ফায়ারফক্স ব্যবহারকারীদের জন্য বেশ কিছু জরুরী এড-অন্স


যারা  Firefox ব্যবহার করেন তারা নিশ্চই চাইবেন Firefox থেকে কিছু বাড়তি সুবিধা পেতে! আর এজন্যে আপনাকে ব্যবহার করতে হবে এড-অন্স। আমি নিচে ছোট বিবরণ দিয়ে কয়েকটি জরুরী এবং দরকারী এড-অন্স দিলাম। আশা করি আপনারা উপকৃত হবেন।

১.অটো কপি- এর মাধ্যমে কোন ওয়েবসাইট থেকে কোন প্রয়োজনীয় লেখা আপনি কপি করতে পারবেন শুধু লেখাতিকে সিলেক্ট করেই! Ctrl+c চাপার কোন দরকারী নেই। এতে আপনার মুল্যবান সময়ের কিছুটা হলেও বাচবে!
ডাঊনলোড করুন এখানে

২. স্কিপ স্ক্রিন-এটি যেকোন ব্যবহারকারীদের জন্যই প্রয়োজনীয়। এর মাধ্যমে বিভিন্ন ফাইল শেয়ারিং সাইট যেমন Rapidshare.com, Megaupload.com, MediaFire.com, 4shared.com, Hotfiles.com ইত্যাদির অযাচিত ওয়েটিং টাইম কমিয়ে দিবে এমনকি আপনাকে লিঙ্ক ওপেন করা ছাড়া আর কিছুই করতে হবে না। যা করার এটি আপনা থেকেই করবে। এমনকি ওয়েটিং টাইমও কিছুটা কমিয়ে নিরধারিত সময়ের আগেই আপনাকে ডাউনলোড করার সুযোগ দেয়। মোট কথায় চরম একটি এড-অন্স। ডাউনলোড করুন এখানে

৩.স্ক্রিন গ্র্যাব- এটি আপনার পছন্দের কোন সাইটকে ইমেজ হিসেবে সেভ করে রাখতে দিবে। এর মাধ্যমে তোলা স্ক্রিন শট হবে আপনার কাঙ্খিত ওয়েব পেজের পুরো অংশ।ডাউনলোড করুন এখানে

৪. ইমেজ জুমঃ এই এড-অন্স এর মাধ্যমে আপনি যেকোন ওয়েবসাইটের কোন ইমেজকে ডাউনলোড না করেই ওয়েবপেজে থাকা অবস্থায় জুম, রোটেট করতে পারবেন। কথায় খুব সিম্পল মনে হলেও যারা ক্যাপচা এন্ট্রি করে থাকেন তাদের জন্য এটি মহা মুল্যবান এড-অন্স। ডাউনলোড করুন এখানে

৫.ক্যাপচার ফক্সঃ এর মাধ্যমে আপনি ফায়ারফক্সের পুরো স্ক্রিনের আনলিমিটেড ভিডিও ক্যাপচারিং করতে পারবেন। সাথে সাথে আপনি আপনার কথাও রেকর্ড করতে পারবেন। ডাউনলোড করুন এখানে

৬.ইজি ইউটিউব ভিডিও ডাউনলোডারঃ এই এড-অন্সের মাধ্যমে আপনি যেকোন ইউটিউব ভিডিওকে FLV, 3GP, MP3, MP4, 720p HD and 1080p Full-HD কোয়ালিটিতে ডাউনলো্ড করতে পারবেন। ডাউনলোড করুন এখানে

৭.গ্রিস মানকিঃ এর মাধ্যমে আপনি কোন নির্দিষ্ট ওয়েবসাইটের জন্য তৈরি জাভা স্ক্রিপ্ট ব্যবহার করতে পারবেন। এতে করে কোন তৈ্রি নির্দিষ্ট ওয়েবসাইটের জন্য তৈরি জাভা স্ক্রিপ্টও ব্যবহার করে কাস্টোমাইজ করতে পারবেন। ডাউনলোড করুন এখানে

৮.ফ্ল্যাগ ফক্স- এই এড-অন্স ইন্সটল করা থাকলে আপনি কোনো ওয়েবসাইট ভিজিট করলে সেই ওয়েবসাইটের সার্ভার কোথায় আছে সেই দেশের পতাকা দেখাবে।ডাউনলোড করুন এখানে

৯.গুগোল টুলবার: এই টুলবার থাকলে আপনি গুগোল ওপেন না করেই সারচ করতে পারবেন, আপনি আপনার যিমেইল একাউন্টে লগিন না করেই হালনাগাদ করতে পারবেন, কোন অন্য ভাষার ওয়েবসাইটকে সহজেই ইংরেজী সহ নানা ভাষায় ট্রান্সলেট করতে পারবেন{বাংলা ছাড়া}, এছাড়া আরো নানা সুযোগ সুবিধা আছে যা ব্যবহার করলে আপনি নিজেই বুঝবেন। ডাউনলোড করুন এখানে

১০.সার্চ প্রিভিউঃ এটি আগে গুগোল প্রিভিউ নামে পরিচিত ছিল। এর মাধ্যমে আপনি গুগোল, ইয়াহু, বিং এ সার্চ করলে যে ফলাফল দেখাবে তার মধ্যে ওয়েবসাইট গুলো প্রিভিউ হিসেবে ওয়েবসাইট টি ওপেন করলে কেমন হবে তার একটি থাম্বনেইল দেখায়।ডাউনলোড করুন এখানে

