বিপরীত লিঙ্গের বন্ধুরা কী চিন্তা করে আপনার সম্পর্কে?



কখনো কি ভেবেছেন, আপনার আশেপাশের বিপরীত লিঙ্গের মানুষজন কী ভাবে আপনার সম্পর্কে? তারা আপনাকে বিরক্তিকর ভাবে নাকি আকর্ষনীয় ভাবে, তা জেনে নিতে ইচ্ছে হয়েছে কখনো?

স্বাভাবিক ভাবেই প্রতিটি মানুষেরই জানতে ইচ্ছে হয় যে বিপরীত লিঙ্গের ছেলে/মেয়েটি তাকে নিয়ে কী ভাবে বা ভাবছে। কিন্তু এই জানার আকাঙ্ক্ষা মেটানো খুব মুশকিল। কারণ কাউকে তো সরাসরি জিজ্ঞেসও করা যায় না যে সে আপনাকে নিয়ে কী ভাবছে, তাই না? আপনার এই কৌতুহল মেটাবে একটি সহজ মজাদার কুইজ। তাহলে জেনে নিন বিপরীত লিঙ্গের মানুষ আপনার সম্পর্কে কী চিন্তা করে!

১)বিপরীত লিঙ্গের বন্ধুদের সাথে কিভাবে পরিচয় হয়েছে?
ক) অন্য বন্ধুদের মাধ্যমে
খ) স্কুল/কলেজ/ইউনিভার্সিটিতে
গ) ফেসবুকে/টুইটারে
ঘ) বিপরীত লিঙ্গের বন্ধু নেই
ঙ) অনেক চেষ্টা চালিয়ে যাওয়ার পরেও বিপরীত লিঙ্গের কেউ পাত্তা দেয় না

২)বিপরীত লিঙ্গের বন্ধুরা আপনার চেহারা সম্পর্কে কী বলে?
ক) খুব সুন্দর
খ) সুন্দর
গ) ভালোই
ঘ) বাংলা ‘৫’
ঙ) কোনো কমেন্ট নেই

৩)বিপরীত লিঙ্গের বন্ধুরা আপনার ফ্যাশন ও ড্রেসআপ নিয়ে কী বলে?
ক) দোস্ত তুই চরম স্টাইলিশ
খ) কিছুই বলে না
গ) কী পরেছিস এটা?
ঘ) ড্রেসটা মানিয়েছে তোকে
ঙ) মনে হয় লক্ষ্য করে না

৪)মানসিক সৌন্দর্যের ব্যাপারে বিপরীত লিঙ্গের কাছে থেকে আপনি কেমন প্রশংসা পান?
ক) আপনি মানুষটা খুব ভালো
খ) আপনার অনেক মায়া
গ) কেউ তো কিছু বলেনি কখনো
ঘ) ভালো
ঙ) আপনি একজন মহা বিরক্তিকর মানুষ

৫) আপনি কোনো বিপদে পড়লে অথবা কষ্টে থাকলে বিপরীত লিঙ্গের কতজন বন্ধু সাহায্যে এগিয়ে আসে?
ক) সবাই
খ) একজনও না
গ) কয়েকজন
ঘ) বিপরীত লিঙ্গের বন্ধু নেই
ঙ) এমন পরিস্থিতি সৃষ্টি হয়নি এখনো

৬)প্রেমের প্রস্তাব পেয়েছেন কয়টি?
ক) অনেক গুলো
খ) একটাই প্রস্তাব পেয়েছেন
গ) ২/৩টি
ঘ) পাইনি
ঙ) খালি প্রস্তাব দেই, পাই না।

৭) বন্ধুদের সাথে আপনার রাগ কেমন?
ক) হুট হাট রেগে যাই আবার চট করে রাগ নেমে যায়
খ) রাগি না
গ) মাথা ঠান্ডা তবে রাগলে খবর আছে
ঘ) একবার রাগ করলে সেই রাগ যায় না
ঙ) খালি বাসায় রাগারাগি করি, বন্ধুদের সাথে রাগি না

