পৃথিবীর সব চেয়ে সহজ উপায়ে রুট (ROOT) করুন সকল এন্ড্রয়েড ফোন এবং Rooted Clear হোন Root Cheker এ্যাপ দিয়ে


প্রথমেই বলে নিই..........রুট কিন্তু আপনার নিজ দায়িত্বে করতে হবে।মোবাইলের কোন ক্ষতি হলে আমি দায়ি নয়।

এক ক্লিকেই রুট করুন আপনার এন্ড্রয়েড ফোন।
প্রথমে লিঙ্ক হতে এ্যাপটি ডাউনলোড করুন।
মনেকরুন, ডাউনলোড করা শেষ এবার ইনস্টল করার পালা। ইনস্টল করার জন্যে এ্যাপ্সটা সিলেক্ট করুন এবং ইনস্টল করুন। ইনস্টল করার সময় কোন সিকিউরিটি চেক আশে তাহলে নিচের
ছবিটির দিকে লক্ষ করুন।

 উপরে দেওয়া প্রসেস সম্পূর্ন করলে এ্যাপ্সটা ইনস্টল হবে। মনে করুন এ্যাপ্সটা ইনস্টল করা শেষ। এখন এ্যাপ্সটা ওপেন করি। এ্যাপ্সটা ওপেন করলে নিচে দেওয়া ছবির মত আসবে।

উপরে সবুজ বৃত্তের ন্যায় স্থানে ক্লিক বা টাচ্ করুন। এখন কিছুক্ষণ অপেক্ষা করুন আর দেখুন নিচের মত ছবি আসছে।
উপরের ছবিতে দেখতে পাচ্ছেন টিক সম্বলিত Successfull নোটিফিকেশন।
এবার দেখুন অাপনার মোবাইলে KINGUSER নামে একটি সফ্টওয়ার তৈরি হয়েছে।ওটা ওপেন করে KING ROOT সহ ওখানের সব কয়টা অপসন Allowes করে দিন।
ঠিক নিছের মত।

এর মানে আপনার স্বাদের এ্যান্ড্রয়েড ফোন এখন রুট হয়ে গেছে।
এবার আসুন Root হয়েছে কিনা Check করে নেই...
প্রথমে নিচ থেকে Root Checker এ্যাপ্সটি ডাউনলোড করুন..
ডাউনলোড হলে ওপেন করে Verily Root Access এ ক্লিক করুন।
এবার নিচের ছবির মত Congregation

আসলে বুঝবেন আপনার মোবাইল রুটেড।।
Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

:-?

আপনার একটি মতামত বা মন্তব্য আমাদের মত লেখকদেরকে ভালো কিছু লিখার অনুপ্রেরোনা যোগাই।তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত বা মন্তব্য জানাতে ভুলবেন না।তবে এমন কোন মতামত বা মন্তব্য করবেন না যাতে আমাদের মত লেখকদের মনে আঘাত করে !!

 
Helped By : WWW.KASPERWINDOW.TK | KasperWindowTemplate | Download This Template
Copyright © 2011. আমার কথা ঘর - All Rights Reserved
Template Created by Aehtasham Aumee Published by KasperWindow
Proudly powered by Blogger