হ্যা বন্ধুরা কিভাবে চিনবেন ? ছোট্ট একটি এড অন এর মাধ্যমে আপনি সবসময় দেখতে পারবেন । আপনার ফ্রেন্ডলিষ্ট, পেন্ডিং রিকুয়েষ্ট লিষ্ট ও আনফ্রেন্ডকারীদের। তো কথা না বাড়িয়ে চলুন আসল কাজ শুরু করে দেওয়া যাক।
১) প্রথমে এখানে ক্লিক করে Add to Firefox বাটনে ক্লিক করুন।
১) প্রথমে এখানে ক্লিক করে Add to Firefox বাটনে ক্লিক করুন।
২) এরপর একটি উইন্ডো ওপেন হলে সেখান থেকে Install Now বাটনে ক্লিক করুন।
৩) ইনস্টল শেষ হলে ফায়ারফক্স রিস্টার্ট দিন।

৪) এবার আপনি আপনার ব্রাউজার এর Navigation Toolbar এ বানরের মুখের একটি আইকন দেখতে পাবেন। শুধু তাই নয় আপনার Tools মেনুতেও যোগ হয়েছে Greasemonkey অপশন। সেখানে enable, disable এবং check options আছে।

৬) এর পর পপআপ নোটিফিকেশন সো করলে সেখান থেকে Install বাটনে ক্লিক করুন।

৭) ব্যাস ইনস্টল হয়ে গেলে আপনার কাজ শেষ। এবার ফেইসবুকে লগ ইন করে দেখুন। আপনি ইচ্ছা করলে Settings Page থেকে কাষ্টোমাইজ করতে পারবেন।
একটি মন্তব্য পোস্ট করুন
:-?
আপনার একটি মতামত বা মন্তব্য আমাদের মত লেখকদেরকে ভালো কিছু লিখার অনুপ্রেরোনা যোগাই।তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত বা মন্তব্য জানাতে ভুলবেন না।তবে এমন কোন মতামত বা মন্তব্য করবেন না যাতে আমাদের মত লেখকদের মনে আঘাত করে !!