জানার আছে অনেক কিছু...........................

(১). প্রশ্ন : আমি Wapka তে Tunerpage.com এরমতো সাইট বানাতে চাই এটার নিয়ম পাব কোথায়?
উত্তর : কোনো সাইটের প্রতিরূপক ওয়েবসাইট বানানোর নিয়ম কোথাও লিখিত থাকেনা। 
সাইট নকল করতে হলে আপনার ওয়েব ডিজাইনিং এর নুণ্যতম জ্ঞানটা থাকতে হবে। তাহলে আপনি সোর্স কোড ফলো করে যে কোনো সাইটের প্রতিরূপ বানাতে পারবেন।
সোর্স কোড পেতে ভিজিট করুনঃ  www.iwebtool.com/code_viewer
খালি ঘরে যে সাইটের প্রতিরূপ বানাবেন তার লিঙ্ক দিয়ে সাবমিট করুন।


(২) প্রশ্ন : সাহায্য চাই কি ভাবে ফেসবুক ফ্যান পেজে অন্য ফ্যান পেজ বা কোন ওয়াপ সাইট এর লিংক দিব যেখানে ulr দেখা যাবেনা?
উত্তর : অন্য ফ্যান পেজের লিঙ্ক দিতে @[id_no:] id_no হলো কাঙ্ক্ষিত পেজের numeric ID e.g: @[69449379584:]  http://findmyfbid.com এ গিয়ে ইনপুট বক্সে পেজের URL বসিয়ে সাবমিট করে আপনি কোডটি পেতে পারেন।তবে ওয়েবলিঙ্ক এভাবে দেয়া যাবেনা।


(৩) প্রশ্ন : ফেসবুক ফ্যান পেজ-এ কিভাবে ইউজার নেম যোগ দেয়া যায়?
উত্তর : web ভার্সন থেকে আপনার পেজে যান। About >> Page Info >> Page URL (Edit এ ক্লিক করুন) >> ইনপুট বক্সে ইউজার নেম দিন। এবার সাবমিট করুন।ইউজার নেম অবশ্যই ইউনিক হতে হবে, শুধু A-Z, a-z, dot ব্যাবহার করা যাবে।

(৪) প্রশ্ন : ফেসবুক থেকে দেয়া officeal ইমেইল কি পরিবতর্ন করা যায়?

উত্তর : আপনি মাত্র এক বার পরিবর্তন করতে পরবেন । যদি এখনো পরিবর্তন না করে থাকেন লিঙ্কhttps://facebook.com/username

(৫) প্রশ্ন : ফেসবুক পেজের ইউজার নেম চেন্জ করব কিভাবে?

উত্তর : পিসি বা লেপটপ দিয়ে Edit page এ যান..
তারপর Change করুন।
(৬) প্রশ্ন : ফেসবুক পেজের লিংক কিভাবে চেন্জ করা যায় ?
উত্তর : ডেস্কটপ ভার্সন থেকে http://web.facebook.com/username এখানে যান। ড্রপডাউন মেনু থেকে কাঙ্ক্ষিত পেজ সিলেক্ট করে ইউজার নেম দিন >> পাসওয়ার্ড দিন >> সেভ করুন। শুধু একবারই চেঞ্জ করা যাবে।

(৭) প্রশ্ন : ফেসবুক account কে কি কোনভাবে fan page এ রূপান্তর করা যায় এবং কিভাবে ?
আপনার প্রোফাইল এ  লগিন অবস্থায় নিছের লিঙ্কে যান।
https://www.facebook.com/pages/create.php?migrate
এরপর যে কোন একটা ক্যাটেগরি নির্বাচন করুন।এরপর এখানে একটা ক্যাটেগরি নির্বাচন করে Get Started বাটন এ ক্লিক করুন।
এখন যেসব তথ্য চায় সেসব তথ্য দিন বাস কাজ শেষ।তবে সাবধান, একবার পেজ হিসেবে রুপান্তর হয়ে গেলে আর একাউন্ট হিসেবে ফিরে আসতে পারবেন না । তাই ভেবে চিন্তে সিদ্ধান্ত নিবেন । যেহেতু ছবি এবং বন্ধু ছাড়া কোন ডাটা আর ব্যবহার করতে পারবেন না, তাই সেগুলো ডাউনলোড করে নিতে ভূলবেন না যেন ।

