যারা উইন্ডোজ ৮ বা ৮.১ ব্যবহার করেন তারা বুঝেন এর মজা কি রকম।কিন্তু উইন্ডোজ ৮ বা ৮.১ যদি এক্টিভেশন কোড না থাকে তাহলে এটি একমাস পর এক্সপিয়ার হয়ে যায়।তখন আবার নতুন করে সেটাপ দিতে হয়।এই ঝামেলা থেকে মুক্তি পেতে আপনাকে সাহায্য করতে পারে KMS।
এই KMS কয়েক কোটি Windows আর Office এক্টিভেট করতে সহায়তা করেছে! এবং আমি নিজেও এটা ব্যবহার করি। এটা খুব দ্রুত কাজ করে।

এর সাইজ মাত্র 320 KB. এবং এটা একই সাথে Windows 8, 8.1, Office 2010, 2013 কে Activate করতে সক্ষম।
ইফতারের সময় আর কথা বাড়াতে চাই না। নিচের লিংক থেকে KMS টি ডাউনলোড করুন। (সম্পূর্ণ এড, ভাইরাস, স্প্যাম িফ্রি)
এটাকে জিপ করা অবস্থায় পাবেন। আনজিপ করার পর রান করুন। আর স্বাভাবিকভাবেই এটাকে ভাইরাস হিসেবে ধরতে পারে আপনার এন্টিভাইরাসটি। কোন চিন্তা নেই। এভয়েড করে যান।
রান করার পর একটা কমান্ড উইন্ডো পাবেন।
৩টি অপশন পাবেন 1, 2, 3 - এখান থেকে আপনার দরকার মত যেকোন অপশন Choose করুন। তারপর অপেক্ষা করুন কাজ শেষ হবার জন্য। অপারেশন Complete হলে Exit করুন।
আশা করি আপনার Office বা Windows এক্টিভেট হয়ে যাবে। না হলে একবার Restart করে দেখুন।
× Windows 7 থেকে আপগ্রেড করা Windows 8 এ এটা কাজ করেনা।
× Automatic Windows Update চালু থাকলে অনেক সময় এটা কাজ করেনা।


(সংগৃহীত)