SSC Result 2015 দেখুন বিস্তারিত ভাবে.......................আপডেটেড.............

আজ এস.এস.সি (SSC) পরীক্ষার রেজাল্ট দেয়া হবে।কিন্তু বাংলাদেশ সরকারের ওয়েবসাইট গুলো নিম্নমানের হওয়াতে অল্প চাপেই সার্ভার ডাঊণ হয়ে যায়।তাই এস.এস.সি পরীক্ষার রেজাল্ট এই পোস্ট থেকেই আরামসে পেতে এই লিঙ্কে ক্লিক করুন।

ই-মেইলের মাধ্যমে :

আবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ই-মেইল এর মাধ্যমে ফলাফল পাঠানো হবে। শিক্ষাবোর্ড সমূহের প্রতিটি প্রতিষ্ঠানের জন্য ভিন্ন ভিন্ন ই-মেইল আইডি তৈরী করা হয়েছে।ই-মেইলটি এরকম হবে.....
আপনার বোর্ডের প্রথম তিনটি অক্ষর,আপনার স্কুলের EIIN NUMBER@educationboard.gov.bd
যেমন :-
কুমিল্লা বোর্ডের ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের রেজাল্ট জানতে হবে নিম্নোক্ত ভাবে
com103211@educationboard.gov.bd
এই উপায়ে সবচেয়ে তাড়াতাড়ি ফলাফল পাবার আশা করতে পারেন।
এই জন্য, আপনি নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে...
  • 1. প্রথমে এখানে ক্লিক করুন
  • 2. তারপর আপনার জেলার উপর ক্লিক করে ডাউনলোড করুন EIIN নাম্বার।
  • 3. ডাউনলোড করে ফাইলটি খুলে দেখে নিন আপনার শিক্ষা প্রতিষ্ঠান এর EIIN NUMBER টি .
  • 4. এবার এখানে ক্লিক করুন। ইমেল ঠিকানা ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
[ইমেল ঠিকানা ও পাসওয়ার্ড এরকম হবেঃ
com103211@educationboard.gov.bd


এখানে, COM = আপনার বোর্ড প্রথম তিনটি অক্ষর লিখুন।
103211 = আপনার স্কুলের EIIN NUMBER টি লিখুন।
PASSWORD = আপনার কলেজের EIIN NUMBER টিই হবে পাসওয়ার্ড, উপরোক্ত ক্ষেত্রে, 103211

  • 5. লগ ইন করার পর ইনবক্স দেখুন। নতুন মেইল থাকবে attachment (PDF) সহকারে।
  • 6. ATTACHMENT এর উপর ক্লিক করে পিডিএফ ডাউনলোড করুন।

অথবা এভাবে করুন :

১). প্রথমে এখানে ক্লিক করুন
২). Board  এর ঘরে আপনার বোর্ড সিলেক্ট করুন।
৩). EIIN ঘরে আপনার স্কুলের EIIN NUMBER দিন।
৪). Type of result এর ঘরে ‍SSC সিলেক্ট করে দিন।
৫). Get Institution Result এ ক্লিক করুন।


এসএমএস এর মাধ্যমে আপনার এইসএসসি ২০১৪ এর ফলাফল টি পেতে পারেন :

  • প্রথমে আপনার ফোন এর মেসেজ অপশন এ যান ।
  • নতুন মেসেজ তৈরি করার অপশন এ যান ।
  • প্রথমে HSC লিখুন এবং একটি স্পেস দিন ।
  • তারপরে, আপনার বোর্ড এর প্রথম তিন টি অক্ষর লিখুন। যেমন-
  • Dhaka: DHA 
  • Madrasah: MAD বা ALIM
  • Comilla: COM
  • Chittagong: CHI
  • Jessore: JES
  • Rajshahi: RAJ
  • Dinajpur: DIN
  • Barisal: BAR 
  • and Sylhet: SYL
  • এরপরে,  একটি স্পেস দিন এবং আপনার রোল নাম্বার টি লিখুন ।
  • এবার একটি স্পেস দিন এবং 2015 লিখুন ।
  • এবার মেসেজ টি সেন্ড করুন 16222 নাম্বার এ ।
  • উদাহরণ...
SSC DHA 123456 2015
SSC COM 123456 2015
SSC RAJ 123456 2015
SSC CHI 123456 2015
SSC JES 123456 2015
SSC SYL 123456 2015
SSC BAR 123456 2015
SSC DIN 123456 2015
SSC TECH 123456 2015
DAKHIL MAD 123456 2015

মোবাইল রেজিস্ট্রেশন করতেঃ
Reg (স্পেস) SSC (স্পেস) first 3 latter of your Board Name (স্পেস)your Roll Number 2012
পাঠিয়ে দিন 16222 নাম্বারে।

Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

:-?

আপনার একটি মতামত বা মন্তব্য আমাদের মত লেখকদেরকে ভালো কিছু লিখার অনুপ্রেরোনা যোগাই।তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত বা মন্তব্য জানাতে ভুলবেন না।তবে এমন কোন মতামত বা মন্তব্য করবেন না যাতে আমাদের মত লেখকদের মনে আঘাত করে !!

 
Helped By : WWW.KASPERWINDOW.TK | KasperWindowTemplate | Download This Template
Copyright © 2011. আমার কথা ঘর - All Rights Reserved
Template Created by Aehtasham Aumee Published by KasperWindow
Proudly powered by Blogger