কম্পিউটার বন্ধের পূর্বে যে ফোল্ডার ওপেন করেছেন, অন করার পর ওপেন হবে অটোমেটিক


আজকে হাজির হলাম নতুন এক টিপস নিয়ে। আশা করি সবার কাজে না লাগলেও অনেকের কাজে লাগবে। আমরা যারা পিসি তে কাজ করি বা চালাই অনেক সময় পিসিতে কাজ করার সময় অন্য কাজ এসে পড়ে তখন পিসি বন্ধ করে ঐ কাজে যেতে হয় কিন্তু কাজ শেষে আবার পিসি অন করলে আবার সেই ফোল্ডার বা ফাইল ওপেন করতে হয়। আমি আপনাকে আজকে একটা টিপস শিখিয়ে দিবো যা দ্বারা আপনি এই কষ্টের হাত থেকে বাঁচতে পারেন। মানে আমি বলতে চাচ্ছি একটা সেটিং থেকে আপনি চাইলে কম্পিউটার বন্ধের আগে যে যে ফোল্ডার ওপেন করেছিলেন আবার কম্পিউটার ওপেন বা অন করলে অটো ওপেন হবে সে সব ফোল্ডার। সবার হয়তো দরকার নাই তবে অনেকের দরকার আছে তাই শেয়ার করা। যাদের দরকার আছে তারা দেখুন আর দরকার না হলে নাও দেখতে পারেন। যাহোক কাজের কথায় আসি।
প্রথমত, আপনার কম্পিউটারে এডমিনিষ্ট্রেটর হিসেব লগইন করুন।
দ্বিতীয়ত, স্টার্ট বাটনে ক্লিক করে কন্ট্রোল প্যানেল ওপেন করুন।
তৃতীয়ত, কন্ট্রোল প্যানেল হতে “Appearance and Themes” এ ক্লিক করুন।
চতুর্থত, নিচে হতে Folder Options এ ক্লিক করুন।
পঞ্চমত, তারপর একটি ছোট ডায়ালগ বক্স আসবে সেখান হতে View tab এ ক্লিক করতে হবে।
ষষ্ঠত, Advanced setting এর নিচে “Restore previous folder windows at logon” এ টিক দিয়ে ওকে করে সেটিংসটি সেভ করে আসুন।
Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

:-?

আপনার একটি মতামত বা মন্তব্য আমাদের মত লেখকদেরকে ভালো কিছু লিখার অনুপ্রেরোনা যোগাই।তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত বা মন্তব্য জানাতে ভুলবেন না।তবে এমন কোন মতামত বা মন্তব্য করবেন না যাতে আমাদের মত লেখকদের মনে আঘাত করে !!

 
Helped By : WWW.KASPERWINDOW.TK | KasperWindowTemplate | Download This Template
Copyright © 2011. আমার কথা ঘর - All Rights Reserved
Template Created by Aehtasham Aumee Published by KasperWindow
Proudly powered by Blogger