(৮) প্রশ্ন : আমি আমার ফোনকে রেস্টর দিতে চাই। কিন্তু আমার ওপেরা মিনি ও ওপেরা ব্রাউজার এ অনেক সেভ পেজ ও বুকমার্ক আছে? এটা কিভাবে রক্ষা করা যাবে?
উত্তর : সেভ পেজ ও বুকমার্ক ব্যাকআপ করতে হলে আপনার ফোন রুট হতে হবে।রুট ফোনে Xplore বা ES File Explorer দিয়ে Root >> data >> data >>com.opera.browser.android ও  com.opera.mini.android এই ফোল্ডার দুটি মেমরিতে কপি করে নিন।Android >> data >>  com.opera.browser.android ও com.opera.mini.android এ দুটোও কপি করে নিন।এবার রেস্টোর দিন, অপেরা ইন্সটল করুন, ফোল্ডারগুলো সব আগের জায়গায় Overwrite করুন।

(৯) প্রশ্ন : Android মোবাইলে যে সকল Browser এর সাহায্যে পেইজ PDF করা যায়৷ সে সকল Browser এর তালিকা দিন?
উত্তর : Uc browser দিয়ে পেইজকে PDF করা যায়।তবে বাড়তি Add on ইন্সটল করতে হবে।http://apk-dl.com/files/563209ede2e168185487522e এই Add On ইন্সটল করুন। তারপর মেনুতে PDF করার একটা অপশন পাবেন।

(১০) প্রশ্ন : ফেসবুকে বিভিন্ন রকম group এ add দিয়ে দেয়,এখন সেসব group গুলোremove করর কিভাবে?
উত্তর : আপনি যদি সেই গ্রুপ এ না থাকতে চান তাহলে প্রথমে সেই গ্রুপ এ প্রবেশ করুন।এরপর info তে যান এবার নিচে leave group তে ক্লিক করুন এবং নিজেকে leave নিন।

(১১) প্রশ্ন : গণিতের অনেক অনেক শর্টকাট টেকনিক জানতে চাই। কোন ওয়েবসাইট আছে কি যেখান থেকে জানা যাবে? কোন ভাই কি এই ব্যাপারে সহযোগিতা করবেন?
উত্তর : নিচের লিংকে ভিজিট করুন=>http://shorttechnique.blogspot.com/2015/05/blog-post.html

(১২) প্রশ্ন : কোন কোন Website থেকে পড়ালেখা করতে পারবো জানতে চাই?
উত্তর : ওয়েব সাইট সম্পর্কে জানতে www.msstp.com ,www.shikkhok.com , www.bdword.com পাঠ্য পস্তুক সম্পর্কে  জানতে ..................যেহেতু এখন প্রায় সব বিষয় শ্রীজনশীল তাই এ সম্পর্কে ভালভাবে জানতে এবং পডাশোনা করতে www.srijonshil.com এ প্রবেশ করুন। অনেক কিছু শিখতে পারবেন।

Share this article :

+ comments + 3 comments

৪ জুলাই, ২০১৯ এ ৯:৫৮ AM

কি ভাবে oev side খোলা যাই?

১ ডিসেম্বর, ২০১৯ এ ১২:৪৮ PM

Your article is incredibly useful.Everyday your diary inspire Pine Tree State heaps deal and helped to develop one thing new like I actually have developed a brand new app gangstar vegas latest version apk this is often great and pleasant.Thanks for the awe-inspiring posts , please keep updated frequently.

৩ নভেম্বর, ২০২০ এ ৬:২১ PM

I love your article. you can visit my website FaceApp Pro Mod Apk

একটি মন্তব্য পোস্ট করুন

:-?

আপনার একটি মতামত বা মন্তব্য আমাদের মত লেখকদেরকে ভালো কিছু লিখার অনুপ্রেরোনা যোগাই।তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত বা মন্তব্য জানাতে ভুলবেন না।তবে এমন কোন মতামত বা মন্তব্য করবেন না যাতে আমাদের মত লেখকদের মনে আঘাত করে !!

 
Helped By : WWW.KASPERWINDOW.TK | KasperWindowTemplate | Download This Template
Copyright © 2011. আমার কথা ঘর - All Rights Reserved
Template Created by Aehtasham Aumee Published by KasperWindow
Proudly powered by Blogger