আপনার ফেসবুকের সব গ্রুপ ও পেজে এক ক্লিকে Post করুন।

আসসালামু আলাইকুম।আপনারা সবাই কেমন আছে।আশা করি আল্লাহর রহমতে ভালই আছে।আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।
আজ আমি দেখাব কিভাবে আপনি আপনার লেখা এক ক্লিকে আপনার ফেসবুক গ্রুপ বা পেইজে post করবেন। 
প্রথমে আপনি আপনার ফেসবুকে লগইন করুন। তারপর এই লিঙ্কে ক্লিক করুন।
এখন ইউজার নাম, ইমেল ও পাসওয়ার্ড দিন তারপর "Facebook User ID" ক্লিক করুন। 
এখন আপনি আপনার ফেসবুক নামের ওপর ক্লিক করুন, আর ইউজার নামসহ পুরো লিঙ্ক কপি করুন। 
পেস্ট করুন আগের লিঙ্কে এবং ক্লিক করুন "Find numeric ID"
আপনার Numeric ID পেস্ট করুন রেজিস্টার পেজে এবং রেজিস্টারে ক্লিক করুন।
পরের পেজে " Authorize " এ কিল্ক করুন।
এখন ফেসবুক আপনার পারমিশন চাইবে, আপনি "Okay" বাটনে ক্লিক করুন।

#এখন আপনি আপনার ফেসবুকে যান নোটিফিকেশনে ক্লিক করুন নিচের মতো।
# এখন আপনি রিডাইরেক্ট হয়ে ফেসবুকের developer পেজে চলে যাবেন। তারপর "Confirm" এ ক্লিক করুন।
#এখানে একটা কথা বলে রাখা ভালো আপনি যদি আপনার আইডিতে মোবাইল নম্বর না দিয়ে থাকেন তাহলে আপনার মোবাইল চাইবে
#এখন ফিরে যান ব্লগারব্লগ ফেসবুক টুল পেজে  আর রিলোড দিন পেজ এবং আর একবার পারমিশন দিন। দেখবেন আপনার ফেসবুকের সব গ্রুপ এবং পেজ আপনাকে দেখাবে।
#এখন মেসেজ বক্সে আপনার মেসেজ লিখুন আর post করুন।
Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

:-?

আপনার একটি মতামত বা মন্তব্য আমাদের মত লেখকদেরকে ভালো কিছু লিখার অনুপ্রেরোনা যোগাই।তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত বা মন্তব্য জানাতে ভুলবেন না।তবে এমন কোন মতামত বা মন্তব্য করবেন না যাতে আমাদের মত লেখকদের মনে আঘাত করে !!

 
Helped By : WWW.KASPERWINDOW.TK | KasperWindowTemplate | Download This Template
Copyright © 2011. আমার কথা ঘর - All Rights Reserved
Template Created by Aehtasham Aumee Published by KasperWindow
Proudly powered by Blogger