জানুন যে কোন সাইটের ip Address নিমিষের মধ্যেই

আইপি এড্রেস কি?

 আইপি এড্রেস(IP Address) এর সম্পূর্ন ইংরেজী রূপ হচ্ছে Internet Protocol Address. ভার্চুয়াল জগৎ থেকে আপনি যে তথ্য নিচ্ছেন তার উপর ভিত্তি করে আইপি এড্রেস হচ্ছে একটি অদ্বিতীয় এড্রেস। অর্থাৎ আপনি যে আইপি এড্রেসটির মালিক তা আর কারও কাছে নেই। আপনার ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান এই আইপি এড্রেস এর মাধ্যমেই অবগত থাকেন, তিনি আপনার কাছে যে তথ্য পাঠাচ্ছেন এবং আপনি তা যথাযথভাবে পাচ্ছেন।

আপনার নিজের আইপি এড্রেস দেখা:

  • প্রথমে Start->Run->খালি ঘরে লিখুন cmd
  • এবার কী-বোর্ড থেকে এন্টার চাপুন।
  • একটি কমান্ড এরিয়া দেখতে পাবেন। সেখানে লিখুন netstat -n
  • এন্টার চাপুন। একটি লিস্ট আপনার সামনে আসবে। লোকাল এড্রেসের দিকে খেয়াল করুন। যেটি প্রথমে আসবে সেটিই আপনার আইপি এড্রেস।
দ্বিতীয় নিয়ম :
  • প্রথমে আপনার কম্পিউটার (P.C)-কে ইন্টারনেটের সঙ্গে সংযোগ করান
  • তারপর Start->Run->খালি ঘরে লিখুন cmd
  • এবার কী-বোর্ড থেকে এন্টার চাপুন।
  • CMD চালু হলে তাতে লিখুন ping তারপর একটা স্পেস দিয়ে আপনি যে সাইটটির ip Address জানতে চান তা টাইপ করে Enter প্রেস করুন ।
  • যেমন-মনে করুন আপনি amarkothaghor.blogspot.com এর IP Address বের করতে চান।তাহলে টাইপ করুন ping http://www.amarkothaghor.blogspot.com
  • আর Enter প্রেস করুন,সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন amarkothaghor.blogspot.com-এর ip Address ।
তৃতীয় নিয়ম : আপনার ব্রাউজারের এড্রেস বারে লিখুন http://www.whatismyip.com
একটি ওয়েবসাইট খুলবে। সেখানেই বড় অক্ষরে আপনি আপনার বর্তমান আইপি দেখতে পাবেন।

কোন ওয়েবসাইটের আইপি বের করার নিয়ম :


যদি আপনি কোন ওয়েবসাইট বা কোন ব্যক্তির একাউন্ট বা তার পিসি হ্যাক করবেন তাহলে সবর্প্রথম যে কাজটি করতে হবে তা হচ্ছে তার আইপি এড্রেস সংগ্রহ করা। যতক্ষন পযর্ন্ত না আপনি তার আইপি এড্রেস বের করতে পারছেন ততক্ষন পযর্ন্ত আপনি তার কি ই বা করতে পারবেন? এখন আপনাদের দেখাচ্ছি যেভাবে কোন ওয়েবসাইটের আইপি এড্রেস বের করবেন।
  • প্রথমে Start->Run->খালি ঘরে লিখুন cmd
  • এবার কী-বোর্ড থেকে এন্টার চাপুন।
  • একটি কমান্ড এরিয়া দেখতে পাবেন। সেখানে লিখুন tracert websitename
  • এন্টার চাপুন। এখন কিছু তথ্য স্বয়ংক্রিয়ভাবে আপনার সামনে আসবে।
আপনি সেখানে নীল রংয়ের কিছু লেখা দেখতে পাবেন। আপনি সেখানেই আপনার কাঙ্খিত আইপি এড্রেসিট দেখতে পাবেন। নীল লেখাগুলোর প্রথম লাইনেই আপনি আইপিটি দেখতে পাবেন। দ্বিতীয় লাইন সহ এভাবে সবোর্চ্চ ৩০টি হুপ দেখতে পাবেন।

যদি আপনি এভাবে আইপি বের করতে না পারেন,তাহলে নিম্নেক্ত ভাবে বের করুন:


আপনাদের জন্য আরো সহজ পদ্ধতি আছে ওয়েব সাইটের আইপি এড্রেস জানার জন্য। তা হল মজিলা ফায়ারফক্সের একটি এড-অন্স ইন্সটল করা। এর নাম ShowIP । এড-অন্সটি ইন্সটল করে ফায়ারফক্স রিস্টার্ট করুন। এখন একটি ওয়েবসাইটে প্রবেশ করুন। ফায়ারফক্সের এড্রেসবারের ডানদিকে দেখবেন ঐ সাইটের আইপি এড়্রেসটি লাল রং এর দেখা যাচ্ছে।
 এখানে থেকে ডাউনলোড করুন।

আজ আর নয়।অন্য কোন দিন অন্য কোন বিষয় নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব।আল্লাহ হাফেজ।
Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

:-?

আপনার একটি মতামত বা মন্তব্য আমাদের মত লেখকদেরকে ভালো কিছু লিখার অনুপ্রেরোনা যোগাই।তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত বা মন্তব্য জানাতে ভুলবেন না।তবে এমন কোন মতামত বা মন্তব্য করবেন না যাতে আমাদের মত লেখকদের মনে আঘাত করে !!

 
Helped By : WWW.KASPERWINDOW.TK | KasperWindowTemplate | Download This Template
Copyright © 2011. আমার কথা ঘর - All Rights Reserved
Template Created by Aehtasham Aumee Published by KasperWindow
Proudly powered by Blogger