skip to main |
skip to sidebar
{মাদারবোর্ডের সিডি হারিয়ে ফেলেছেন চিন্তার কিছু নেই}
নতুন উন্ডোজ ইন্সটল করেছেন । এখন সাউন্ড, এজিপি, এসব ইন্সটল করা দরকার কিন্তু দুঃভাগ্য জনিত কারণে আপনি আপনার মাদারবোর্ডের সিডি হারিয়ে ফেলেছেন অথবা আপনার পিসি বা ল্যাপটপ কেনার সময় মাদারবোর্ডের সিডি টা দেয় নাই । এখন কি করবেন । ভাইরাস বা অন্য কারণে উন্ডোজ ইন্সটল করলেন । কিন্তু দেখা যাচ্ছে মাদারবোর্ড সিডি না থাকায় আপনি সাউন্ড , এজিপি , ইন্টারনেট এসব ইন্সটল করতে ব্যর্থ হচ্ছেন , এখন আর কোন চিন্তা করার দরকার নেই । শুধু মাত্র নিচের লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন মাত্র ২ মেগা…ক্র্যাক সহ।সেটাপ দেয়ার পর ক্র্যাক ফাইলটা C: \ Program Files \ Easeware \ DriverEasy to go to replace করুন।
একটি মন্তব্য পোস্ট করুন
:-?
আপনার একটি মতামত বা মন্তব্য আমাদের মত লেখকদেরকে ভালো কিছু লিখার অনুপ্রেরোনা যোগাই।তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত বা মন্তব্য জানাতে ভুলবেন না।তবে এমন কোন মতামত বা মন্তব্য করবেন না যাতে আমাদের মত লেখকদের মনে আঘাত করে !!