ব্রাজিল বিশ্বকাপের ৩২ দলের ডাক নাম


বিশ্বকাপ কড়া নাড়ছে দরজায়। আর মাত্র তিন সপ্তাহ বাদে জুনের ১২ তারিখে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে সাম্বার ছন্দে মাঠে গড়াচ্ছে ফুটবলের বিংশতম মহাযজ্ঞ। আসুন তার আগে এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারী ৩২ দলের গ্রুপ ও ডাক নাম জেনে নেই-  

গ্রুপ ‘এ’:

ব্রাজিল: ক্যানারিনহো (দ্য লিটল ক্যানারি), দ্য ইয়েলো, দ্য সাম্বা কিংস, ভারদা আমারেলা ও পেন্টা ক্যাম্পিওস (দ্য ফাইভ টাইম চ্যাম্পিয়নস)।
 ক্রোয়েশিয়া: বাতরেনি (দ্য ব্লেজার্স), বিলিচ বয়েস (দলটির কোচ স্লোভেন বিলিচের নামানুসারে)।
 মেক্সিকো: এল ট্রাই (জার্সির তিন রং লাল, সাদা ও সবুজের কারণে)।
ক্যামেরুন: আফ্রিকার অদম্য সিংহ (লেস লায়ন্স ইনডমিনেটো)।  

গ্রুপ ‘বি’:
 স্পেন: লা ফিউরিয়া রোজা (দ্য রেড ফিউরি), লা রোজা (দ্য রেড ওয়ান) ও লা ফিউরিয়া এস্পানলা (দ্য স্প্যানিশ ফিউরি)।
 নেদারল্যান্ডস: দ্য অরেঞ্জ, হল্যান্ড, ক্লোকওয়ার্ক অরেঞ্জ ও দ্য ফ্লায়িং ডাচম্যান।
 চিলি: লা রোজা (দ্য রেড ওয়ান)।
অস্ট্রেলিয়া: দ্য সকারুজ।  

গ্রুপ ‘সি’:
কলম্বিয়া: লস ক্যাফেটিরোস (দ্য কফি গ্রোয়ার)।
গ্রিস: পিরাটিকো (দ্য পাইরেটস শিপ)।
আইভরি কোস্ট: লেস এলিফেন্টস (দ্য এলিফেন্টস)।
জাপান: দ্য ব্লু সামুরাই  

গ্রুপ ‘ডি’:
উরুগুয়ে: লা চিলেস্টি (দ্য স্কাই অ্যান্ড ব্লু) ও লস চারুয়াস (যোদ্ধা)।
কোস্টা রিকা : লস টিকোস (লাতিন আমেরিকার অধিবাসী)।
ইংল্যান্ড: থ্রি লায়নস।
ইতালি: আজ্জুরি (নীল)।  

গ্রুপ ‘ই’:
সুইজারল্যান্ড: দ্য সুইজার ন্যাটি( সুইজারল্যান্ড ন্যাশনাল টিম)।
 ইকুয়েডর: এল ট্রাই, দ্য থ্রি কালারস (হলুদ, নীল ও লাল)।
 ফ্রান্স: লেস ব্লুজ (দ্য ব্লুজ)।
 হন্ডুরাস: লস ক্যাটরাকোস।  

গ্রুপ ‘এফ’:
আর্জেন্টিনা: দ্য আলবিসেলেস্তি (দ্য হোয়াইট অ্যান্ড স্কাই ব্লু)।
বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা: মাজেভি (ড্রাগনস) ও দ্য গোল্ডেন লিলিস।
 ইরান: টিম মেল্লি, পার্সিয়ান স্টারস ও দ্য ইরানিয়ান লায়নস।
নাইজেরিয়া: সুপার ঈগলস ও
গ্রিন ঈগলস।

 গ্রুপ ‘জি’:
 জার্মানি: ন্যাশনাল মেনিচফট (দ্য টিম) ও দ্য মেশিন।
 পর্তুগাল: সেলেসাও দ্যস কুইনাস (টিম অফ দ্য ফাইভস)।
ঘানা: দ্য ব্লাক স্টারস।
মার্কিন যুক্তরাষ্ট্র: দ্য ইয়াঙ্কস ও ইয়াঙ্কিস।

 গ্রুপ ‘এইচ’:
বেলজিয়াম: দ্য রেড ডেভিলস।
আলজেরিয়া: লেস ফেনেঙ্কস (দ্য ডেজার্ড ফক্স)।
রাশিয়া: রোবনায়া (দ্য ন্যাশনাল টিম)।
দক্ষিণ কোরিয়া: তায়েগুক (দ্য ওয়ারিয়র্স)।
Share this article :
 
Helped By : WWW.KASPERWINDOW.TK | KasperWindowTemplate | Download This Template
Copyright © 2011. আমার কথা ঘর - All Rights Reserved
Template Created by Aehtasham Aumee Published by KasperWindow
Proudly powered by Blogger