লোগো তৈরি করবেন? ইলস্টটরে খুব ঝামেলা হয়? তাহলে নিন সহজ উপায়।


সেপ্টেম্বর 30, 2011
By
লোগো তৈরি করবেন? ইলস্টটরে খুব ঝামেলা হয়? তাহলে AAA LOGO Maker দিয়ে আপনি আপনার পছন্দ মত লোগো তৈরি করে নিন। এজন্য আপনাকে এখান থেকে মাত্র ১৫.১ মেগাবাইটের AAALOGOMaker (Full Version + Key included) সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। rar ফাইল Extract করুন পেয়ে যাবেন একটি ফোল্ডার সেখানে সেট আপ ফাইল সহ সিরিয়াল কি এর ফাইল পাবেন। ইন্সটল করুন। ইন্সটল শেষে ডেস্কটপ আইকন থেকে ডাবল ক্লিক করে প্রোগ্রাম টি ওপেন করুন এবং Esc চাপুন। পেয়ে যাবেন নিচের চিত্রের মত, এবার লোগো তৈরির কাজ শুরু করে দিন।
undefined
New blank project এ ক্লিক করে কোন সিম্বল ব্যবহার করতে চান তা সিলেক্ট করুন Shape থেকে, Image এ ক্লিক করে Adjust করে নিন, Effects এ নানা রকম ইফেক্ট দিতে পারেন, Gradient এ পাবেন কালার সমন্বয় করার উপায়। Colors এ পাবেন সিম্বলটি কি কালার দিতে চান তার উপায়। লেখার জন্য আপনাকে Object এ ক্লিক করতে হবে এবং New text এ ক্লিক করে লিখুন আপনি যা লিখতে চান। লেখা শেষ হলে, লেখার উপর বাম ক্লিক দিন এবং Transform থেকে লেখাকে কিভাবে সাজাবেন তা সাজিয়ে নিন। সব কিছু ঠিক ভাবে হয়ে গেলে এবার লোগোটিকে সেভ করুন File এ ক্লিক দিয়ে Export logo image এ ক্লিক করুন এবং সেভ করুন আপনার পছন্দ মত ফরম্যাটে। ব্যাস হয়ে গেল লোগো তৈরি।
undefined
Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

:-?

আপনার একটি মতামত বা মন্তব্য আমাদের মত লেখকদেরকে ভালো কিছু লিখার অনুপ্রেরোনা যোগাই।তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত বা মন্তব্য জানাতে ভুলবেন না।তবে এমন কোন মতামত বা মন্তব্য করবেন না যাতে আমাদের মত লেখকদের মনে আঘাত করে !!

 
Helped By : WWW.KASPERWINDOW.TK | KasperWindowTemplate | Download This Template
Copyright © 2011. আমার কথা ঘর - All Rights Reserved
Template Created by Aehtasham Aumee Published by KasperWindow
Proudly powered by Blogger