এখন প্রায় সকল বড় বড় সাইটে আইডি ভেরিফিকেসন করতে হয় । এমনো কিছু সাইট আছে যেগুলো তে বাংলাদেশে আইডি প্রতিপাদন করার কোন অপশন থাকেনা যেমন - পে-পাল তারা বাংলাদেশে ভয়েস প্রতিপাদন করার অপশন দেয় না । এই সমস্যার জন্যই অনলাইনে আইডি ভেরিফিকেশন করুন অনলাইনে । এমন কি গুগলেও যত ইচ্ছা মত আইডি খুলুন ভেরিফিকেশনের সাথেই ! সাইট গুলই ঢুকলে আপনে একটি ভার্চুয়াল নাম্বার পাবেন । যার মাধ্যমে আরামেই যেকোনো আকাউন্টের ভয়েস কল এবং এস এম এস ভারিফিকেশন করে নিতে পারবেন । আশা করি আপানাদের ভাল লাগবে ।
http://receive-sms.com
http://receive-sms-online.com
http://pinger.com
http://Textnow.com
ভয়েস কল ভেরিফিকেশন করার সাইটটি হলঃ
http://k7.net
একটি মন্তব্য পোস্ট করুন
:-?
আপনার একটি মতামত বা মন্তব্য আমাদের মত লেখকদেরকে ভালো কিছু লিখার অনুপ্রেরোনা যোগাই।তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত বা মন্তব্য জানাতে ভুলবেন না।তবে এমন কোন মতামত বা মন্তব্য করবেন না যাতে আমাদের মত লেখকদের মনে আঘাত করে !!