তবু পেট ভরবে না.............!

জাহান্নাম কত ভয়াবহ পবিত্র কোরআনের নিম্নোক্ত সূরা এবং হাদিস থেকেই সহজেই অনুমেয়। রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘এক হাজার বছর জাহান্নামকে উত্তাপ দেয়া হয়েছে। ফলে তার আগুন রক্তিম বর্ণ ধারণ করেছে। অতপর পুনরায় এক হাজার বছর উত্তাপ দেয়ার ফলে এটি সাদা রং পরিগ্রহ করেছে। অতপর আরও এক হাজার বছর উত্তাপ দেয়ার ফলে এর আগুন কৃষ্ণবর্ণ হয়ে গেছে। সুতরাং জাহান্নাম এখন সম্পূর্ণরূপে গাঢ় কালো তমসাচ্ছন্ন। (তিরমিযী) পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে, স্মরণ কর সেদিনের কথা, যেদিন আমি জাহান্নামকে জিজ্ঞেস করব, তুমি কি পূর্ণ হয়ে গিয়েছ? জাহান্নাম বলবে, আরও আছে কি? (সূরা কাফ : ৩০) হাদীসে আরো উল্লেখ আছে, রাসূলুল্লাহ্ (সা.) ইরশাদ করেন, জাহান্নামে দোযখীদের অনবরত ফেলা হবে এবং জাহান্নাম ‘আরও আছে কি’ বলতে থাকবে। তাতে সব জাহান্নামী প্রবেশ করবে, তবু তার পেট ভরবে না, এমনকি আল্লাহ্ তা’য়ালা তাতে তাঁর কদম মোবারক রেখে দেবেন। ফলে জাহান্নাম কুঞ্চিত হয়ে যাবে। আর আরজ করতে থাকবে, ব্যাস ব্যাস- আপনার ইজ্জত ও অনুগ্রহের শপথ করে বলছি’। (মিশকাত)
Share this article :
 
Helped By : WWW.KASPERWINDOW.TK | KasperWindowTemplate | Download This Template
Copyright © 2011. আমার কথা ঘর - All Rights Reserved
Template Created by Aehtasham Aumee Published by KasperWindow
Proudly powered by Blogger