প্রতিদিন আমাদের নানা কাজের জন্য আইপি হাইড করতে হয় । বিশেষ করে হ্যাকিং এর ক্ষেত্রে তো অবশ্যই । এছাড়া কিছু ওয়েবসাইট আছে যেখানে এক আইপি থেকে একাধিক অ্যাকাউন্ট খোলা যাই না । সেক্ষেত্রে আইপি হাইড করাটা দরকার হয়ে পড়ে । কথা না বাড়িয়ে কাজে যাই ,
১. এই অ্যাডন্স টি ব্যাবহার করা যাবে মজিলা ও গুগল ক্রম ব্রাউজার এ ।
প্রথমে http://www.stealthy.co এই সাইট টি টে প্রবেশ করুন ।
২. নিচে Install Stealthy টে ক্লিক করুন । আপনার ব্রাউজার যদি মজিলা হয় । তাহলে মজিলা এর উপর ক্লিক করুন ।
৩. অ্যাডন্স টি ইন্সটল করুন । ব্রাউজার টি রিস্টার্ট করুন ।
খেয়াল করুন উপরের ডান কনে একটি অ্যারো চিহ্ন বিশিষ্ট খয়েরি কালারের আইকন দেখা যাচ্ছে ।
এর উপর ক্লিক করুন । ১০ সেকেন্ডের মধ্যেই আইকন টির রঙ সবুজ হয়ে যাবে । যখন আইকন টি সবুজ রঙ ধারন করবে তখন আপনার আইপি লুকানো হয়ে গিয়েছে । এরপর নিরাপদ ভাবে ব্রাউজ করতে থাকুন ।
আপনি ইচ্ছা করলে কোন নির্দিষ্ট দেশের আইপি ব্যাবহার করতে পারবেন ।
আইকন এর ডান পাশে ক্লিক করে preferences এ ক্লিক করে নিচের শেষ অপশন টি সিলেকট করুন । এবার যে দেশের আইপি নিতে চান , তার প্রথম অক্ষর টি টাইপ করুন যেমন ইন্ডিয়া এর জন্য IN । এভাবে যে কোন দেশের আইপি ব্যাবহার করতে পারবেন ।
এরপর থেকে ব্রাউজার এ ঢুকে যখন আইপি চেঞ্জ করার দরকার হবে তখন খয়েরি ওই বাটন এ ক্লিক করলেযই হবে । ১০ সেকেন্ডের মধ্যে সবুজ হয়ে যাবে তখন বুঝবেন আইপি হাইড হয়ে গিয়েছে ।
একটি মন্তব্য পোস্ট করুন
:-?
আপনার একটি মতামত বা মন্তব্য আমাদের মত লেখকদেরকে ভালো কিছু লিখার অনুপ্রেরোনা যোগাই।তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত বা মন্তব্য জানাতে ভুলবেন না।তবে এমন কোন মতামত বা মন্তব্য করবেন না যাতে আমাদের মত লেখকদের মনে আঘাত করে !!