মাকে ভালোবাসবেন যেভাবে!


আমাকে পৃথিবীর আলো দেখিয়েছেন যিনি তিনি আমার মা। প্রথম অন্ন তুলে দিয়েছেন তিনি মা। যখন নিজে কিছুই পারি না বা জানিনা তখন সবকিছু ধরে ধরে শিখিয়েছেন তিনি মা। তার প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা হয়ত এখনো সৃষ্টি হয়নি। তবুও মায়ের জন্য কিছু একটাতো করা যায়। আপনার মাকে ভালোবাসেন, বিষয়টি কীভাবে প্রকাশ করবেন? এ ক্ষেত্রে কিছু উপায় দেখে নিন।

১. বেড়াতে নিয়ে যান : আপনার মায়ের প্রিয় কোনো স্থানে তাকে নিয়ে যান। এটা হতে পারে কোনো সমুদ্র সৈকত, লেক কিংবা পাহাড়। তবে এ ভ্রমণে যেন বেশি সময় না লাগে, সে বিষয়টি খেয়াল রাখুন। না হলে ভ্রমণে তার কষ্ট হতে পারে।

২. শপিং করুন : আপনি যখন ছোট ছিলেন তখন কি তিনি আপনার জন্য শপিং করেননি? তাহলে এখন আপনার সময় এসেছে সে প্রতিদান দেওয়ার। তাহলে তাঁকে কোনো শপিং সেন্টারে নিয়ে গিয়ে পছন্দের জিনিসগুলো কিনে দিতে কোনো কার্পণ্য করবেন না।

৩. তাকে আলিঙ্গন করুন : জড়িয়ে ধরার মাঝে লুকানো ভালোবাসার শক্তিকে কখনোই অবমূল্যায়ন করা যাবে না। আপনার মাকে ভালোবাসেন, কথাটা প্রকাশ করার জন্য এ পদ্ধতি কাজে লাগাতে পারেন। সন্তানদের কাছ থেকে ভালোবাসায় সিক্ত আলিঙ্গন মায়ের ভালো লাগবেই।

৪. তার জন্য ছোট ছোট নোট লিখুন : আকর্ষণীয় ছোট ছোট মিষ্টি নোট লিখুন আপনার মায়ের জন্য। তবে এগুলোর নিচে অবশ্যই নাম লিখতে ভুলবেন না। অন্যথায় এ নোটগুলো তার ভয়ের কারণ হতে পারে।

৫. গহনা উপহার দিন : মাকে উপহার দিন সুন্দর গহনা। এ জন্য আপনার বড় অঙ্কের বাজেট লাগবে, এমন কোনো কথা নেই। অল্প দামের সুন্দর গহনা দিলেও আপনার মা এতো আনন্দিত হবেন যে আপনি ভাবতেও পারবেন না। এসব গহনার মধ্যে থাকতে পারে চুড়ি, গলার লকেট কিংবা পুরনো আমলের নকশাযুক্ত কোনো গহনা। এ ছাড়াও দিতে পারেন তাঁর পছন্দের কোনো গহনা।

৬. তার ঘর পরিষ্কার করুন : আপনার মা বাড়ির যে ঘরে থাকেন সে ঘর পরিষ্কার করে দিন। এতে কিছু সময় ব্যয় হলেও তা আপনার মায়ের সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়। আর এ সময় তার কাপড়সহ নানা ব্যবহার্য জিনিসও গুছিয়ে দিতে ভুলবেন না। এতে আপনার প্রতি তাঁর অবদানের স্বীকৃতি দেওয়া হবে।

৭. বাইরে কোথাও খেতে নিয়ে যান : আপনার মায়ের কোনো প্রিয় রেস্টুরেন্ট বা খাবার থাকতে পারে। সেখানে নিয়ে তাকে পছন্দনীয় খাবার খাওয়ান। এতে তার প্রতি আপনার ভালোবাসা প্রকাশিত হবে।

৮. মায়ের পোষা জীবজন্তুর যত্ম নিন
আপনার মা যদি বিড়াল, কুকুর কিংবা কোনো জীবজন্তু পুষে থাকেন তাহলে সেগুলোর যত্ম নিন। এতে তিনি খুশি হবেন।

৯. তাকে নিয়ে যান ‘স্পা’তে : আপনার মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করার অন্যতম উপায় হতে পারে স্পা। তাঁকে একটি স্পাতে নিয়ে যান। সেখানে স্পা করে তাঁর শরীরের উপকার হবে।
Share this article :
 
Helped By : WWW.KASPERWINDOW.TK | KasperWindowTemplate | Download This Template
Copyright © 2011. আমার কথা ঘর - All Rights Reserved
Template Created by Aehtasham Aumee Published by KasperWindow
Proudly powered by Blogger