পরিচয়পত্র নতুন করে তোলা, ছবি বা স্বাক্ষর পরিবর্তনের আবেদন সবকিছু হবে এখন এক ক্লিকেই।
নির্বাচন কমিশনের http://services.nidw.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে এখন ঘরে বসেই সবকিছু করতে পারবেন ইন্টারনেট ব্যবহারকারীরা। পাশাপাশি বিদ্যমান প্রক্রিয়াও অব্যাহত থাকবে।
২৫শে ফেব্রুয়ারি বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ।
যে সব সেবা পাওয়া যাবে।

২০১৩-২০১৪ সালের হালনাগাদে ভোটার নিবন্ধন হয়েছেন কিন্তু জাতীয় পরিচয় পত্র পাননি?
যারা ২০১৩-২০১৪ সালের হালনাগাদে কর্মসূচীর মাধ্যমে ভোটার হিসাবে নিবন্ধন হয়েছে কিন্তু জাতীয় পরিচয় পত্র নম্বর পাননি তারা জাতীয় পরিচয় বিবরণী জানতে “ভোটার তথ্য” মেনুতে গিয়ে আপনার কাছে রক্ষিত ফর্ম নম্বর (রশিদ ফর্ম) এবং আপনার জন্ম তারিখ ও ক্যাপচা প্রদানের মাধ্যমে আপনার জাতীয় পরিচয় পত্র নম্বর টি জেনে নিন অত:পর “রেজিষ্টার” মেনুতে গিয়ে প্রয়োজনী তথ্য দিয়ে অন-লাইন সেবার জন্য রেজিষ্টেশন সম্পন্ন করুন।পরবর্তীতে “লগইন” মেনুতে গিয়ে আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে লগইন করে “পরিচয় বিবরণী” মেনুতে গিয়ে আপনার পরিচয় বিবরণী দেখুন।

আপনি কি নতুন ভোটার হতে চান?

ভোটার তালিকা হালনাগাদ একটি চলমান প্রক্রিয়া। যিনি বাংলাদেশের নাগরিক, সচরাচর কোন এলাকায় বসবাস করেন কিন্তু এখনও ভোটার হিসেবে নিবন্ধিত হননি এবং আপনার বয়স যদি ২০১৫ সালের ১ জানুয়ারী বা তার পূর্বে ১৮ বছর হয়ে থাকে তাহলে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে যোগাযোগ করে আপনার এলাকার সিডিউল মোতাবেক ফরম-২ পূরণ করে ভোটার হোন। ভোটার হওয়ার সময় আপনার কিছু সংযুক্ত কাগজপত্র প্রয়োজন হবে, যা নিন্মরুপ-

• এস.এস.সি সনদ -(বয়স প্রমানের সনদ)

• জন্ম নিবন্ধন -(বয়স প্রমানের সনদ)

• পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স / টি.আই.এন -(বয়স প্রমানের সনদ)

• ইউটিলিটি বিলের কপি/বাড়ী ভাড়ার রশিদ/হোল্ডিং ট্যাক্স রশিদ – (ঐ এলাকায় সচরাচর বসবাস করেন এরুপ কোন প্রমান)

• নাগরিকত্বের সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)

• বাবা, মা, স্বামী/স্ত্রীর আই.ডি কার্ডের কপি(প্রযোজ্য ক্ষেত্রে)

নতুন ভোটার হ‌তে চাই‌লে এখা‌নে ক্লিক করুন

আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্য হালনাগাদ করতে চান?

