ফেসবুকে ইদানিং বন্ধুসংখ্যা অনেক বেড়েছে।প্রায় প্রতিদিন দুই-চার জনের জন্মদিন এ শুভেচ্ছা জানাতে হয়।
প্রায় অনেকেই ছবি বা স্ট্যাটাস দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকে।চিন্তা করলাম এরচেয়ে ভাল কোন জিনিস ফেসবুক ওয়ালে দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানানো যায় কিনা।সেই চিন্তা থেকে ফ্ল্যাশ এনিমেশান এর কথা মনে পড়ল।গুগলে সার্চ দিয়ে একটা সাইটে কিছু জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য কিছু ফ্ল্যাশ এর সন্ধান পেলাম।ফ্ল্যাশগুলো অনেক সুন্দর লাগল তাছাড়া যাদের শুভেচ্ছা জানিয়েছি সবাই খুবেই পছন্দ করল। আপনারা চাইলে বন্ধুর জন্মদিনে এই সকল ফ্ল্যাশ ফেসবুকে বা মেইলের মাধ্যমে পাঠিয়ে শুভেচ্ছা জানাতে পারেন।যেহেতু টেকটিউনস এ এম্বেডেড ফ্ল্যাশ সাপোর্ট করে না তাই সরাসরি লিঙ্ক দিলাম।ফেসবুকেও ফ্ল্যাশ সাপোর্ট করে না তাই লিঙ্ক ওয়ালে দিতে হবে।লিঙ্কে ক্লিক করে সরাসরি ফ্ল্যাশগুলো দেখতে পাবেন।
প্রায় অনেকেই ছবি বা স্ট্যাটাস দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকে।চিন্তা করলাম এরচেয়ে ভাল কোন জিনিস ফেসবুক ওয়ালে দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানানো যায় কিনা।সেই চিন্তা থেকে ফ্ল্যাশ এনিমেশান এর কথা মনে পড়ল।গুগলে সার্চ দিয়ে একটা সাইটে কিছু জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য কিছু ফ্ল্যাশ এর সন্ধান পেলাম।ফ্ল্যাশগুলো অনেক সুন্দর লাগল তাছাড়া যাদের শুভেচ্ছা জানিয়েছি সবাই খুবেই পছন্দ করল। আপনারা চাইলে বন্ধুর জন্মদিনে এই সকল ফ্ল্যাশ ফেসবুকে বা মেইলের মাধ্যমে পাঠিয়ে শুভেচ্ছা জানাতে পারেন।যেহেতু টেকটিউনস এ এম্বেডেড ফ্ল্যাশ সাপোর্ট করে না তাই সরাসরি লিঙ্ক দিলাম।ফেসবুকেও ফ্ল্যাশ সাপোর্ট করে না তাই লিঙ্ক ওয়ালে দিতে হবে।লিঙ্কে ক্লিক করে সরাসরি ফ্ল্যাশগুলো দেখতে পাবেন।
-----------------------------------------------------------------------------


একটি মন্তব্য পোস্ট করুন
:-?
আপনার একটি মতামত বা মন্তব্য আমাদের মত লেখকদেরকে ভালো কিছু লিখার অনুপ্রেরোনা যোগাই।তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত বা মন্তব্য জানাতে ভুলবেন না।তবে এমন কোন মতামত বা মন্তব্য করবেন না যাতে আমাদের মত লেখকদের মনে আঘাত করে !!