Brick/ Dead ফোন ঠিক করুন সবচেয়ে সহজ পদ্ধতিতে (১OOO% True)



আসসালামু আলাইকুম……..
কেমন আছেন সবাই ?

Stock Rom কি এবং কেন??

Stock Rom হচ্ছে মোবাইল ফোন কোম্পানি কর্তৃক প্রদত্ত রম, যা অনেকটা STABLE। এই রম সম্পূর্ণ বাগমুক্ত এবং এতে আপনার মোবাইল ফোন ব্যাবহারের পূর্ণ স্বাধীনতা দেয়া হয় না, যার ফলে আমাদেরকে রুট করতে হয়।

আপনি যদি আপনার ফোনটি রুট করে থাকেন, তবে স্বভাবতই আপনি আপনার ফোন কোম্পানি কর্তৃক প্রদত্ত ওয়ারেন্টি সার্ভিসটি আর পাবেন নাহ।

সেক্ষেত্রে আপনি হয় স্টক রম-এ ফিরে যাবেন, নাহলে ফ্ল্যাশ করে মোবাইল ঠিক করতে হবে।।

তাই আজ আমি আপনাদের শিখাব কিভাবে আপনার ব্রিক হয়ে যাওয়া ফোনটি ঠিক করবেন।।

যা যা লাগবে:
১। Pc/ Laptop.
২। Brick Phone.
৩। Softwares.

কার্যপদ্ধতি:

১। প্রথমে নিচের টুল
গুলি ডাউনলোড করে নিন।।
i) http://www.mediafire.com/download/
ygwak6955o3w4dx/
MT6572_USB_VCOM_drivers_BY_chowdhury_
somrat.rar

ii) http://www.mediafire.com/download/
eyex9rbwvxba9qw/
SP_Flash_Tool_v3.1332.0.187.rar

iii) http://www.mediafire.com/download/
xlhisurkmu7lb7c/Symphony-
W68_0_XXX_V01.0_1_04+by+helpful-
man.rar

২। এবার ইউ.এস.বি VCOM DRIVER ইন্সটল দিন।

৩। স্টক রমটি UNZIP/UNRAR/EXTRACT করুন।

৪। SP Flash Tool ওপেন করুন, SCATTER- Loading এ ক্লিক করে স্টক রম এর ভিতরে MT6572_Android_Scatter ফোল্ডারটি সিলেক্ট করে দিন।

৫। ডাউনলোড বাটন এ ক্লিক করে আপনার ফোনটি বন্ধ রাখা অবস্থায় ডাটা কেবল দিয়ে কম্পিউটার এ সংযুক্ত করুন।।
ফ্ল্যাশ শুরু হয়ে যাবে।।

ফার্মওয়্যার আপডেট লেখা উঠলে বুঝবেন ফ্ল্যাশ হয়ে গেছে।।



(সংগ্রহীত)
Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

:-?

আপনার একটি মতামত বা মন্তব্য আমাদের মত লেখকদেরকে ভালো কিছু লিখার অনুপ্রেরোনা যোগাই।তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত বা মন্তব্য জানাতে ভুলবেন না।তবে এমন কোন মতামত বা মন্তব্য করবেন না যাতে আমাদের মত লেখকদের মনে আঘাত করে !!

 
Helped By : WWW.KASPERWINDOW.TK | KasperWindowTemplate | Download This Template
Copyright © 2011. আমার কথা ঘর - All Rights Reserved
Template Created by Aehtasham Aumee Published by KasperWindow
Proudly powered by Blogger