জিমেইল থেকে কিভাবে আপনার বন্ধুর মোবাইলে SMS করবেন...........................

আসসালামু আলাইকুম, সবাইকে টিউনারপেজ আবারও স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে। আজ একটি নতুন জিনিস আপনাদের দেখাবো। যারা জানেন ভাল কথা। কিন্তু যারা জানেন না, তাদের জন্য নিয়ে এলাম এই পোষ্টটি। হা হা হা । অনেক সুন্দর একটি জিনিস।
আপনারা অনেকেই হয়ত জানেন যে, জিমেইল বা গুগল মেইল একটি নতুন ফিচার চালু করেছে তার ইউজারদের জন্য। সেটা কি?? সেটা আপনারা আমার পোষ্টের শিরোনাম দেখেই বুঝতে পেরেছেন আশা করি। এখন আপনি আপনার প্রিয় জিমেইল একাউন্ট থেকেই আপনার প্রিয় বন্ধুর কাছে SMS করতে পারবেন। খুবই সহজ একটি কাজ। আসেন এক পলকে শিখে নিই।
  • প্রথমে আপনার জিমেইল একাউন্ট প্রবেশ করুন।
  • এবার নিচের ছবির মতো ডানপাশের চিহ্নটির উপর ক্লিক করে Settings এ ক্লিক করুন।
undefined
  • এবার উপরের Labs ট্যাবে ক্লিক করুন।
  • এবার স্ক্রল ড্রাউন করে দুটা উইগেট খুঁজে নিন। আমি একই ছবিতে দেখিয়েছি। আপনি উপরে একটা নিচে একটা পাবেন। এই দুটা হলো
undefined
  1.  SMS (text messaging) in Chat
  2.  SMS in Chat gadget
  • এখানের দুটাই Enable করে নিচে গিয়ে সেটিংগুলো সেভ করুন।

কিভাবে SMS পাঠাবেনঃ-

  • প্রথমে আপনার জিমেইলের বামপাশের চ্যাটের উপর ক্লিক করুন।
  • এবার এখানের Send SMS box এ ক্লিক করুন।
  • এখানে Send SMS এ আপনার বন্ধূটির নং লিখে এন্টার করুন।
  • তাহলে একটি ডায়াল বক্স আসবে।
  • এবার এখানের  Contact name এ বন্ধুর নংটি আবার লিখুন, দেশ ও মোবাইল সিলেক্ট করে নিবেন।
undefined
  • এবার Save এ ক্লিক করুন।
undefined
  • এবার চ্যাট বক্স আপনার ম্যাসেজটি লিখুন ও এন্টার দিন।
  • তাহলে আপনার প্রিয় বন্ধূটির নং এ আপনার ম্যাসেজটি চলে যাবে।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে। আল্লাহ হাফেজ……………….
Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

:-?

আপনার একটি মতামত বা মন্তব্য আমাদের মত লেখকদেরকে ভালো কিছু লিখার অনুপ্রেরোনা যোগাই।তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত বা মন্তব্য জানাতে ভুলবেন না।তবে এমন কোন মতামত বা মন্তব্য করবেন না যাতে আমাদের মত লেখকদের মনে আঘাত করে !!

 
Helped By : WWW.KASPERWINDOW.TK | KasperWindowTemplate | Download This Template
Copyright © 2011. আমার কথা ঘর - All Rights Reserved
Template Created by Aehtasham Aumee Published by KasperWindow
Proudly powered by Blogger