আপনার এ্যানড্রোয়েড মোবাইল কে মডেম বানিয়ে পিসি থেকে ইন্টারনেট ব্যবহার করার পদ্ধতি.....................

  

দামে কম হওয়া আমরা অনেকেই অ্যানড্রোয়েডের চালিত সেট ব্যবহার করি। ওনেক কোম্পানীই তাদের সেটের সাথে ড্রাইভার দেয় না ফলে আমরা ড্রাইভারের অভাবে ওনেকেই সেট দিয়ে পিসিতে নেট ব্যবহার করতে পারি না। তাই আমি আজ দেখাবো কি ভাবে এ্যানড্রোয়েড মোবাইল কে মডেম বানিয়ে পিসি থেকে ইন্টারনেট ব্যবহার করা যায় তার পদ্ধতি।

যা যা লাগবে:

1. 1টি এ্যানড্রোয়েড ডিভাইস
2. ডাটা ক্যবল
3. যে কোন অপারেটর সিম (অবশ্যই সিমে নেট অ্যাকটিভ থাকতে হবে।
4. পিসি

এ্যানড্রোয়েড মোবাইল কে মডেম বানিয়ে পিসি থেকে ইন্টারনেট ব্যবহার করার পদ্ধতি:

1. USB Debugging Mode অন করুন। USB Debugging Mode অন করতে নিচের কমান্ডটি অনুসরন করুন।

Home/App drawer>Settings>Applications>Development> USB Debugging (Select) [USB Debugging এর ফাকা বক্সে টিক চিহ্ন দিয়ে সেলেক্ট করুন।]

2. মোবাইলের ডাটা কানকশন অর্থাৎ সেটের নেট কানেকশন অন করুন (যদি ডুয়েল সিমের সেট হয় তবে যে সিমে নেটটি এ্যাকটিভ করা সেই সিম দিয়ে নেট কানেক্ট করবেন) মোবাইলের নেট কানকশন অন করতে নিচের কমান্ডটি অনুসরন করুন
Home/App drawer>Settings>SIM Management>Data Connection>Select SIM [যদি ডুয়েল সিমের সেট হয় তবে যে সিমে নেটটি এ্যাকটিভ করা সেই সিম দিয়ে নেট কানেক্ট করবেন।]

3. আপনার ডিভাইসকে ডাটা ক্যবলের মাধ্যমে পিসির সাথে কানেক্ট করুন।

4. USB Tethering অন করুন, অন করতে নিচের কমান্ড প্রয়োগ করুন।

Home/App drawer>Settings>Wireless & Networks>Tethering & portable hotspot>USB tethering (Select) [USB tethering এর ফাকা বক্সে টিক চিহ্ন দিয়ে সেলেক্ট করুন।

5. কিছুক্ষন অপেক্ষা করুন (30 সে.) আপনার পিসি এখন নেট ব্যবহারের জন্য প্রস্তুত। আপনি এখন নেট ব্যবহার করতে পারবেন আপনার পিসি থেকেই।
Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

:-?

আপনার একটি মতামত বা মন্তব্য আমাদের মত লেখকদেরকে ভালো কিছু লিখার অনুপ্রেরোনা যোগাই।তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত বা মন্তব্য জানাতে ভুলবেন না।তবে এমন কোন মতামত বা মন্তব্য করবেন না যাতে আমাদের মত লেখকদের মনে আঘাত করে !!

 
Helped By : WWW.KASPERWINDOW.TK | KasperWindowTemplate | Download This Template
Copyright © 2011. আমার কথা ঘর - All Rights Reserved
Template Created by Aehtasham Aumee Published by KasperWindow
Proudly powered by Blogger