তথ্য হালনাগাদ প্রক্রিয়ায় আপনাকে স্বাগত জানাই

আপনার নিজস্ব তথ্য হালনাগাদ ও অন্যান্য সেবা নেয়ার জন্য আপনাকে অবশ্যই ইতোমধ্যে ভোটার হতে হবে এবং এই ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। নিবন্ধন করার জন্য আপনার বর্তমান কার্ডের নম্বর ও একটি কার্যকর মোবাইল নম্বর আপনার জন্মতারিখ ও ঠিকানা সম্পর্কিত তথ্য প্রয়োজন।

ক। ভূমিকা

আপনি ভোটার হয়ে থাকলে রেজিষ্ট্রেশন করে এই ওয়েবসাইটের সুবিধা নিন

রেজিষ্ট্রেশন করে আপনি নিম্নলিখিত সুবিধাসমূহ পেতে পারেন

• নিজস্ব প্রোফাইল তথ্য

• নির্বাচনকালীন ভোটকেন্দ্র সম্পর্কিত তথ্য

• কার্ডের তথ্য পরিবর্তন/সংশোধন/হালনাগাদের জন্য আবেদন। বিস্তারিত

• ঠিকানা অথবা ভোটার এলাকা পরিবর্তন/সংশোধন/হালনাগাদের আবেদন

• হারানো/নষ্ট কার্ড পুনর্মূদ্রনের আবেদন। বিস্তারিত

• ছবি,স্বাক্ষর ইত্যাদি পরিবর্তনের এপয়েন্টমেন্ট করা

• আবেদনপত্রের বর্তমান অবস্থা ইত্যাদি...

খ। প্রয়োজনীয় তথ্যাবলী

• তথ্য পরিবর্তনের জন্য, তার সাথে প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করুন।

• সাধারন জিজ্ঞাসা লিংকে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত তথ্য দেখুন।
রে‌জি‌ষ্টেশন কর‌তে চান এখা‌নে ক্লিক করুন

জাতীয় পরিচয়পত্রের তথ্য হালনাগাদের জন্য কি কি দলিলাদি প্রয়োজন?

১) জাতীয় পরিচয়পত্রধারীর নাম (বাংলা/ইংরেজি) এবং জন্মতারিখ সংশোধনের ক্ষেত্রে, উক্ত সংশোধনের স্বপক্ষে, ক্ষেত্রমত, নিম্নবর্ণিত কাগজপত্র/তথ্যাদি জমা দিতে হইবে, যথা:-

(ক) শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি/সমমান হইলে এসএসসি/সমমান সনদপত্র;

(খ) শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি/সমমান না হইলে এবং তিনি সরকারি, স্বায়ত্বশাসিত, আধা-স্বায়ত্বশাসিত কিংবা সংবিধিবদ্ধ কোনো সংস্থায় চাকুরীরত হইলে, চাকুরী বই/মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও);

(গ) অন্যান্য ক্ষেত্রে, জাতীয় পরিচয়পত্রধারীর পাসপোর্ট/জন্ম নিবন্ধন সনদ/ড্রাইভিং লাইসেনস/ট্রেড লাইসেনস/কাবিননামার সত্যায়িত অনুলিপি;

(ঘ) নামের আমূল পরিবর্তনের ক্ষেত্রে, প্রার্থিত পরিবর্তনের যথার্থতা সম্পর্কে গ্রহণযোগ্য দলিলাদি [এসএসসি সনদ/পাসপোর্ট/চাকুরী বই/মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও)/ড্রার্ইভিং লাইসেনস, যাহার ক্ষেত্রে যেটি প্রযোজ্য] ছাড়াও ম্যাজিস্ট্রেট আদালতে সম্পাদিত হলফনামা ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির কপি;

(ঙ) ধর্ম পরিবর্তনের কারণে নাম পরিবর্তনের ক্ষেত্রে, ম্যাজিস্ট্রেট আদালতে সম্পাদিত হলফনামা ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির কপি এবং আবেদনের যথার্থতা সম্পর্কে গ্রহণযোগ্য দলিলাদি (শিক্ষাগত যোগ্যতার সনদপত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেনস/জন্ম নিবন্ধন সনদ, ইত্যাদি যাহার ক্ষেত্রে যেটি প্রযোজ্য)।

