নিজেই বানান আকর্ষণীয় ফেসবুক টাইমলাইনের কভার পেজ.......................


ফেসবুক এর নতুন ফিচার হল টাইমলাইন। টাইমলাইনে প্রোফাইল ওপেন করলেই প্রথমেই দেখা যায় বড় করে একটা ছবি। এটাকে বলে কভার পেজ। কেউ কেউ যেকোনো একটা ছবি ঝুলিয়ে দিচ্ছে আবার কেউ তার বিজনেসের কিছু কথা লিখে একটা ব্যানার এর মত বানিয়ে ঝুলিয়ে দিচ্ছে। কিন্তু এটা আপনার ক্রিয়েটিভিটি প্রকাশ করার সহজ একটা মাধ্যম। আপনি খুব সহজেই আকর্ষণীয় কভার পেজ তৈরি করতে পারেন নিজে নিজেই। আসুন তবে দেখি কিভাবে করবেন আকর্ষণীয় কভার পেজ।
প্রথমে এই লিঙ্কে চলে জান – TimelineCoverBanner
নীচের মত ছবিটি দেখতে পারবেন। নিচে ক্রমিক নাম্বার হিসাবে বর্ণনা দেওয়া হলঃ
ছবিটি বড় করে দেখতে ছবির উপর ক্লিক করুন
FaceBook Cover Page Maker
১. Upload Background এর মাধ্যমে পিছনে একটি ব্যাকগ্রউন্ড ছবি যোগ করতে পারবেন।
২. Upload Picture এর মাধ্যমে আপনার প্রোফাইল পিকচার যেটা দিতে চান সেই ছবি বা অন্য স্থানে ছবি যোগ করতে চাইলে তা যোগ করতে পারবেন।
৩. এর মাধ্যমে যেকোনো ছবিকে মুভ করানো, লেখালেখি করা, মুছা, ড্রয়িং করা ইত্যাদি করা যাবে।
৪. এর মাধ্যমে ফন্ট, ফন্ট সাইজ, ফন্ট কালার ইত্যাদি পরিবর্তন করা যাবে।
৫. এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড মুছা, ছবি মুছা, আনডু করা যাবে।
৬. এর মাধ্যমে ছবির Contrast, Brightness, Saturation, Hue ইত্যাদি পরিবর্তন করা যাবে।
৭. এর মাধ্যমে বিভিন্ন গ্রাফিকাল ছবি দেওয়া যাবে যা ওই সাইটেই রয়েছে। প্রতিটি গ্রাফিক্স এর একটি ID রয়েছে তা কপি করে এখানে বসিয়ে add graphics এ ক্লিক করলেই গ্রাফিক্সটি যোগ হয়ে যাবে।
graphical Picture
৮. এটার মাধ্যমে আপনি শুধু আপনার প্রোফাইল পিকচারটি সেভ করতে পারবেন।
৯. সব শেষে আপনার কভার পেজটি সেভ করুন।
ব্যাস এবার ফেসবুকে গিয়ে প্রোফাইল পিক ও কভার পেজ যোগ করুন।
আমি শুধু পদ্ধতিটি বলে দিলাম বাকি ক্রিয়েটিভিটি সেটা আপনার উপর নির্ভর। মানে কি ব্যাকগ্রাউন্ড নিবেন, কিভাবে প্রোফাইল পিক দিবেন, কোন কোন এলিমেন্ট দিবেন ইত্যাদি ইত্যাদি…
আকর্ষণীয় কভার পেজ শুধু নিজে নিজেই ব্যবহার কইরেন না এই পোষ্টটি অন্যের সাথে শেয়ার কইরেন যাতে তারাও করতে পারেন।

Share this article :

+ comments + 1 comments

১৭ মার্চ, ২০১৯ এ ৯:৪১ PM

আপনার সাইটি কি ভাবে সাজিয়েছেন

একটি মন্তব্য পোস্ট করুন

:-?

আপনার একটি মতামত বা মন্তব্য আমাদের মত লেখকদেরকে ভালো কিছু লিখার অনুপ্রেরোনা যোগাই।তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত বা মন্তব্য জানাতে ভুলবেন না।তবে এমন কোন মতামত বা মন্তব্য করবেন না যাতে আমাদের মত লেখকদের মনে আঘাত করে !!

 
Helped By : WWW.KASPERWINDOW.TK | KasperWindowTemplate | Download This Template
Copyright © 2011. আমার কথা ঘর - All Rights Reserved
Template Created by Aehtasham Aumee Published by KasperWindow
Proudly powered by Blogger