প্রেম ও বিয়ে করুন রাশি দেখে



একেক পরিবার থেকে আসা মানুষ যেমন একেক রকম হয়ে থাকে, তেমনি একেক রাশিতে জন্ম নেওয়া মানুষও কিন্তু একেক রকম হয়ে থাকে। জ্যোতিষীরা বিশ্বাস করেন যে রাশি ভেদে প্রেমের সম্পর্কে আসে নানান উত্থান পতন।

কোনো রাশির সাথে প্রেম হলেও বিয়ে পর্যন্ত যায় না, বিয়ে হলেও হয় সেটা খুবই অশান্তির। আবার কোনো কোনো রাশি আজীবন বসবাস করে সুখে। জীবনের বিভিন্ন ক্ষেত্রে, বিশেষত প্রেম ও সম্পর্কের মতো অনিশ্চয়তার ক্ষেত্রে কোন রাশির মানুষ কেমন তা জানাটা আমাদেরকে একটু হলেও স্বস্তি দিতে পারে। জানতে চান, আপনার রাশির সাথে অন্য কোন রাশির মানুষের সম্পর্ক কেমন হতে পারে? কোন রাশির সাথে আপনার প্রেমের সম্পর্ক কেমন হবে, সেটা নিয়েই আমাদের এই আয়োজন। আজ রইলো তুলা হতে মীন সম্পর্কে।

তুলা রাশি

মিথুনের সাথে সম্পর্কে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন তুলা। এই সম্পর্কে একটা হালকা ভাব থাকে, যা দুজনেরই মনকে করে তোলে ফুরফুরে। কুম্ভের সাথে সম্পর্কেও এই স্বাচ্ছন্দ্য বজায় থাকে। তবে কুম্ভের সাথে থাকলে নতুন নতুন অভিজ্ঞতা যাচাই করে দেখার সাহস পায় তুলা।

একটু অন্যরকম প্রকৃতির সিংহ রাশির মানুষের সাথেও তুলার সম্পর্ক বেশ জমে ওঠে। এই জুটির বিবাহিত জীবনও হয় মধুর। ধনুর সাথে তুলার সম্পর্ক হয় একটু অন্যরকম, স্বাভাবিক প্রেমের চাইতে ভিন্ন স্বাদের।

মকর এবং কর্কটের আশেপাশে তেমন একটা না ঘেঁষাই ভালো তুলার জন্য। আর তুলার একেবারে উল্টো রাশি হলো মেষ। খুব চেষ্টা করলে এর সাথে আপনার প্রেম হতেও পারে। কিন্তু টা করতে গিয়ে জীবনটা জ্বলে-পুড়ে ধ্বংস হয়ে যাবার সম্ভাবনাই বেশি।

বৃশ্চিক রাশি

কর্কট এবং মীন রাশির সাথে খুব ভালো মেলে বৃশ্চিকের। বৃশ্চিকের জীবনে নতুন সম্ভাবনা নিয়ে আসে কর্কট এবং সে কারণে তাকে নিজের জীবনে পাকাপাকি জায়গা দিতেও আগ্রহী হয় বৃশ্চিক।

বৃশ্চিকের চরিত্রের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে বলে মীনের সাথেও স্বাচ্ছন্দ্যবোধ করে থাকে বৃশ্চিক। এই দুই রাশির সাথে তুলার দীর্ঘস্থায়ী প্রেম এবং বিবাহিত জীবনের সম্ভাবনা ভালো। এছাড়াও শান্তিপ্রিয় কন্যা এবং মকর রাশির সাথেও সম্পর্কে সুখি হয় বৃশ্চিক। সিংহ এবং কুম্ভের সাথে একেবারেই মেলে না বৃশ্চিকের। আর বৃষ রাশির সাথেও সম্পর্কে দেখা যায় টানাপোড়েন।

ধনু রাশি

মেষ এবং সিংহের মতো শক্তিশালী চরিত্রের সঙ্গী পছন্দ করেন ধনু। সিংহের সাথে সম্পর্কে নিজের জীবনের মান উন্নত করতে শেখে ধনু, আর মেষের সাথে সম্পর্কে সে শেখে কি করে আরও স্বাধীন হওয়া যায়। তুলার সাথে মোটামুটি ভালো সম্পর্কে স্থায়ী হতে পারে ধনু। কুম্ভের সাথেও তার তৈরি হতে পারে অদ্ভুত, সাধারনের চাইতে আলাদা এক সম্পর্ক। মেষ এবং কর্কটের সাথে সম্পর্কে ঝামেলা হতে পারে।

মকর রাশি

শান্তিপূর্ণ এবং সফল জীবনের জন্য মকরের আদর্শ সঙ্গী হলো কন্যা। একসাথে থাকলে জীবনে অনেক কিছু অর্জন করতে পারবেন তারা। বৃষের সাথেও ভালো বনিবনা হয়ে থাকে তার, তাদের মাঝে বোঝাপড়ার পরিমাণ ভালো। এ ছাড়াও বৃশ্চিক এবং মীনের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে পারেন মকর। তুলা এবং মেষ রাশির সাথে সম্পর্কে না জড়ানোই ভালো। কর্কটের সাথে সম্পর্কে দমবন্ধ হয়ে আসতে পারে মকরের এবং সেই সম্পর্ক টিকে না বেশিদিন।

কুম্ভ রাশি

কুম্ভ এবং মিথুন রাশির প্রেমের মুল ভিত্তি হবে বন্ধুত্ব। তারা দুজনেই যথেষ্ট সামাজিক এবং শক্ত একটা বন্ধুত্বের ভিতের ওপর গড়ে উঠতে পারে মিষ্টি এবং দীর্ঘস্থায়ী একটি সম্পর্ক। তুলার সাথেও সহজেই সম্পর্ক গড়ে তুলতে পারবেন কুম্ভ। এই সম্পর্কের ভিত্তি হবে পারস্পরিক বিশ্বাস এবং বোঝাপড়া। ওপর দিকে মেষ এবং সিংহও হতে পারে কুম্ভের ভালো সঙ্গী। আপনার যদি মনে হয়ে থাকে সম্পর্কে একটু দূরত্ব ও স্বাতন্ত্র্য বজায় রাখবেন, তবে ধনু হতে পারে কুম্ভের আদর্শ সঙ্গী। বৃষ এবং বৃশ্চিক এই দুয়ের সাথে সম্পর্কে খাপ খাওয়াতে পারেন না কুম্ভ।

মীন রাশি

সুখি বিবাহিত জীবনের লক্ষ্য থাকলে বৃশ্চিক এবং কর্কট উভয় রাশি হয়ে উঠতে পারে মীনের জন্য আদর্শ। যদি তার চাইতেও গভীর প্রেম খুঁজতে চান তবে খুঁজে নিন মকর রাশির সঙ্গী, তার সাথে আপনার মৃত্যুঞ্জয়ী প্রেম গড়ে ওঠা সম্ভব। বৃষ রাশির সাথেও চমৎকার সম্পর্ক গড়ে উঠতে পারে মীনের। সুখি জীবন চাইলে দূরে থাকুন মিথুন এবং ধনুর থেকে।
Share this article :
 
Helped By : WWW.KASPERWINDOW.TK | KasperWindowTemplate | Download This Template
Copyright © 2011. আমার কথা ঘর - All Rights Reserved
Template Created by Aehtasham Aumee Published by KasperWindow
Proudly powered by Blogger