(২) বিবাহ বা বিবাহ বিচ্ছেদ বা অন্য কোন কারণে কোনো মহিলা তাহার নামের সহিত স্বামীর নামের অংশ (টাইটেল) সংযোজন বা বিয়োজন বা সংশোধন করিতে চাহিলে, তাহাকে কাবিননামা/তালাকনামা/মৃত্যু সনদ/ম্যাজিস্ট্রেট আদালতে সম্পাদিত হলফনামা/বিবাহ বিচ্ছেদ ডিক্রির সত্যায়িত অনুলিপি জমা দিতে হইবে। এক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, প্রয়োজনে, সরেজমিন তদন্ত করিতে পারিবেন।
(৩) পিতা/মাতার নাম সংশোধনের ক্ষেত্রে, জাতীয় পরিচয়পত্রধারীর এসএসসি, এইচএসসি বা সমমান সনদপত্র (যদি উহাতে পিতা/মাতার নাম উল্লিখিত থাকে) এবং জাতীয় পরিচয়পত্রধারীর পিতা, মাতা, ভাই ও বোনের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি জমা দিতে হইবে। এক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, প্রয়োজনে, সরেজমিন তদন্ত করিতে পারিবেন।

(৪) পিতা/মাতার নামের পূর্বে “মৃত” অভিব্যক্তিটি সংযোজন বা বিয়োজন করিতে চাহিলে, প্রযোজ্য ক্ষেত্রে, পিতা/মাতার মৃত্যু সনদের সত্যায়িত অনুলিপি বা তাহাদের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি ও জীবিত থাকিবার সমর্থনে সংশ্লিষ্ট এলাকার ইউপি চেয়ারম্যান/পৌর মেয়র/কাউনিসলরের প্রত্যয়নপত্র জমা দিতে হইবে।

(৫) ঠিকানা (বাসা/হোল্ডিং/গ্রাম/রাস্তা/ডাকঘর) সংশোধনের ক্ষেত্রে, সঠিক ঠিকানার স্বপক্ষে বাড়ির দলিল/টেলিফোন, গ্যাস বা পানির বিল/বাড়ি ভাড়ার চুক্তিপত্র/বাড়িভাড়া রশিদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হইবে।

(৬) রক্তের গ্রুপ সংযোজন বা সংশোধনের ক্ষেত্রে, উহার স্বপক্ষে ডাক্তারী সনদপত্র জমা দিতে হইবে।

(৭) শিক্ষাগত যোগ্যতা সংশোধনের জন্য জাতীয় পরিচয়পত্রধারীর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি জমা দিতে হইবে।

(৮) টিআইএন/ড্রাইভিং লাইসেনস নম্বর/পাসপোর্ট নম্বর সংশোধনের ক্ষেত্রে, প্রয়োজনে, টিআইএন সনদ/ড্রাইভিং লাইসেনস/পাসপোর্টের সত্যায়িত অনুলিপি জমা দিতে হইবে।

(৯) অন্যবিধ যে কোনো সংশোধনের ক্ষেত্রে, উক্তরূপ সংশোধনের স্বপক্ষে উপযুক্ত সনদ, দলিল ইত্যাদির সত্যায়িত অনুলিপি জমা দিতে হইবে।

(১০) আবেদনপত্রের সহিত দাখিলকৃত অনুলিপিসমূহ নিম্নবর্ণিত ব্যক্তিবর্গ সত্যায়ন করিতে পারিবেন: (ক) সংসদ সদস্য, (খ) স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি, (গ) গেজেটেড সরকারি কর্মকর্তা, এবং (ঘ) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান।

(১১) অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলিয়া গণ্য হইবে।

প্রয়োজনীয় আরও জিজ্ঞাসা

3 comments

বোর্ড পরীক্ষার রেজাল্ট উইজেট যুক্ত করে নিন


ব্লগার টিউন কাউন্টার উইজেট – Blogger Post Counter Widget

অনেকেই আছে যারা বোর্ড রেজাল্টের জন্য বোর্ড
 রেজাল্ট ওয়েব সাইটটি লিঙ্ক নিজের ব্লগে লাগাতে চান।তাদের জন্য আজ আমি নিয়ে এসেছি এইচটিএমল কোর্ড।নিচ থেকে কোর্ডটি লাগিয়ে নিন।

