প্রিয়জনের অভিমান ভাঙাতে...



মাঝে মধ্যেই খুব সামান্য বিষয়ই নিয়ে প্রেমিক-প্রেমিকা বা দম্পতির মাধ্যে ঝগড়া হয়। কিন্তু সেই ঝগড়া কখনও চূড়ান্ত পর্যায়ে অর্থাৎ হাতাহাতি পর্যন্ত পৌঁছায়। প্রিয়জনের সাথে যদি ঝগড়া হয় অথবা একে অপরের সাথে কথা বলা বন্ধ হয়ে যায়, তাহলে খুব বেশি দুশ্চিন্তার কিছু করবেন না। কারণ অভিমান ভাঙানোরও রয়েছে বেশ কিছু কৌশল।

ভুল স্বীকার করুন
যদি আপনি বুঝতে পারেন যে ভুলটা আপনারই তখন নিজের ভুল স্বীকার করুন। আপনার প্রিয়জনের কাছে গিয়ে সরল মনে সততার সাথে 'সরি' বলুন। পাশাপাশি তাকে অনুরোধের সাথে জানিয়ে দিন এমন কাজ আর হবে না।

তাকে খুশি করুন
আপনার প্রিয়জনের রাগ কমাতে তার জন্য চমকপ্রদ উপহার কিনুন এবং তাকে বিস্মিত করুন। এ ক্ষেত্রে ফুল মাঝে মাঝে খুব ভালো উপহার হতে পারে। কিছু উপহার তাকে হাসাতে পারে। তাকে বুঝতে দিন যে আপনি তার জন্য যে কোনও কাজে করতে প্রস্তুত।

তাকে লিখুন
সহজে যোগাযোগের জন্য চিঠি লেখার চেয়ে সর্বোত্তম পদ্ধতি নেই বললেই চলে। কিন্তু হাতে লেখা চিঠির একটি আলাদা মর্যাদা আছে। তাই মনের কথা গুলো একটি সুন্দর কাগজে সুন্দর করে সাজিয়ে লিখে ফেলুন। এরপর সুন্দর একটি খামে ভরে তাকে দিন।
চমকে দিন
তার জন্য সুন্দর কিছু করার পরিকল্পনা করুন। এজন্য রাতে বাইরে কোথাও এক সাথে খাওয়া একটি ভালো সুযোগ হতে পারে। একটি পুরোদিন তার সাথে মজা করে কাটিয়ে দিতে পারেন যা তাকে আগের মত স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে সাহায্য করবে।
Share this article :
 
Helped By : WWW.KASPERWINDOW.TK | KasperWindowTemplate | Download This Template
Copyright © 2011. আমার কথা ঘর - All Rights Reserved
Template Created by Aehtasham Aumee Published by KasperWindow
Proudly powered by Blogger