কেন সবকিছু অসহনী মনে হয়?
কুয়াশায় বিচ্ছিন্ন মনে হয়,
সবকিছুর আড়ালে যেন
কিছু একটা ধাক্কা দিয়ে চলে
বুঝতে পারিনা...............
শিরা উপশিরায় প্রবাহিত হয়
ঘৃণা,কোধ,একটা ভীষণ দমন নীতি।
ইচ্ছে হয়
চলে যায়.....................
ভেসে যায়................
হারিয়ে যায়..............
কোথাও অন্য কোথাও।
সবুজ আর নীলের ছড়া-ছড়িতে।
কুয়াশায় বিচ্ছিন্ন মনে হয়,
সবকিছুর আড়ালে যেন
কিছু একটা ধাক্কা দিয়ে চলে
বুঝতে পারিনা...............
শিরা উপশিরায় প্রবাহিত হয়
ঘৃণা,কোধ,একটা ভীষণ দমন নীতি।
ইচ্ছে হয়
চলে যায়.....................
ভেসে যায়................
হারিয়ে যায়..............
কোথাও অন্য কোথাও।
সবুজ আর নীলের ছড়া-ছড়িতে।
একটি মন্তব্য পোস্ট করুন
:-?
আপনার একটি মতামত বা মন্তব্য আমাদের মত লেখকদেরকে ভালো কিছু লিখার অনুপ্রেরোনা যোগাই।তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত বা মন্তব্য জানাতে ভুলবেন না।তবে এমন কোন মতামত বা মন্তব্য করবেন না যাতে আমাদের মত লেখকদের মনে আঘাত করে !!