আপনার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করুন স্থায়ী ভাবে

বিসমিল্লাহির রাহমানির রাহীম


অনেক সময় অনেকে বলে যে তারা ফেসবুক ছাড়তে চায়, কিন্তু সেখানে শুধু একটায় অপশান এবং সেটি হচ্ছে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ কর।
অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ থাকলে আপনার সহজে প্রবেশ করা যাবে না । কিন্তু আপনার ঐ পুরনো অ্যাকাউন্টটা পুনরায় চালু করা যাবে ।

তাহলেকি ফেসবুকের অ্যাকাউন্ট স্থায়ী ভাবে ডিলিট করার কনো উপায় নেই ?
উত্তরটা হচ্ছে – আছে ।
আপনি যদি আপনার ফেইসবুক অ্যাকাউন্টটি স্থায়ী ভাবে বন্ধ করতে চান এবং আর কখন ফিরে আসতে না চান , তাহলে সেটি খুবি সহজ করা যাবে ।
তাহলে চলুন দেখি, কি করে তা করা যায় ।
আপনাকে যা করতে হবে তাহলো –
*** প্রথমে আপনাকে এই লিংকে ক্লিক করতে হবে।
*** তারপর আপনাকে আপনার ফেসবুক ইমেইল এবং পাসওয়ার্ড অ্যাকাউন্টে প্রবেশ করুন।যদি আগে থেকে প্রবেশ করে থাকেন তাহলে আর কোন কথাই নেই।
*** এখন আপনাকে Delect My Account এ ক্লিক করতে হবে।

*** এখন ফেসবুক কর্তৃপক্ষ আপনার কাছে আপনার পাসওয়ার্ড জানতে চায়বে ও ক্যাপাচের মাধ্যমে সিকিউরিটি প্রশ্ন জানতে চায়বে । এর মাধ্যমে ফেসবুক আপনাকে যাচায় করবে যে আপনি অ্যাকাউনন্টের আসল মালিক কি না ?
পাসওয়ার্ড দিন, সিকিউরিটি চেকে বক্সে যা লিখা আছে তা লিখুন ।
এবং Okay তে ক্লিক করুন ।
ব্যাস কাজ শেষ ।
আশা করা যায় আপনার অ্যাকাউন্টটা স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে ১৪দিন পরে ।
undefined
undefined
Share this article :
 
Helped By : WWW.KASPERWINDOW.TK | KasperWindowTemplate | Download This Template
Copyright © 2011. আমার কথা ঘর - All Rights Reserved
Template Created by Aehtasham Aumee Published by KasperWindow
Proudly powered by Blogger