আমার অনেক ওয়েব সাইটে দেখি যে,পরিবর্তি পেইজে যাওয়ার জন্য নম্বরযুক্ত একটি ন্যাভিগেশন থাকে।
নম্বরযুক্ত ন্যাভিগেশন থাকলে ওয়েব সাইটটি দেখতে খুবই সুন্দর লাগে।আমরা আজ শিখব কিভাবে ওয়েব সাইটে নম্বরযুক্ত ন্যাভিগেশন।
----> প্রথমে আপনি বাউজারে একটি টেব ওপেন করে আপনার ব্লগে লগিং করুন রাখুন।
-----> তারপর কালার স্টাইল থেকে আপনার পছন্দের কালার সিলেক্ট করুন।
----> তারপর আপনার পছন্দমত Settings তৈরী করুন।
----> তারপর Generate বাটনে ক্লিক করুন।
----> তারপর Add to Blogger এ ক্লিক করুন।
----> এখন আপনার ব্লগটি সিলেক্ট করুন বা লিখুন।
----> টাইটেলের ঘরে কিছু লিখুন বা ফাঁকা রাখুন।
----> এখন Add Widget এ ক্লিক করুন।
বেস,আপনার কাজ এখন শেষ।আপনার ব্লগে গিয়ে দেখুন নম্বরযুক্ত ন্যাভিগেশন যুক্ত হয়ে গেছে।
Blogger Page Navigation Widget Generator With Styles by amarkothaghor.blogspot.com
Copyright ©2011 By amarkothaghor @ Page Navigation Widget Generator With Styles
একটি মন্তব্য পোস্ট করুন
:-?
আপনার একটি মতামত বা মন্তব্য আমাদের মত লেখকদেরকে ভালো কিছু লিখার অনুপ্রেরোনা যোগাই।তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত বা মন্তব্য জানাতে ভুলবেন না।তবে এমন কোন মতামত বা মন্তব্য করবেন না যাতে আমাদের মত লেখকদের মনে আঘাত করে !!