সোশ্যাল নেটওয়ার্কিং কোম্পানি ফেসবুক সাইটটিতে নতুন একটি ফিচার পরীক্ষা করছে যা ব্যবহারকারীদের শিডিউল করে পোস্ট মুছে ফেলার সুবিধা দেবে। অর্থাৎ, ফিচারটি চালু হলে আপনি আপনার ফেসবুক পোস্টের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিতে পারবেন, যা অতিক্রমের পর ঐ পোস্টটি নিজ থেকেই ডিলিট হয়ে যাবে।
এই মুহুর্তে বাছাইকৃত কতিপয় আইওএস ডিভাইস ব্যবহারকারীদের জন্য ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু রয়েছে।
প্রাপ্ত স্ক্রিনশট থেকে দেখা যায়, ফেসবুক পোস্টে সর্বনিম্ন ১ ঘন্টা থেকে সর্বোচ্চ ৭ দিন পর্যন্ত মেয়াদ নির্ধারণ করে দেয়া যাচ্ছে। সুতরাং এখানে নির্ধারিত সময়ের পর পোস্টটি নিজ থেকেই মুছে যাবে।
এখানে জানিয়ে রাখছি, ইউজার প্রোফাইল থেকে পোস্টটি মুছে গেলেও এটি ফেসবুকের সার্ভার থেকে পুরোপুরি মুছে যেতে ৯০ দিন পর্যন্ত সময় লাগতে পারে।
একটি মন্তব্য পোস্ট করুন
:-?
আপনার একটি মতামত বা মন্তব্য আমাদের মত লেখকদেরকে ভালো কিছু লিখার অনুপ্রেরোনা যোগাই।তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত বা মন্তব্য জানাতে ভুলবেন না।তবে এমন কোন মতামত বা মন্তব্য করবেন না যাতে আমাদের মত লেখকদের মনে আঘাত করে !!