আপনার ওয়েব সাইট বা ব্লগ সাইটের জন্য অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করুন কয়েক মিনিটে

 
অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে চান? প্রোগ্রামিং জানেন না? সমস্যা নেই, আজ আপনি নিজের হাতেই তৈরি করবেন অ্যান্ড্রয়েড অ্যাপস মাত্র ৫ মিনিটে !
Creat Android Apps Free
কি অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা। আজ অনলাইনে একটি ওয়েব সাইট খুঁজে পেলাম অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করার। Apps Geyser নামের এই ওয়েবসাইট আপনাকে বিভিন্ন প্রকার অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরির সুযোগ দিচ্ছে কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ জ্ঞান ছাড়াই সম্পূর্ণ ফ্রি! প্রথমেই চলুন দেখে নেই কি কি বৈশিষ্টের অধিকারী এই Apps Geyser সাইট?
Apps Geyser

তবে আজ চলুন ওয়েব সাইট বা ব্লগ সাইটের জন্য কিভাবে একটি অ্যান্ড্রয়েড অ্যাপস পাঁচ মিনিটেরও কম সময়ে তৈরি করা যায় তা দেখে নেইঃ
  • প্রথমে এখানে ক্লিক করে সাইটে প্রবেশ করুন।
  • কয়েকটি ঘর সম্বলিত একটি ফরম দেখতে পারবেন।
  • এখানে যথাক্রমে Website URL, App name, Description ঘরে অ্যাপসের কিছু বিবরন দিয়ে Refresh preview ক্লিক করুন। এতে আপনি আপনার অ্যাপসের পূর্বরূপ দেখতে পারবেন। এছাড়াও আপনি আপনার সাইটের ফেভিকনও আপলোড দিতে পারবেন।
  • এখন CREATE APP ক্লিক করুন।
  • এবার একটি পেজ আসবে সেখানে প্রয়োজনীয় নানা তথ্য যেমনঃ নাম, ইমেইল ইত্যাদি অর্থাৎ সাইন আপ করতে যা যা লাগে সেগুলো দিয়ে সাইন আপ করুন।
  • এরপর আপনি আপনি আপনার অ্যান্ড্রয়েড অ্যাপসের ডাউনলোড লিংক পেয়ে যাবেন। সেটি দিয়ে ডাউনলোড করে আপনি নিজে আগে ব্যবহার করে যাচাই করে নিন।
  • তারপর পছন্দ হলে আপনার সাইটের অ্যাপস ডাউনলোড লিংক বিভিন্ন জায়গায় শেয়ার বা প্রকাশ করুন।
আমার তৈরি করা আমার কথা ঘর ডট ব্লগস্পট ডট কম এর অ্যান্ড্রয়েড অ্যাপসটি ডাউনলোড করতে ভুলবেন না

habibweb
Share this article :
 
Helped By : WWW.KASPERWINDOW.TK | KasperWindowTemplate | Download This Template
Copyright © 2011. আমার কথা ঘর - All Rights Reserved
Template Created by Aehtasham Aumee Published by KasperWindow
Proudly powered by Blogger