ফলাফলঃ

১ এর ক-১৫, খ-২০, গ-১০, ঘ-৫,ঙ-০
২ এর ক-২০, খ-১৫, গ-১০, ঘ-৫,ঙ-০
৩ এর ক-২০, খ-১০, গ-৫, ঘ-১৫,ঙ-০
৪ এর ক-২০, খ-১৫, গ-৫, ঘ-১০,ঙ-০
৫ এর ক-২০, খ-০, গ-১৫, ঘ-৫,ঙ-১০
৬ এর ক-১৫, খ-১০, গ-২০, ঘ-৫,ঙ-০
৭ এর ক-০, খ-১৫, গ-১০, ঘ-৫,ঙ-২০
০ থেকে ৩০ এর জন্যঃ

বিপরীত লিঙ্গের মানুষ আপনাকে খুবই বিরক্তিকর একজন ব্যক্তিত্ব মনে করেন। আপনি গায়ে পড়ে বিপরীত লিঙ্গের মানুষের সাথে খাতির করার চেষ্টা করেন। আর তার জন্য ফেসবুকে গায়ে পড়ে চ্যাটিং করেন অথবা ফোন করে বিরক্ত করেন। বিপরীত লিঙ্গের কাউকে পেলে বেশিক্ষণ সময় কাটানোর জন্য অহেতুক কথা টেনে লম্বা করেন। ফলে বিপরীত লিঙ্গের মানুষরা আপনার থেকে নিরাপদ দূরত্বে থাকতেই পছন্দ করে। নিজেকে শুধরে ফেলুন। নাহলে বিপরীত লিঙ্গের মানুষের হাসি পাত্র হয়েই থাকতে হবে সারাজীবন।
৩১ থেকে ৭০ এর জন্যঃ

বিপরীত লিঙ্গের মানুষ আপনাকে রাগী ও মেজাজি ভাবে। কিন্তু আপনি আসলে তা নন। হুটহাট মেজাজ গরম করে ফেললেও পরমূহূর্তেই আপনার মন আবার কাদামাটির মত নরম হয়ে যায়। কিন্তু নিজেকে বেশ কঠিন আবরণ দিয়ে ঢেকে রাখেন আপনি। তাই বিপরীত লিঙ্গের মানুষ সহজে আপনার আশেপাশে ঘেঁষার সাহস পায় না।
৭১ থেকে ১০০ এর জন্যঃ

আপনি "এভারেজ" একজন মানুষ। খুব সাদামাটা থাকতে ভালোবাসেন এবং বিপরীত লিঙ্গের কাছে নিজেকে আকর্ষনীয় দেখানো নিয়ে আপনার কোনো মাথা ব্যাথা নেই। কিন্তু বন্ধুদের সাথে বেশ রস-রসিকতা করতে ভালোবাসেন আপনি। আপনি কারো চোখে ভালো ও ভদ্র মানুষ, আবার কারো কারো চোখে বেশ দুষ্টু। লোকে আপনার চেহারার চাইতে ব্যক্তিত্বকেই গুরুত্ব দেয় বেশি।

১০০ থেকে ১৩০ এর জন্যঃ

আপনি দেখতে স্মার্ট ও সুন্দর। আর তাই বিপরীত লিঙ্গের মানুষ আপনার সাথে বেশ আগ্রহ নিয়েই মিশে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মনের সৌন্দর্য তাদের কাছে প্রকাশিত হয় না। বরং আপনার চেহারার আকর্ষণ নিয়েই মাতামাতি করে সবাই। বিপরীত লিঙ্গের অনেকেই আপনাকে অহংকারী ভাবে এবং ভুল বোঝে। তাই নিজেকে প্রকাশ করুন। নিইজের অন্তর্মূখী স্বভাব দূর করে সবার সাথে মন খুলে মেশার চেষ্টা করুন।

১৩১ হতে ১৪০এর জন্যঃ

বিপরীত লিঙ্গের মানুষ আপনাকে খুবই পছন্দ করে। তারা আপনার সাথে মিশতে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করে। আপনার সাবলীল আচরণ ও আকর্ষনীয় ব্যক্তিত্বের কারণে আপনি খুব সহজেই মানুষকে আকর্ষন করতে পারেন। আর তাই বিপরীত লিঙ্গের কাছে আপনি বেশ জনপ্রিয়।
ইন্টারনেট থেকে  সংগৃহীত
Share this article :
 
Helped By : WWW.KASPERWINDOW.TK | KasperWindowTemplate | Download This Template
Copyright © 2011. আমার কথা ঘর - All Rights Reserved
Template Created by Aehtasham Aumee Published by KasperWindow
Proudly powered by Blogger