কন্টাক্ট জমা রাখার সুবিধা নিয়ে এল গ্রামীণফোন........মাই কন্টাক্টস (My Contacts)।

 বাংলাদেশের অপারেটররা কে কার থেকে বেশি সুবিধা দিতে পারবে তা নিয়ে তাদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা চলছে। আর সেই চিন্তা থেকেেই গ্রামীনফোন তার গ্রাহকদের জন্য নিয়ে এল এক নতুন সুবিধা।এই সুবিধাটি হল মাই কন্টাক্টস (My Contacts)। মাই কন্টাক্ট হল এমন একটি ব্যবস্থা যা ‍দিয়ে আপনি আপনার সিমের নম্বর গুলো এখানে জমা রাখতে পারবেন।

কন্টাক্ট নাম্বার জমা রাখতে ক্লাউড স্টোরেজ সুবিধা দিচ্ছে গ্রামীণফোন। মাই কন্টাক্টস নামে এই সেবায় গ্রাহকরা তাদের যোগাযোগের সকল ফোন নাম্বারের ব্যাকআপ পাবেন।যে কোন মুহুর্তে খুজে বের করতে পারবেন আপনার কন্টাক্ট!
হ্যান্ডসেট হারানো, চুরি বা নষ্ট হওয়ার কারনে কন্টাক্ট হারিয়ে গেলে গ্রাহক তার নতুন ফোনে মাই কন্টাক্টসের ব্যাকআপ থেকে সব নাম্বার ফিরে পাবেন। আর এই সেবাটি বিনামূল্যে দিচ্ছে গ্রামীণফোন।
মাই কন্টাক্টস অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল স্টোর থেকে ফ্রি ডাউনলোড করা যাবে। অ্যাপটির ওয়েব ইন্টারফেস থাকার কারনে গ্রাহকরা কম্পিউটারের মাধ্যমেও এটি ব্যবহার করতে পারবেন।
প্লে স্টোর থেকে ডাওউনলোড করতে  এখানে ক্লিক করুন

Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

:-?

আপনার একটি মতামত বা মন্তব্য আমাদের মত লেখকদেরকে ভালো কিছু লিখার অনুপ্রেরোনা যোগাই।তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত বা মন্তব্য জানাতে ভুলবেন না।তবে এমন কোন মতামত বা মন্তব্য করবেন না যাতে আমাদের মত লেখকদের মনে আঘাত করে !!

 
Helped By : WWW.KASPERWINDOW.TK | KasperWindowTemplate | Download This Template
Copyright © 2011. আমার কথা ঘর - All Rights Reserved
Template Created by Aehtasham Aumee Published by KasperWindow
Proudly powered by Blogger