নাওয়াইতুল গুসলা লিরাফয়ি’ল্ জানাবাতি। অর্থাৎ ''আমি নাপাকি দূর করিবার জন্য গোসল করিতেছি।''
গোসলের ফরজসমূহ :
গোসলের মধ্যে তিনটি ফরজ যথা : (১) গড়গড়ার সহিত কুলি করা কিন্তু রোজা রাখাবস্থায় গড়গড়া করা নিষেধ। (২) নাকের ভিতরের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছাইয়া উত্তমরূপে নাক পরিষ্কার করা। (৩) মাথা হইতে পা পর্যন্ত সমস্ত শরীরে পানি পৌঁছাইয়া ধৌত করা। উপরোক্ত তিনটি ফরজ কাজের মধ্যে একটিও ছুটিয়া গেলে কিংবা শরীরের একটি পশমের গোসালী শুকনা থাকিলে গোসল শুদ্ধ হইবে না।
গোসলের সুন্নতসমূহ :
গোসলের মধ্যে সুন্নত ছয়টি যথা : (১) উভয় হাত কব্জি পর্যন্ত ধৌত করা। (২) শরীরের কোথায়ও নাপাকি থাকিলে উহা ধৌত করা। (৩) লজ্জাস্থান ভাল করিয়া ধৌত করা। (৪) অজু করা। (৫) প্রত্যেক অঙ্গ তিনবার করিয়া ধৌত করা এবং (৬) গোসলের পরে গোসলের স্থান হইতে একটু সরিয়া যাইয়া দুই পা ধৌত করা।