ব্লগার ব্লগের পোস্টের উপরে , নীচে এবং ডানে , বামে বিভিন্ন অ্যাড বসান সহজে.............


আপনি যে অ্যাডিই আপনার ব্লগে ব্যবহার করেন না কেন ঠিক স্থানে ব্যবহার করুন আর আপনার ব্লগের অ্যাড যাতে ভিজিটর এর চোখে পড়ে সেই জন্য নিচের টিপস দেখে ব্লগের উপরে নীচে এবং ডানে বামে ব্যবহার করুন । 


কিভাবে উপরে , নীচে , ডানে , বামে অ্যাড ব্যবহার করবেন তা নিচে দেখুন...................


  • প্রথমে আপনার ব্লগার অ্যাকাউন্ট লগইন করুন । 
  • ড্যাশবোর্ড থেকে Template → Edit HTml এ ক্লিক করুন । 
  • এবার আপনার কীবোর্ড এর Ctrl+ F প্রেস করে নিচের ট্যাগ খুজুন । 


<data:post.body/>


উপরের ট্যাগ অনেক বার পাবেন কিন্তু আপনি দ্বিতীয় বা তৃতীয় বা যেটা পাবেন তার ঠিক নীচে নিচের কোড গুল বসাবেন ।


<b:if cond='data:blog.pageType == "item"'> <div style="float:left;"> your add code goes here </div> </b:if>


উপরের কোড থেকে Your add code goes here মুছে সেখানে আপনার অ্যাড কোড বসিয়ে দিন।
তার আগে আর একটু কাজ বাকি আছে ......... অ্যাড কোডকে কনভার্ট করতে হবে এর জন্য আপনি এখানে ক্লিক করুন ।এখন যে পেইজটি এসেছে ,তাতে গিয়ে দেখেন একটি ফাকা বক্স আছে।ফাকা বক্সে গিয়ে আপনার অ্যাড কোড দিয়ে Paste করুন।এখন Convert বাটনে ক্লিক করুন এবং বক্স থেকে কনভার্ট করা কোড গুল কপি করে উপরের Your add code goes here স্থানে বসিয়ে দিন ।



আর হা আপনি যদি অ্যাড আপনার ব্লগের উপরে বসাতে চান তাহলে <data:post.body/> এই ট্যাগ এর ঠিক উপরে বসিয়ে দিন এবং যদি নীচে বসাতে চান তাহলে <data:post.body/> এই ট্যাগ এর ঠিক নীচে বসিয়ে দিন ।


আর যদি ডানে বসাতে চান তাহলে উপরের কোড থেকে left মুছে সেখানে right লিখে দিন ব্যাস এবার Save Template এ ক্লিক করে বেরিয়ে আসুন ।


তাহলে আশাকরি উপরের পোস্ট থেকে বুঝতে কোন সমস্যা হল না।আর হা অ্যাড গুল বসানোর সময় অবশ্যই সাইজ ঠিক ভাবে বেচে নিবেন না হলে দেখতে ভাল লাগবে না । তাহলে পোস্টটি থেকে আপনার কাজে আসলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ।
Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

:-?

আপনার একটি মতামত বা মন্তব্য আমাদের মত লেখকদেরকে ভালো কিছু লিখার অনুপ্রেরোনা যোগাই।তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত বা মন্তব্য জানাতে ভুলবেন না।তবে এমন কোন মতামত বা মন্তব্য করবেন না যাতে আমাদের মত লেখকদের মনে আঘাত করে !!

 
Helped By : WWW.KASPERWINDOW.TK | KasperWindowTemplate | Download This Template
Copyright © 2011. আমার কথা ঘর - All Rights Reserved
Template Created by Aehtasham Aumee Published by KasperWindow
Proudly powered by Blogger