দেখতে দেখতে এসেই গেল বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসা প্রকাশের জন্য সবচাইতে উপযোগী এই দিনটি সকলেই বেশ আনন্দের সাথে পালন করে থাকেন। কিন্তু এই ভালোবাসা দিবসের সম্পর্কে কতখানি জানেন আপনি? আপনি কি জানেন আগেকার যুগে এই দিবসে মেয়েরা স্বপ্নে ভবিষ্যৎ স্বামীর দেখা পাওয়া জন্য বিদঘুটে সব খাবার খেয়ে থাকতো? এরকমই ভ্যালেন্টাইন’স ডে সম্পর্কে আরও অনেক তথ্য আপনার কাছে একেবারেই অজানা। চলুন তবে জেনে নেয়া যাক কিছু অজানা তথ্য।
১) প্রতিবছর পুরোবিশ্বে যতো দিবস পালন করা হয় তার মধ্যে সব চাইতে বেশি সংখ্যক মানুষ পালন করে এই ভ্যালেন্টাইন’স ডে অর্থাৎ বিশ্ব ভালোবাসা দিবস। অন্যান্য কোন দিবসই এতোটা জনপ্রিয়তা পায় নি।
২) মানুষের ধারণা ছিল যদি কোনো নারী ভালোবাসা দিবসে উড়ন্ত রবিন পাখি দেখেন তাহলে তার বিয়ে হবে একজন নাবিকের সাথে। যদি চড়ুই পাখি দেখেন তাহলে একজন গরীব ব্যক্তির সাথে বিয়ে হবে কিন্তু তিনি সুখী হবেন।
৩) ষোলশ শতাব্দীতে সর্বপ্রথম ভ্যালেন্টাইন’স ডে এর জন্য হাতে বানানো কার্ড তৈরি হয়। এরপর ১৮০০ সালে ফ্যাক্টরিতে কার্ড বানানো চালু হয় যদিও কার্ডে রঙ করানো হতো ফ্যাক্টরি শ্রমিকদের দিয়ে।
৪) ইউনাইটেড স্টেটসের প্রায় ১৫% মহিলা যে চকলেট এবং ফুল উপহার পান ভ্যালেন্টাইন’স ডে তে, তারা নিজেদেরকেই নিজেরা এই উপহার পাঠিয়ে থাকেন। কিন্তু তারা আসলে কি সম্পর্কে রয়েছেন, নাকি সম্পর্কে নেই কিংবা বিবাহিতা কিনা তা কেউ জানেন না।
৫) ভিক্টোরিয়ান সময়ে ভ্যালেন্টাইন’সের লাভ সাইনকে অশুভ এবং খারাপ ভাগ্যের প্রতীক ধরা হতো।
৬) ভালোবাসা দিবসে প্রায় ১ বিলিয়ন কার্ডের আদান-প্রদান হয়, যাকে দ্বিতীয় বৃহত্তম কার্ড সেন্ডিং সিজন ধরা হয়।
৭) ফিনল্যান্ডে ভ্যালেন্টাইন’স ডে পালিত হয় না। সেখানে পালিত হয় ফ্রেন্ড’স ডে। বন্ধুবান্ধবের জন্য ভালোবাসা।
৮) মেডাইভাল যুগে মেয়েরা বিদঘুটে ধরণের অনেক খাবার খেতো ভ্যালেন্টাইন’স ডে তে নিজের ভবিষ্যৎ স্বামীকে স্বপ্নে দেখার আশায়।
৯) রিচার্ড ক্যাডবেরি ১৮০০ সালে সর্বপ্রথম ভ্যালেন্টাইন’স ডে’র জন্য চকলেট বক্স তৈরি করেন।
১০) প্রায় ৩০ মিলিয়ন হার্ট আকৃতির চকলেট বিক্রি হয় প্রতিবছর ভ্যালেন্টাইন’স ডেতে।
১১) ভ্যালেন্টাইন’স ডে তে যতো ফুল কেনা হয় তার মধ্যে ৭৩% কেনেন পুরুষেরা এবং মাত্র ২৭% নারীরা।
১২) অপরদিকে গিফট কেনার ক্ষেত্রে এগিয়ে আছেন মহিলাগণ। প্রায় ৮৫% গিফট কেনেন মহিলারা এবং মাত্র ১৫% পুরুষেরা।
১৩) প্রতিবছর ভ্যালেন্টাইন’স ডে তে শুধুমাত্র ইউনাইটেড স্টেটসেই ১ বিলিয়ন মূল্যের চকলেট বিক্রয় হয়ে থাকে।
১৪) প্রতিবছর ভালোবাসা দিবসে গড়ে প্রায় ২,২০,০০০ টি বিয়ের প্রপোজাল দিয়ে থাকেন নারীপুরুষেরা।
একটি মন্তব্য পোস্ট করুন
:-?
আপনার একটি মতামত বা মন্তব্য আমাদের মত লেখকদেরকে ভালো কিছু লিখার অনুপ্রেরোনা যোগাই।তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত বা মন্তব্য জানাতে ভুলবেন না।তবে এমন কোন মতামত বা মন্তব্য করবেন না যাতে আমাদের মত লেখকদের মনে আঘাত করে !!