টাইটেল দেখেই বুঝেছেন যে এটা কিসের উপর করা।আমাদের এখন ফেসবুক ছাড়া জীবন প্রায় অচল।যত দিন যাচ্ছে তত সব কিছু সংক্ষিপ্ত হচ্ছে । কথা না বাড়িয়ে চলুন আসল কাজে যাই ।
এখন আপনি খুব সহজেই আপনার ফেসবুক ফ্যান পেজে আপনার ইউটিউব চ্যানেল এড করতে পারবেন । এর ফলে আপনি ফেসবুকে অবস্থান করেন আপনি ইউটিউব ব্যবহার করতে পারবেন ।
এ কাজ টি করতে হলে আপনাকে প্রথমে ফেসবুক সার্চ বক্স থেকে অথবা এই লিঙ্ক হতে Youtube Tab এপ টি ওপেন করুন ।
এবার এপ্লিকেশন টি ইন্সটল করুন। (উপরের ছবিতে দেখুন)
তারপর আপনার ফেসবুক পেজ সেলেক্ট করুন । এক্ষেত্রে আপনি আপনার একাধিক ফেসবুক পেজ সেলেক্ট করতে পারবেন। (উপরের ছবি তে দেখুন)
এরপর ইন্সটল হতে ৭-৮ সেকেন্ড অপেক্ষা করতে হবে ।
তারপর দেখুন আপনার ফেসবুক পেজে আপনার ইউটিউব বক্স চলে এসেছে ।
এবার আপনার ইউটিউব চ্যানেল নাম , ভিডিও লিঙ্ক , থীম দিয়ে কাস্টোমাইজ করুন প্লেয়ার টি। (উপরের ছবিতে দেখুন)
তারপর দেখুন আপনার ইউটিউব প্লেয়ার প্লে লিস্ট সহ চলে এসেছে ।
এখন ফেসবুকে বসেই ইউটিউব চালান ।
+ comments + 1 comments
আপনাকেও অনেক ধন্যবাদ।লেখাটি পড়ে কমেন্ট করার জন্য।
একটি মন্তব্য পোস্ট করুন
:-?
আপনার একটি মতামত বা মন্তব্য আমাদের মত লেখকদেরকে ভালো কিছু লিখার অনুপ্রেরোনা যোগাই।তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত বা মন্তব্য জানাতে ভুলবেন না।তবে এমন কোন মতামত বা মন্তব্য করবেন না যাতে আমাদের মত লেখকদের মনে আঘাত করে !!