
একজন পুরুষ হিসেবে কি মনে করেন নারীরা দুর্জ্ঞেয়, তাদের বোঝাটা খুব কঠিন? তারা কেমন ও কী চায় তা নিয়ে ভেবে কি আপনি চিন্তিত? ভাবনার কিছু নেই। এক্ষেত্রে আপনি একা নন, স্বয়ং স্টিফেন হকিংসও বুঝতে পারেননি। টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে জেনে রাখুন নারীরা কী চায় আপন পুরুষের কাছ থেকে।
সততা: নারীদের কাছে সততা খুব গুরুত্বপূর্ণ। তাই আপনাকে সততার অধিকারী হতে হবে। মিথ্যা বললে নারীরা খুব সহজে ক্ষমা করে না। তবে আপনি যদি ভুল স্বীকার করেন তবে ক্ষমা করে দেয় নারীরা। ভুল স্বীকারের গুরুত্ব তাদের কাছে অনেক। নারীরা এমন একজনকে আশা করে, যার ওপর সে নির্ভর করতে পারে। মিথ্যা বললে তাদের সে আস্থা নষ্ট হয়।
মনোযোগ: আপনি যদি একটি স্থায়ী সম্পর্ক চান তবে সমাধান দিতে না পারলেও তার সমস্যার কথাগুলো অন্তত মনোযোগ দিয়ে শুনুন। নারীরা এমন একজনকে চায়, যে তার কথার উত্তর না দিলেও যেন তার কথাগুলো শোনে আর সমাধান দিতে না পারলেও কথাগুলো বুঝতে চেষ্টা করে।
মানসিকতা: অনেকেই জানেন, নারীরা পুরুষের তুলনায় একটু আগে আগেই সব বুঝতে পারে। নারীরা শুধু মা হতেই ভালোবাসে না, তারা একজন উত্কৃষ্ট সঙ্গীও হতে চায়। তারা সাথীর পরিপক্বতা, কোমল ও নিয়ন্ত্রিত স্বভাব চায়। অতএব কাছের নারী সঙ্গীকে দেখান যে, আপনি ভয় মোকাবেলা করতে পারেন এবং তাদের দেখে পালিয়ে বেড়ান না। মাঝে মধ্যে আবেগপ্রবণ হওয়া ভালো, তবে আপনি যে প্রয়োজনে ঝুঁকিও নিতে জানেন তা দেখান। কাবু হয়ে থাকা পুরুষ নারীর পছন্দ নয়।