<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<iframe height="800" scrolling="no" src="http://www.educationboardresults.gov.bd/lite/index.php" width="680"></iframe><br />
<br />
Powered by Education Board<br />
Created by Suman, <a href="http://amarkothaghor.blogspot.com/" target="_blank">Adminstrator, GR+</a></div>
0 comments

গ্রামীণফোনের সকল সিমের (বন্ধ ও সচল) লোভনীয় ইন্টারনেট অফার।


# ২০ টাকায় ২০০০ এমবি
এই অফারটা গ্রামীণফোনের নতুন একটা অফার।এই অফারটি তারাই পাবেন,যারা দারুন অফার থেকে ম্যাসেজ পেয়েছেন তারা।তবে যারা ম্যাসেজ পাননি,তারাও ট্রাই করে দেখতে পারেন। এতে আপনি ২০ টাকায় পাবেন মোট ২০০০ মেগাবাইট ইন্টারনেট। Active করতে ডায়াল করুন *৫০০০*৭৬# এই ২০০০ Mb এর মেয়াদ ৭ দিন। এটা রাত ১২.০০-সকাল ১০.০০টা পর্যন্ত।

# ৪৪ টাকায় ৮ জিবি
এটা গ্রামীনফোন বন্ধ সিমের অফার। এটা আপনার ৯০ দিন বন্ধ থাকা সিমের জন্য প্রযোজ্য।আপনার বন্ধ সিম এই অফারের আওতায় আছে কিনা তা জানতে আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BHK 017xxxxxxxxxxx আর পাঠিয়ে দিন 9999 নাম্বারে। (BHK স্পেস আপনার নাম্বার) যদি আপনার সিম ঐ অফারের আওতায় থাকে তবে আপনাকে মেসের মাধ্যমে জানানো হবে।তখন আপনি *১১১*৯০# ডায়াল করে ১১ টাকায় ২ জিবি করে মোট ৪ বার নিতে পারবেন।এটার মেয়াদ থাকবে ১৫ দিন পরে আপনি চাইলে মেয়াদ বাড়াতে পারবেন।


# ৯ টাকায় ১ জিবি
এটা গ্রামীনফোন সিমের যারা নিজেদের সিম বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিষ্ট্রেশন করবে তাদের জন্য। আপনার জিপি সিমটি বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিষ্ট্রেশন করে আপনার জিপি সিমে ১১ টাকা রেখে ডায়াল করুন *৫০০০*৯৯# এটার মেয়াদ থাকবে ৭ দিন ব্যবহার করতে পারবেন রাত ২.০০ টা থেকে দুপুর ১২.০০ টা পর্যন্ত।


# ৬৪ টাকায় ১ জিবি
এটা গ্রামীনফোনের সকল সিমের জন্য।এই অফারটি নিতে ডায়াল করুন *৫০০০*১৯২# এটার মেয়াদ থাকবে ৫ দিন।


# ৫০ এমবি ইন্টারেট একদম ফ্রী
এটা যারা গ্রামীনফোন সিমের একটা অফার। যারা গত ৬ ডিসেম্বর এর পর থেকে ১৫০ কেবির উপর ইন্টারনেট ব্যবহার করেননি তারা এই অফারটি পাবেন। অফার টি Active করতে আপনার ৬ ডিসেম্বর ২০১৫ইং এরপর থেকে ইন্টারনেট ব্যবহার সিম থেকে ডায়াল করুন *৫০০০*১১৩#


# ৭০ এমবি ইন্টারনেট
এটা গ্রামীনফোন সিমের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটা অফার। এতে আপনি পাবেন ৫০ এমবি ইন্টারনেট। এর জন্য আপনাকে নিচের Flexiplan অ্যাপটি ইন্সটল করতে হবে।অ্যাপটি ডাউনলোড করে সাইন আপ করলেই পাবেন পুরো ৫০ এমবি। Flexiplan এ কোন কিছু কেনার পর সেটা Facebook শেয়ার করলেই পেয়ে যাবেন ২০ mb। প্রতিবার শেয়ারে পাবেন ২০ mb করে।ডাউনলোড করুন।