১১. পরশমণিঃ এই এড-অন্স দ্বারা আপনি ইউনিকোড দিয়ে তৈরি করা বা ইউনিকোড ছাড়া তৈ্রি করা বাংলা পেপারের ওয়েবসাইটগুলোকে ইউনিকোড ৪.২ তে কনভার্ট করতে সক্ষম। এখানে

১২.টরেন্টস সার্চঃএই এড-অন্সের মাধ্যমে আপনি সহজেই আপনার কাঙ্খিত টরেন্ট খুজে পাবেন। এটি আপনাকে একই সাথে একাধিক টরেন্ট সার্চ ইঞ্জিনে সার্চ করার সুযোগ দিবে। যখনি আপনি এর সার্চ করবেন এটি তখন একসাথে জনপ্রিয় ইঞ্জিন গুলো থেকে রেজাল্ট দেখাবে।ডাউনলোড করুন  এখানে



১৩. এক্সটেন্ডেড কুকি ম্যানেজারঃ আপনার ব্রাউসারের কুকি খুব সহজ ভাবে ম্যানেজ করতে আপনার জন্য এটি একটি খুবই প্রয়োজনীয় এড-অন্স।ডাউনলোড করুন  এখানে



১৪.রেপীডশেয়ার সার্চ প্লাগিন্সঃ এই এড-অন্সের সাহায্যে আপনি পুরো রেপিডশেয়ার ডট কম কে সারচ করতে পারবেন।ডাউনলোড করুন এখানে



১৫.এডব্লক প্লাসঃ এই এড-অন্স ঈন্সটল করা থাকলে আপনি যেকোন ধরণের ব্যানার এড বা ফ্ল্যাশ এদকে ব্লক করে দিতে পারবেন। এতে করে আপনার কাঙ্খিত সাইট দ্রুত লোডিং হবে।ডাউনলোড করুন  এখানে



১৬.ভিডিও ডাউনলোড হেলপারঃ এটি ভিডিও ডাউনলোড এবং কনভার্টের জন্য খুবই জরুরী এড-অন্স। এর মাধ্যমে ইউটিউবের মত আরো শতাধিক সাইট থেকে {যেখানে শুধু ভিডিও দেখতে দেয়া হয় ডাউনলোড করতে দেয়া হয়না} ভিডিও ডাউনলোড অ একই সাথে কনভার্ট করতে পারবেন।ডাউনলোড করুন  এখানে

১৭.ডাউন দেম অলঃ এটি ফায়ারফক্সের জন্য ডাউনলোড ম্যানেজার। এটি এতটাই ইউজার ফ্রেন্ডলি যে এটি ব্যবহার করলে আপনাকে অন্য কোন ডাউনলোড ম্যানেজার প্রয়োজনই পরবে না। এটি রিসাম সাপোর্টেড।ডাউনলোড করুন  এখানে

১৮.ফায়ার এফটিপিঃ এটি ফায়ারফক্সের জন্য একটি ক্রস প্লাটফরম এফটিপি ক্লায়েন্ট। যারা ফাইলজিলা ব্যবহার করেছেন তাদের কাছে এটি ব্যবহার করা ব্যাপারই না। যেখানে ভালো এফটিপি ক্লায়েন্ট গুলো অনেক স্পেস নিয়ে থাকে সেখানে ফায়ারফক্সের এই অসাধারণ এড-অন্স নেয় মাত্র ০.৫এম.বি স্পেস।ডাউনলোড করুন  এখানে

১৯.পিডিএফ ডাউনলোডঃ এই এড-অন্স দ্বারা আপনি যেকোন ওয়েবসাইটকে পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন।আপনি এটি দিয়ে কোন পিডিএফ ফাইলকে ডাউনলোড না করেও আপনার ব্রাউসারে এইচটিএমএল ওয়েবপেজ হিসেবে দেখতে পারবেন।ডাউনলোড করুন এখানে


২০.ফাস্টারফক্সঃ এই এড-অন্স আপনার ফায়ারফক্সকে বিভিন্ন ভাবে টুইক করে দ্রুতগতির করে দিবে। আপনার পেজভিউইং টাইম কমিয়ে দিবে।ডাউনলোড করুন  এখানে


২১.হিট উইকেটঃ যারা ক্রিকেট পছন্দ করেন তাদের জন্য খুবই দরকারী এড-অন্স এটি। এর সাহায্যে আপনি নেট ব্রাউসিং এর সময় কোন ওয়েবসাইটে না ঢুকেই সরাসরি আপনার ফায়ারফক্স স্টাটাস বারে লাইভ স্কোর দেখতে পাবেন।ডাউনলোড করুন  এখানে
   
Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

:-?

আপনার একটি মতামত বা মন্তব্য আমাদের মত লেখকদেরকে ভালো কিছু লিখার অনুপ্রেরোনা যোগাই।তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত বা মন্তব্য জানাতে ভুলবেন না।তবে এমন কোন মতামত বা মন্তব্য করবেন না যাতে আমাদের মত লেখকদের মনে আঘাত করে !!

 
Helped By : WWW.KASPERWINDOW.TK | KasperWindowTemplate | Download This Template
Copyright © 2011. আমার কথা ঘর - All Rights Reserved
Template Created by Aehtasham Aumee Published by KasperWindow
Proudly powered by Blogger