
গ্রুপ ‘এ’:
ব্রাজিল: ক্যানারিনহো (দ্য লিটল ক্যানারি), দ্য ইয়েলো, দ্য সাম্বা কিংস, ভারদা আমারেলা ও পেন্টা ক্যাম্পিওস (দ্য ফাইভ টাইম চ্যাম্পিয়নস)।
ক্রোয়েশিয়া: বাতরেনি (দ্য ব্লেজার্স), বিলিচ বয়েস (দলটির কোচ স্লোভেন বিলিচের নামানুসারে)।
মেক্সিকো: এল ট্রাই (জার্সির তিন রং লাল, সাদা ও সবুজের কারণে)।
ক্যামেরুন: আফ্রিকার অদম্য সিংহ (লেস লায়ন্স ইনডমিনেটো)।
গ্রুপ ‘বি’:
স্পেন: লা ফিউরিয়া রোজা (দ্য রেড ফিউরি), লা রোজা (দ্য রেড ওয়ান) ও লা ফিউরিয়া এস্পানলা (দ্য স্প্যানিশ ফিউরি)।
নেদারল্যান্ডস: দ্য অরেঞ্জ, হল্যান্ড, ক্লোকওয়ার্ক অরেঞ্জ ও দ্য ফ্লায়িং ডাচম্যান।
চিলি: লা রোজা (দ্য রেড ওয়ান)।
অস্ট্রেলিয়া: দ্য সকারুজ।
গ্রুপ ‘সি’:
কলম্বিয়া: লস ক্যাফেটিরোস (দ্য কফি গ্রোয়ার)।
গ্রিস: পিরাটিকো (দ্য পাইরেটস শিপ)।
আইভরি কোস্ট: লেস এলিফেন্টস (দ্য এলিফেন্টস)।
জাপান: দ্য ব্লু সামুরাই
গ্রুপ ‘ডি’:
উরুগুয়ে: লা চিলেস্টি (দ্য স্কাই অ্যান্ড ব্লু) ও লস চারুয়াস (যোদ্ধা)।
কোস্টা রিকা : লস টিকোস (লাতিন আমেরিকার অধিবাসী)।
ইংল্যান্ড: থ্রি লায়নস।
ইতালি: আজ্জুরি (নীল)।
গ্রুপ ‘ই’:
সুইজারল্যান্ড: দ্য সুইজার ন্যাটি( সুইজারল্যান্ড ন্যাশনাল টিম)।
ইকুয়েডর: এল ট্রাই, দ্য থ্রি কালারস (হলুদ, নীল ও লাল)।
ফ্রান্স: লেস ব্লুজ (দ্য ব্লুজ)।
হন্ডুরাস: লস ক্যাটরাকোস।
গ্রুপ ‘এফ’:
আর্জেন্টিনা: দ্য আলবিসেলেস্তি (দ্য হোয়াইট অ্যান্ড স্কাই ব্লু)।
বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা: মাজেভি (ড্রাগনস) ও দ্য গোল্ডেন লিলিস।
ইরান: টিম মেল্লি, পার্সিয়ান স্টারস ও দ্য ইরানিয়ান লায়নস।
নাইজেরিয়া: সুপার ঈগলস ও
গ্রিন ঈগলস।
গ্রুপ ‘জি’:
জার্মানি: ন্যাশনাল মেনিচফট (দ্য টিম) ও দ্য মেশিন।
পর্তুগাল: সেলেসাও দ্যস কুইনাস (টিম অফ দ্য ফাইভস)।
ঘানা: দ্য ব্লাক স্টারস।
মার্কিন যুক্তরাষ্ট্র: দ্য ইয়াঙ্কস ও ইয়াঙ্কিস।
গ্রুপ ‘এইচ’:
বেলজিয়াম: দ্য রেড ডেভিলস।
আলজেরিয়া: লেস ফেনেঙ্কস (দ্য ডেজার্ড ফক্স)।
রাশিয়া: রোবনায়া (দ্য ন্যাশনাল টিম)।
দক্ষিণ কোরিয়া: তায়েগুক (দ্য ওয়ারিয়র্স)।