# ২০ এমবি ইন্টারনেট
এটা গ্রামীনফোন সিমের সকল ব্যবহারকারীদের জন্য সাপ্তাহিক একটা অফার। প্রতি সপ্তাহে একবার নেয়া যাবে অফারটি। Active করতে ডায়াল করুন *৫০০০*১৬৮#


# ২০ এমবি ইন্টারনেট
এটা গ্রামীনফোন সিমের সকল ব্যবহারকারীদের জন্য। অফারটি Active করতে ডায়াল করুন *৫০০০*১৩৮# (কোন ভ্যাট লাগবেনা)।

সকল মেগাবাইটের মেয়াদ জানতে এবং একাউন্ট চেক কররতে ডায়াল করুন- *১২১*১*২#
সকল অফার প্যাকেজের জন্য ভ্যাট ও এসডি যুক্ত থাকবে। 

বিঃদ্রঃ-  কেউ কোন অফার নিয়ে সমস্যায় পড়েন তবে লেখক দায়ী হবেনা। কারণ অফার নিয়মিত পরিবর্তনশীল। ধন্যবাদ।
0 comments

ব্লগার টিউন কাউন্টার উইজেট – Blogger Post Counter Widget

ব্লগস্পট ব্লগে প্রথম দুটি পোস্টের মাঝামাঝি জায়গাতে বিজ্ঞাপন বসানোর নিয়ম...............
আপনার ব্লগার সাইটে সবসময়ের মোট পোস্ট প্রদর্শন করুন। এজন্য লেয়াউট থেকে নতুন উইজেট ক্লিক করে এইচটিএমএল/জাভাস্ক্রিপ্ট সিলেক্ট করে নিচের কোড পেস্ট করে দিন। কেবল কোডের শেষে amarkothaghor.blogspot.com এর জায়গায় প্নার ব্লগার সাইটের লিঙ্ক দিয়ে দিন।
<div class="postnumberfeed"><style>div.postnumberfeed{background: linear-gradient(limegreen, green);border-radius: 5px;font-family: siyam rupali;}b.postnumberfeed{ background:linear-gradient(red, #D20303); text-decoration: none; width: 70%; box-shadow: 2px 2px 3px black; border-radius: 5px; font-family: siyam rupali; font-size: 20px;}</style><script type="text/javascript">function mbtlist(json) {for (var i = 0; i < json.feed.entry.length; i++){var TotalPosts = json.feed.openSearch$totalResults.$t;  }var innerHTML = "<center><h3 id='postnumberfeed'>মোট পোস্ট</h3><b class='postnumberfeed'>মোট <font color='yellow'>" +TotalPosts+ "</font> টি পোস্ট পাবলিশ হয়েছে</b></center>" ;document.write(innerHTML);}</script><script type="text/javascript" src="http://amarkothaghor.blogspot.com/feeds/posts/default?alt=json-in-script&callback=mbtlist"></script></div>
1 comments

এবার নতুন ভাবে আপনিও একটি ফেইসবুক ফিশিং সাইট বানিয়ে ফেলুন।

আজ আপনাদের আমি নতুন ভাবে িএকটি ফিশিং সাইট তৈরী করা শিখাব।এজন্য আপনাদের নিচের ধাপ গুলো অনুসরণ করতে হবে।
প্রথমে এখান থেকে একটা এ্যাকাউন্ট করে নিন। মানে সাইন আপ করুন। সাইন আপ করা হলে আপনার ইমেলে গিয়ে ভেরিফাই করে নিন। তার পর Create New Site থেকে আপনার পছন্দ মত নাম দিয়ে একটি সাইট খুলুন। সাইট তৈরি হলে নিচের কাজ গুলো  করুন।প্রথমে আপনি আপনি যে সাইট বানালেন সেই সাইটে যান এবং এডমিন মোড এ প্রবেশ করুন, এবং এর পর edit site এ ক্লিক করুন এবং Global setting এ ক্লিক করুন, তার পর এখান থেকে Head Tags (meta,style..) এ ক্লিক করুন। ক্লিক করার পর Head Tag: বক্স এ নিচের কোড গুলো লিখুন

