_______ভালোবাসার মানুষ সম্পর্ক ভাঙার আগে যা করে________



যে মানুষকে স্বল্প কিংবা দীর্ঘদিন ধরে ভালোবেসে আসছেন তিনি কী এখন আপনাকে ছেড়ে চলে যেতে বা সম্পর্ক ভাঙতে চাচ্ছে? যদি করে থাকে তাহলে নিচের লক্ষণগুলো দেখা দিতে পারে।

ঝগড়া আর কাটাকাটি: যেকোনো ব্যাপারে দুজনের মধ্যে শুধু বাক-বিতণ্ডা হয়। শেষ কবে যে আপনারা ভাল সময় কাটিয়েছিলেন তা মনেই করতে পারেন না। এর অর্থ দুজনের প্রতি দুজনের মন বিতৃষ্ণায় ছেয়ে গেছে। এখানে সুখের আশা বাতুলতা মাত্র।

ভবিষ্যত অন্ধকার: যে মানুষটিকে নিয়ে জীবন কাটাবেন বলে ভাবছেন, তাকে নিয়ে ভবিষ্যতের ছবিতে শুধু অন্ধকার দেখছেন। এর মানে তাকে নিয়ে আপনার কোনো আশা-ভরসা নেই। আর যাকে নিয়ে আপনি ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারছেন না, তার সাথে সম্পর্কের রশি কতদিন টানবেন? এ রশি এখন ছিঁড়ে ফেলার সময় হয়েছে।

অস্তিত্বহীন সঙ্গী: ফুরফুরে মন নিয়ে বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছেন। হঠাৎ একজন আপনাকে জিজ্ঞাসা করলেন, 'তোমার বয়ফ্রেন্ডের সাথে আমাদের পরিচয় করিয়ে দেবে না?' প্রেমিকের কথা মনে হতেই মনটা খারাপ হয়ে গেলো আপনার। উদাসী ভাব নিয়ে জবাবে বললেন, 'হবে কোনো একদিন'। বন্ধুদের সামনে আপনার বিশেষ সঙ্গীটিকে নিয়ে আসতে আপনার একদম ইচ্ছে করে না। অর্থাৎ তার সঙ্গ আপনার জন্য বিব্রতকর বা অস্বস্তিকর। কাজেই পার্টনার হিসেবে সে আপনার কাছে গ্রহণযোগ্য নয়।

ভালবাসা নেই বিন্দুমাত্র: ভেবে দেখুন, আপনি কি কখনো পার্টনারের অজান্তে তার সাথে প্রতারণা করেছেন? যদি করে থাকেন এবং এজন্য আপনার মধ্যে যদি কোনো অপরাধবোধ কাজ না করে তবে বুঝে নিন আপনার মনের ভালবাসা উবে গেছে। একে আর ধরে রাখার মানে নেই।

বিশ্বাসের অভাব: বিশ্বাসের ওপর সম্পর্ক টিকে থাকে। এখানে ফাটল দেখা দিলে তার ধস নিশ্চিত। সে কিছু টাকা ধার চাইতে পারে। আপনি ফেরত দেয়ার শর্তে দিতেও চাচ্ছেন। কিন্তু মনে বারবার সন্দেহ দোলা দিচ্ছে, টাকাটা মনে হয় ফেরত পাব না। এ ধরনের যেকোনো লেনদেনে একে অপরের ওপর নিরেট বিশ্বাস স্থাপন না করতে পারলে বুঝতে হবে আপনাদের সম্পর্ক ভাঙনের মুখে রয়েছে।
Share this article :
 
Helped By : WWW.KASPERWINDOW.TK | KasperWindowTemplate | Download This Template
Copyright © 2011. আমার কথা ঘর - All Rights Reserved
Template Created by Aehtasham Aumee Published by KasperWindow
Proudly powered by Blogger