মাত্র এক ক্লিকেই ফেসবুকে সবাইকে আপনার পেজে Invite করুন।

আপনি ফেসবুকে এক ক্লিকেই সবাইকে আপনার পেজে Invite করতে পারবেন। এটি Google Chorme ও Mozilla Firebox দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে চলুন দেখে নিই কিভাবে এটা করতে হয়।


  • Google Chrome এর জন্যঃ

  • প্রথমে Google Chrome থেকে এই Extensionটি Add করে নিন।


  • Mozilla Firebox এর জন্যঃ

  • প্রথমে Mozilla Firebox থেকে এই Add-onsটি Add করে নিন।
    Mozilla Firebox হোক আর Google Chrome হোক দুইটার সিস্টেম একই। আমি Mozilla Firebox এ করে দেখালামঃ

  • প্রথমে ফেসবুকে Login করে আপনার কাঙ্ক্ষিত পেজে যান।
  • সবাইকে একসাথে Invite করার জন্য See All এ ক্লিক করুন।
  • কাজ তো শেষ প্রায়। এইবার যে বক্সটি Open হবে সেখানে দেখবেন নতুন করে 'Select All' Option এসেছে। Select Allএ ক্লিক করুন।
  • বাহ! কি চমৎকার, দেখলেন তো সবাইকেই আপনি একসাথে Select করে ফেলেছেন।
  • এইবার শুধু Submit এ ক্লিক করে দিয়ে এক ক্লিকে সবাইকে আপনার পেজে Invite করে দিন।
  • এছাড়া আরও একটি Google Chorme এর আরেকটি Extesion আছে যার মাধ্যমে আপনি একই কাজ করতে পারবেন, কিন্তু এটাই সহজ। তাই আর অন্য কিছুর দরকার নেই। কারো ইচ্ছা হলে এই Extension টা দিয়েও একসাথে পেজে সবাইকে Invite করতে পারবেন। Extension টা নিয়ে নিন এখান থেকে।


    Share this article :

    একটি মন্তব্য পোস্ট করুন

    :-?

    আপনার একটি মতামত বা মন্তব্য আমাদের মত লেখকদেরকে ভালো কিছু লিখার অনুপ্রেরোনা যোগাই।তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত বা মন্তব্য জানাতে ভুলবেন না।তবে এমন কোন মতামত বা মন্তব্য করবেন না যাতে আমাদের মত লেখকদের মনে আঘাত করে !!

     
    Helped By : WWW.KASPERWINDOW.TK | KasperWindowTemplate | Download This Template
    Copyright © 2011. আমার কথা ঘর - All Rights Reserved
    Template Created by Aehtasham Aumee Published by KasperWindow
    Proudly powered by Blogger