আবার edit site এ ক্লিক করুন এখান থেকে Mail Form এ ক্লিক করুন । Mail form এ ক্লিক করার পর নিচের মত দেখতে পাবেন এবার এখান থেকে Enable captcha picture টা Unmark করে নিন, এবং নিচ থেকে submit এ চাপ দিন । এখন Homepage এ গেলে আপনার mail form টা দেখতে পাবেন, এখন আপনাকে এই mail form টা থেকে একটা value কালেক্ট করতে হবে ।চলুন কিভাবে value collect করবেন সেটা দেখাচ্ছি, value টা আপনাকে source code viewer দিয়ে কালেক্ট করে নিতে হবে।প্রথমে আমরা আবারেআমাদের সাইটে গিয়ে এডমিন মোডে যাব।তারপর source code viewer এ ক্লিক করুন।এখান আপনার ফিশিং সাইট এর লিঙ্কটা লিখুন।মানে আপনি যে সাইটি তৈরী করেছেন সেই সাইটের লিঙ্কটি লেখুন।এরপর View source তে ক্লিক দিন  এই বার এখানে value টা খুজুন, যেমন আমি পেলাম,এখান থেকে “p”value টাকে সাবধানে কোথা লিখে রাখেন অথবা আপনার clipboard এ save করে রাখুন। আমি আমার mail form এর “p” value পেলাম 127078794।চলুন আমরা এডমিন মুড এ আমদের সাইটে আবার ফিরে যাই। এবার আবারো নিচ থেকে edit site এ ক্লিক করুন এবং এখান থেকে wml/xhtml code এ ক্লিক করুন এবার wml/xhtml code: বক্স এ নিচের এই কোড গুলো পেস্ট করুন।
এই কোড গুলোর মধ্যে value=”XXXXXX” দেখতে পাবেন,এখানে এই xxxxxx এর যায় গায় ওই সময় আপনে html source code দিয়ে যেই value পেয়েছিলেন সেটি লিখবেন। লেখা হলে নিচের Submit বাটন এ ক্লিক করব । (মনে রাখবেন আমি আমার সাইট এর জন্য যে value পেয়েছি সেটি লিখেছি, আপনি আপনার টা লিখবেন)
এবার Submit এ ক্লিক করুন। সাইট দেখন ঠিক ফেসবুকের মত হয়ে গেছে কিন্তু কাজ এখনো শেষ হয়নি।
এখন আরেকটা সমস্য সেটা হলো, সাইট এ ভিজিট করলে mail form
টা দেখা যায়। এবার এটাকে Hidden করে দিব। চলুন দেখাই কিভাবে Hidden করবেন, Edit site এ ক্লিক করে User এ ক্লিক করুন এবার এখান থেকে Item Visibility তে ক্লিক করুন। এখানে আপনার ওয়েবসাইট এর সব গুলো Item দেখতে পাবো। মেইল ফরম এর পাশে A N L X দেখতে পারবেন, আমরা এগুলো থেকে Mail form এর পাশে থাকা X এ ক্লিক করবো । (X এ ক্লিক করার মানে হলো এই মেইল ফরম টা সাধারণ কেউ আর দেখতে পাবেনা, এটা শুধু এডমিন মুড এ দেখা যাবে) ব্যস আপনার কাজ শেষ। আপনার
ফিশিং সাইট এখন তৈরী হয়ে গেল।
আবার কোন একদিন নতুন কিছু ‍নিয়ে হাজির হব।
0 comments
 
Helped By : WWW.KASPERWINDOW.TK | KasperWindowTemplate | Download This Template
Copyright © 2011. আমার কথা ঘর - All Rights Reserved
Template Created by Aehtasham Aumee Published by KasperWindow
Proudly powered by Blogger