![]() |
প্রেমে পরা জিনিসটি এমন যে, কেউ দেখে-শুনে, গুনে-বেঁছে প্রেমে পরতে পারেন না। যদি তা না হয় তবে তাকে প্রেমে পরা বলে না। প্রেমে মানুষ না বুঝেই পরে যায়। প্রেমে পরা সহজ হলেও প্রেমটাকে টিকিয়ে রাখা অনেক কঠিন। কারন হঠাৎ করে ভালো লাগা থেকে প্রেম হওয়ার পরে অনেকেই প্রেমটাকে মধুর করে টিকিয়ে রাখতে পারেন না। অনেক সময়েই দেখা যায় একে অপরের কাছে যা চেয়েছিলেন তা না পেয়ে সম্পর্কটিকে ভাঙতে উদ্ধত হন। কিন্তু একটি সম্পর্ক ভেঙ্গে ফেলাই সকল সমস্যার সমাধান নয়। অনেক সময় সামান্য ভুল বুঝাবুঝির কারণেও একটি ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায়। তাই আগে আপনাকে বুঝতে হবে আপনি আপনার সম্পর্কে কি আসলেই সুখি আছেন কি না বা যে সম্পর্কে আপনি জড়িত তা আপনার জন্য সঠিক কি না। চলুন তবে দেখে নেয়া যাক ৪ টি লক্ষণ যার মাধ্যমে আপনি সঠিক সম্পর্কে আছেন কিনা তা সহজে বুঝতে পারবেন।
একে অপরের সাথে খুশি থাকা
সঠিক সম্পর্কে থাকার প্রথম এবং প্রধান লক্ষণ হলো একে অপরের সাথে খুশি থাকা। একে অপরের সাথে সুখে থাকলে এবং একজনের খুশি অপরজনের সাথে থাকলে সারাজীবন একসাথে থাকার মতো মনোভাব তৈরি হয় আপনাআপনিই। যতো মনোমালিন্য বা অভিমানই হোক না কেন একে অপরের সাথে খুশি থাকলে তা বেশীক্ষণ ধরে রাখা যায় না। কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে সম্পর্কে মধুরতা ফিরে আসে। তাই প্রথমে নিজেকে প্রশ্ন করুন আপনি কি আপনার সঙ্গীর সাথে খুশি আছেন বা সুখে আছেন? যদি উত্তর হ্যাঁ হয় তবে বুঝে নেবেন আপনি সঠিক সম্পর্কে আছেন।
একে অপরকে সম্মান দেয়া
ভালোবাসার সম্পর্কে বিশ্বাস যতোটা জরুরী ততোটাই জরুরী একে অপরকে সম্মান করা। এবং এটি সঠিক সম্পর্কের একটি লক্ষণও বটে। যে সম্পর্কে প্রেমিক প্রেমিকা একে অপরকে সম্মান করতে পারে না বা দিতে পারে না সে সম্পর্ক বেশীদিনের নয়। এবং এই ধরনের সম্পর্ক শুধুমাত্র কষ্টই দেয়। যদি আপনি আপনার সঙ্গীকে সম্মান দিতে পারেন এবং আপনার সঙ্গী আপনাকে আপনার প্রাপ্য সম্মান দিতে জানেন তে বুঝবেন আপনি একটি ভালো এবং আপনার জন্য সঠিক সম্পর্কে আছেন।
একে অপরের কথা চিন্তা করা
কোনো কাজে কিংবা যে কোনো সময় চোখ বন্ধ করলে প্রথমে কি আপনার সঙ্গীর কথাই মনে আসে? কিংবা আপনার সব কথার শুরু অথবা শেষ আপনার সঙ্গীর নাম নিয়েই হয়? ভালো করে মনে করে দেখুন তো দিনের কতোটা সময় আপনি আপনার সঙ্গীর কথা মনে করেন বা ভাবেন? যদি আপনার কাজে কর্মে এবং চিন্তা ভাবনায় সবার প্রথমে আপনার সঙ্গি আসেন তবে আপনি সত্যিই তাকে অনেক বেশি ভালোবাসেন। আপনার সঙ্গীটিও যদি একই ধরনের চিন্তা ভাবনা করেন তবে আপনারা দুজনই সঠিক মানুষটি পেয়ে গিয়েছেন। এবং সব সময় কাজে ও চিন্তায় সঙ্গীকে মনে করার মানে হচ্ছে আপনি আপনার সম্পর্কে বেশ সুখেই আছেন।
একে অপরকে বুঝতে পারা
এমন অনেক ভালোবাসার সম্পর্ক রয়েছে যে একে অপরের সাথে রয়েছেন ঠিকই কিন্তু বুঝতে পারেন না নিজের সঙ্গীকে। এভাবে জীবন চললেও সুখ থাকে না জীবনে। তাই ভালোবাসার সম্পর্কে একে অপরকে বুঝতে পারার গুরুত্ব অনেক বেশি। একজন অপরজনের মনে কথাও বুঝতে পারেন এমন সম্পর্ক খুজে পাওয়া অনেক কঠিন। কিন্তু মনে কথা না হোক কিন্তু সঙ্গী আসলে কি চাইছেন এমন ভাবে সঙ্গীকে বুঝতে পারা কিন্তু খুব কঠিন কিছু নয়। যে সম্পর্কে একে অপরকে বুঝতে পারার এই গুনটি রয়েছে সে সম্পর্কটি আসলেই অনেক বেশি গভীর এবং মধুর। যদি মনে করেন আপনি আপনার সঙ্গীকে ঠিকভাবে বুঝতে পারেন এবং আপনার সঙ্গী আপনাকে বুঝতে পারেন তবে আপনারা সঠিক সম্পর্কেই রয়েছেন।