যে মানুষ আপনাকে কখনোই ছেড়ে যাবে না


যেসব নারীরা মনে করে থাকেন তাঁদের জীবনে পুরুষ সঙ্গীর অভাব, তাদের জন্য সুখবর! তাদেরকে ৭ জন পুরুষের নাম ও তাদের কথা বলবো যারা আপনার জীবন থেকে কোনোদিন চলে যাবেন না! কী বিশ্বাস হচ্ছে না?

এ ধরনের পুরুষের নামগুলো আমাদের দেশে প্রচলিত না হলেও, পশ্চিমাদের কাছে কিন্তু অহরহ মেলে। বিষয়টা পাগলাটে বলে মনে হলেও বেশ মজার। এই পুরুষগুলোর কথা এভাবে কখনো চিন্তা করেননি। শুধু তাই নয়, মজার ব্যাপার হলো এ ধরনের পুরুষদের বয়স কখনো বাড়ে না। তারা আপনার সঙ্গেই থাকবে আজীবন।

১. জ্যাক : যদি 'জ্যাক ডেনিয়েলস'র কোলে মাথা রাখেন, তবে মাতাল হয়ে রাত কাটবে। আর তা যদি না হয়, তবে কোনো না কোনো জ্যাক আপনার প্রতিরাতে বা অবসরে দরকার হবে; তা কম্পিউটার চালু করতেই যান বা মোবাইলে চার্জ দিতে যান।

২. অস্কার : এই মানুষটি 'গোল্ডেন বয়' নামে পরিচিত। বছরে মাত্র একবার এই পুরুষ তার ঝিলিক দেখাতে উদয় হন। একে পাওয়ার জন্য পাগল রঙিন দুনিয়ার মানুষরা। যারা পাওয়ার সৌভাগ্য রাখেন না, তারাও দেখার জন্য পাগল এই পুরুষকে কোন ভাগ্যবতী নারী পাচ্ছেন। এই পুরুষটি জীবনে আসে খ্যাতি, সম্মান আর প্রতিভার স্বাক্ষর হয়ে।

৩. জিম : জিমের দরজা আপনার জন্য সব সময়ই খোলা। এই ছেলেটি শক্তিশালী এবং আপনাকেও করে তুলবে শক্তপোক্ত এবং দারুণ ফিগারের অধিকারী। জিমের কাছে গিয়ে ব্যায়াম করুন আর সুন্দর স্বাস্থ্যবান জীবনযাপন করুন।

৪. ডিক : প্রাপ্তবয়স্ক নারীদের জন্য এই পুরুষটি আছেন। এদের কারণে আপনাকে ঘর ছাড়তে হয়, স্বপ্ন নিয়ে কারো হাত ধরে পালিয়ে যেতে হয়। আবার এদের কারণেই ভবিষ্যত উত্তরাধীকার বুঝে পায় মানব জাতি। প্রাপ্তবয়স্করা বুঝতেই পারছেন, এই ইংরেজি নামের ছেলেটি কে?

৫. ক্যাশ : ক্যাশ আসে আর যায়। কিন্তু আপনার জীবনের সঙ্গে জড়িয়ে আছে সব সময়। এই সম্পর্ক এড়িয়ে যাবে এবং কোনো পরিণতি নেই। জীবনে পরিশ্রম এবং সফলতার মাধ্যমে এরা বেশি আসে এবং প্রয়োজন মেটাতে তাদের বিদায় জানাতে হয়। অর্থ-কড়ি-টাকা-পয়সা যতোদিন আছে, ক্যাশ আছে আপনার সঙ্গে ততোদিন।

৬. বিল : বিল নামের পুরুষ আপনার জীবনের এমন এক অংশ যে শুধু নিয়েই যাবে। মোবাইল বিল, ইলেকট্রিক বিল, খাবারের বিল- চারদিকে শুধু বিল আর বিল। এর থেকে আপনার মুক্তি নেই।

৭. বেন অ্যান্ড জেরি : এই দুজন সব সময় একসঙ্গে থাকে। তাদের আলাদা করা যায় না। আবার দুজনকে একসঙ্গে পাওয়ার জন্য আপনি অস্থির হয়ে পড়বেন। রাতে খাওয়ার পর বা চরম গরমে বা যেকোনো সময় এদের দ্বারা আপনার স্বাদ ও শান্তি মিলবে। এদের আইসক্রিমের স্বাদ কখনো ভোলা যায় না। সূত্র : ইন্টারনেট
Share this article :
 
Helped By : WWW.KASPERWINDOW.TK | KasperWindowTemplate | Download This Template
Copyright © 2011. আমার কথা ঘর - All Rights Reserved
Template Created by Aehtasham Aumee Published by KasperWindow
Proudly powered by Blogger