skip to main |
skip to sidebar
সুপ্রিয় ভিজিটর সবাইকে স্বাগতম জানাচ্ছি এই ফানি পোষ্টে,আমি আগেই বলে
নিচ্ছি এই পোষ্ট টি আপনার কোন কাজে আসবেনা এই পোষ্ট টি শুধু মজার জন্য
দেওয়া! আপনার প্রিয় দলের যেকোন প্লেয়ার এর জার্সিতে আপনার নাম লিখবেন
কিভাবে সেটা আজ আপনাদের জানাব। ফুটবল খেলা দেখেনা বা পছন্দ করেনা এমন লোক
পাওয়া দুষ্কর আর সামনে যদি থাকে বিশ্বকাপ তাহলে তো আর কথাই নাই! তাহলে
দেখুন কিভাবে লিখবেন প্রিয় দলের বা প্লেয়ার এর জার্সিতে আপনার নাম-
এবার দেখুন ৩২টি দলের নাম ও দেশের পতাকা দেওা আছে, আপনি আপনার পছন্দের দলের নামে ক্লিক করুন এবার মূল পাতা আসবে।
এখানে
একটি জার্সি দেওয়া আছে ।এখানে আপনি বাম পাশে Name বাটনে ক্লিক করে আপনার নাম লিখে বা যা লেখবেন তা লিখে Change বাটনে ক্লিক করুন ।এগুলোর কাজ শেষ।এবার ডান দিকে দেখুন একটি ডাওনলোড অপশন আছে তাতে ক্লিক
করে ডাওনলোড করে নিন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে।
কাজটা খুব সহজ তাই আর কিচ্ছু বলছিনা আপনি নিজে করুন..
আর অবশই কমেন্টে জানান কে কোন দলের কত নাম্বার জার্সিতে কি নাম লিখলেন।