দূরে থেকেও প্রেম, কীভাবে বুঝবেন সম্পর্কটি ভেঙে যাচ্ছে?




ভালোবাসার মানুষটির সাথে একটা দিন দেখা না হলে অশান্তি লাগে সবারই। অস্থিরতায় ভোগেন অনেকে। মন ছটফট করতে থাকে কবে আবার দেখা হবে তার জন্য। ফোনে কথা বলেও শান্তি লাগে না। একটু চোখে দেখার আশায় অনেক ঝুট ঝামেলা পেড়িয়েও দেখা করতে চলে আসেন প্রেমিক প্রেমিকারা। কিন্তু সবচাইতে দুঃখের ঘটনা ঘটে তখনই যখন কোন কারণে প্রেমিক প্রেমিকাকে থাকতে হয় অনেক দূরে। যেখানে বছরে একটি বারও দেখা হবার সৌভাগ্য হয় না। আবার অনেকে সঙ্গী হিসেবে পছন্দ করে থাকেন দূর দূরান্তে থাকা কোন বিদেশীকে। দূরত্বের সম্পর্কের একটি ভালো দিক হচ্ছে দেখা বেশি না হওয়ার কারণে মনের টান অনেক বেশি থাকে। কিন্তু কথায় বলে না ‘চোখের আড়াল হলে, মনের আড়াল হয়’, কিছুটা হলেও সত্য। একারণে এই ‘দূরত্বের সম্পর্কে’ ভাঙ্গন হয় বেশি। জেনে নিন সেই লক্ষণগুলোকে যেভাবে বুঝবেন আপনার ‘দূরত্বের সম্পর্ক’টি ভেঙে যাচ্ছে।

আপনার সঙ্গী যদি সম্পর্ক নিয়ে কোন চিন্তা না করেন

স্বভাবতই দূরত্বের সম্পর্কে ভবিষ্যতের চিন্তা একটু বেশিই আসে। এই সম্পর্কের ভবিষ্যৎ কি হবে, সব কিছু কিভাবে করা হবে এ নিয়ে চিন্তিত থাকেন উভয়েই। কিত্নু যদি দেখেন আপনার সঙ্গী কোন ধরনের চিন্তা করছেন না তবে আপনাকে একটু সতর্ক হতে হবে। ধরে নিতে পারেন এটি আপনার ‘দূরত্বের সম্পর্ক’ ভেঙে যাওয়ার লক্ষণ।

সম্পর্কটিকে যদি আপনার পথের বাঁধা মনে হওয়া শুরু হয়

দূরে থাকার কারণে অনেক সময়ই অনেক সময় মেনে চলে নিজেদের মধ্যে ফোনে বা অন্য কোন যোগাযোগের মাধ্যমের সহায়তায় যোগাযোগ করতে হয়। এসব করতে যদি মন সায় না দেয় তবে বুঝতে হবে সম্পর্কটি রাখা আপনাদের জন্য কস্টকর। এবং অতি দ্রুত সম্পর্কচ্ছেদ হতে পারে।

যোগাযোগ কম হওয়া

খেয়াল করে দেখুনতো আগের তুলনায় আপনার সঙ্গির সাথে কি আপনার যোগাযোগ বেশি কম হয়ে যাচ্ছে? এতে কার হাত বেশি? আপনার নাকি তার? যদি তার হয় তবে কারণ খুজে বের করার চেষ্টা করুন। কারণ না পেলে বুঝবেন তিনি সম্পর্কটি রাখতে চাচ্ছেন না। আর যদি আপনার হাত থেকে থাকে তবে আপনি নিজেই সম্পর্ক থেকে সরে আসতে চাচ্ছেন। অযথা না টেনে ভেঙে ফেলুন সম্পর্ক।

একতরফা চেষ্টা

যদি খেয়াল করে দেখেন আপনাদের এই ‘দূরত্বের সম্পর্কে’ একতরফা চেষ্টা বেশি হচ্ছে তবে আপনাদের সম্পর্ক ভাঙার সম্ভাবনা বেশি। যদি একজনই তার সাধ্যমত চেষ্টা করে সম্পর্ক টিকিয়ে রাখতে চান তবে তা বেশ কস্টকর এবং এই ধরণের সম্পর্কের কোন ভবিষ্যৎ নেই।

কথা লুকোনো

যদি দূরে থাকেনতবে দুজনের মধ্যে দিনের সকল কাজের তালিকা নিয়েই আলোচনা হয়ে থাকে। কিন্তু যদি খেয়াল করেন আপনার সঙ্গী আগের মত আপনাকে তার কাজ সম্পর্কে কোন ধরনের তথ্য দিচ্ছেন না। কিংবা কিছু লুকিয়ে যাচ্ছেন তবে তা অবশ্যই সম্পর্কচ্ছেদের লক্ষণ।
Share this article :
 
Helped By : WWW.KASPERWINDOW.TK | KasperWindowTemplate | Download This Template
Copyright © 2011. আমার কথা ঘর - All Rights Reserved
Template Created by Aehtasham Aumee Published by KasperWindow
Proudly powered by Blogger