মোবাইল,চুরি,হারিয়ে অথবা নষ্ট হয়ে যাওয়ায় যেন বিচ্ছিন্ন না থাকে আপনার যোগাযোগ,তাই বাংলালিংক নিয়ে এলো ব্যাক-আপ সার্ভিস।
কেন প্রয়োজন ব্যাক-আপ সিম :
যে কোন বাংলালিংক নাম্বার থেকে *177# (ফ্রি) ডায়াল করে মোবাইল নাম্বার ,পেইন (PIN) নাম্বার এবং সবশেষে ব্যাক-আপ সিমের গায়ে লেখা সিম সিরিয়াল নাম্বারের শেষ তিনটি ডিজিট টাইপ করে চালূ করুন সিম কার্ডটি।
বিঃদ্রঃ- ব্যাক-আপ সিম চালূ হওয়ার পর স্বঃয়ংক্রিয়ভাবে পুরানো সিমটি বন্ধ হয়ে যাবে।
গ্রাহক তার ব্যাক-আপ সিম শুধু ইস্যুকৃত নাম্বারের বিপরীতে চালু করা যাবে।
ব্যাক-আপ সিম নিতে ফি প্রযোজ্য হবে।
কোথায় পাবেন :বাংলালিংক কাস্টমার কেয়ার,বাংলালিংক পয়েন্ট এবং বাংলালিংক সার্ভিস পয়েন্ট থেকে তাদের বর্তমান মোবাইল নাম্বারের বিপরীতে ব্যাক-আপ রিপ্লেসমেন্ট সিম তুলতে পারবেন।
কেন প্রয়োজন ব্যাক-আপ সিম :
- ভ্রমণে গেলে অথবা দূরে কোথায়ও বেড়াতে গেলে হঠাৎ যদি আপনার সিম নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায় তবে সাথে সাথে আপনার সিম ফিরে না পেলে অনেক সমস্যায় পড়তে হয়।
- তারই সমাধান দিতে বাংলালিংক নিয়ে এল এই অফার। আপনার বর্তমান চালু সিমটির সাথে এই এক্সট্রা সিম আপনার কাছে রাখতে পারবেন।
- যখনি আপনার বর্তমান সিমটি নষ্ট হয়ে যাবে বা হারিয়ে যাবে, তখন আপনার কাছে থাকা এক্সট্রা সিমটি আপনি নিজেই অ্যাক্টিভেট করে নিতে পারবেন। এতে আপনার ভোগান্তি অনেক কমবে।
যে কোন বাংলালিংক নাম্বার থেকে *177# (ফ্রি) ডায়াল করে মোবাইল নাম্বার ,পেইন (PIN) নাম্বার এবং সবশেষে ব্যাক-আপ সিমের গায়ে লেখা সিম সিরিয়াল নাম্বারের শেষ তিনটি ডিজিট টাইপ করে চালূ করুন সিম কার্ডটি।
বিঃদ্রঃ- ব্যাক-আপ সিম চালূ হওয়ার পর স্বঃয়ংক্রিয়ভাবে পুরানো সিমটি বন্ধ হয়ে যাবে।
গ্রাহক তার ব্যাক-আপ সিম শুধু ইস্যুকৃত নাম্বারের বিপরীতে চালু করা যাবে।
ব্যাক-আপ সিম নিতে ফি প্রযোজ্য হবে।
কোথায় পাবেন :বাংলালিংক কাস্টমার কেয়ার,বাংলালিংক পয়েন্ট এবং বাংলালিংক সার্ভিস পয়েন্ট থেকে তাদের বর্তমান মোবাইল নাম্বারের বিপরীতে ব্যাক-আপ রিপ্লেসমেন্ট সিম তুলতে পারবেন।
