ফেসবুকে ফটো ভেরিফিকেশন আর নাও আসতে পারে, এভাবে করুন

আস্ সালামু আলাইকুম।আপনারা সবাই কেমন আছেন?আশা করি ভাল আছেন।
ফেসবুকে কম বেশি সবার ফটো ভেরিফিকেশন আসতে পারে । বিশেষ করে  যারা নতুন আইডি খোলেন তাদের এ সমস্যা বেশি হয়। ফেসবুকে ফটো ভেরিফিকেশন দেয় কারন হল ;- আপনার ফ্রেন্ড আপনাকে ফটোতে ট্যাগ করে,আর আপনার যদি এই ট্যাগ এর সংখা বেড়ে যায় তাহলে আপনাকে ফটো ভেরিফিকেশন করতে বলবে। অর্থাৎ, আপনি তাকে চিনেন কিনা। যখন ফটো ভেরিফাই করবেন তখন অনেকগুলি ছবি দেখতে পাবেন। তাহলে এই ছবি গুলো কার ? এই ছবি গুলো হল যেসব বন্ধু যারা আপনাকে ফটতে ট্যাগ করেছিল সেই সব বন্ধুর আপলোড কৃত ছবি।
এখন আসল কথাই আসি। এই ট্যাগ থেকে আপনি উদ্ধার হবেন কি করে?
  • ****** প্রথমত আপনি setting >timeline and tagging > Who can add things to my timeline?> Review posts friends tag you in before they appear on your timeline? এটা on করে দিবেন।
  • ***** এখন থেকে আপনার notification  এ একটা notification  যাবে এ রকম, আপনার বন্ধুর নাম (eg: Zillur Rahman) added a photo with you to add this to your timeline, go to Tiemline Review. এই লেখা আসবে। তখন আপনি এই notification এ click করবেন।  সেখানে এই ছবিটি Hide করে রাখবেন। এগুলো হল সেই ছবি যেসব ছবিতে আপনাকে tag করা হয়েছিল। সেখান থেকে আপনি একটা একটা করে সব ছবি remove করবেন।
  • এই remove টা অন্যভাবেও করা যায় যেমনঃ প্রথমত, profile এ যাবেন তারপর timeline photo এর  কাছে Activity Log এ click করবেন। তারপর বামে দেখবেন posts you are tagged in লেখা আছে ,সেখানে ক্লিক করুন ।সেখানে দেখবেন অনেক ছবি আছে, সেখান থেকে একটা একটা  করে ছবি remove করুন। ব্যাস কাজ শেষ। এবার reload করুন। দেখবেন ছবি গুলো আর নেই।

***** আরো একটা পদ্ধতি। আপনার কোন বন্ধু যখন আপনাকে ফটোতে ট্যাগ করবে তখন আপনার notification এ একটা notification আসবে এভাবেঃঃ আপনার বন্ধুর নাম eg: Zillur Rahman commented photo that you are tagged in এই লেখা আসবে। তখন আপনি এই notification এ click করবেন ।দেখবেন সেখানে অনেক নাম আছে। আপনার নামের পাশে remove লেখা আছে সেখান থেকে আপনার নাম টি remove করুন।
*****আর হ্যাক থেকে বাঁচতে আপনার email, mobile no:,Friend list এর সংখ্যা গোপন করে রাখুন। আপনার timeline এ কেউ যেন post করতে না পারে সেটা off  করে রাখুন । আর মেয়েদের ফ্রেন্ড request বুঝে পাঠাবেন।
Share this article :
 
Helped By : WWW.KASPERWINDOW.TK | KasperWindowTemplate | Download This Template
Copyright © 2011. আমার কথা ঘর - All Rights Reserved
Template Created by Aehtasham Aumee Published by KasperWindow
Proudly powered by Blogger