হয়ত তোমার পাব দেখা,
যেখানে ঐ নত আকাশ চুমছে বনের সবুজ রেখা
ঐ সুদুরে গাঁয়ের মাঠে ,
আলের পথে, বিজন ঘাটে,
হয়ত এসে মুচকি হেসে
ধরবে আমার হাতটী একা ।
ঐ নীলের ঐ গহন পারে ঘোমটা হারা তোমার চাওয়া ,
আনলে খবর গপন-দূতী দিক পারের ঐ দক্ষিন হাওয়া ।
বনের ফাঁকে দুষ্টূ তুমি
আস্তে যাবে নয়ন চুমি,
সেই সে কথা লিখছে হোথা
দিগ্বলয়ের অরুন লেখা।।
( কাজী নজ্রুলের ছায়ানটের কবিতা সমগ্র থেকে সংগৃহিত )
একটি মন্তব্য পোস্ট করুন
:-?
আপনার একটি মতামত বা মন্তব্য আমাদের মত লেখকদেরকে ভালো কিছু লিখার অনুপ্রেরোনা যোগাই।তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত বা মন্তব্য জানাতে ভুলবেন না।তবে এমন কোন মতামত বা মন্তব্য করবেন না যাতে আমাদের মত লেখকদের মনে আঘাত করে !!