- ভ্রমণে গেলে অথবা দূরে কোথায়ও বেড়াতে গেলে হঠাৎ যদি আপনার সিম নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায় তবে সাথে সাথে আপনার সিম ফিরে না পেলে অনেক সমস্যায় পড়তে হয়।
- তারই সমাধান দিতে গ্রামীণফোন নিয়ে এল এই অফার। আপনার বর্তমান চালু সিমটির সাথে এই এক্সট্রা সিম আপনার কাছে রাখতে পারবেন।
- যখনি আপনার বর্তমান সিমটি নষ্ট হয়ে যাবে বা হারিয়ে যাবে, তখন আপনার কাছে থাকা এক্সট্রা সিমটি আপনি নিজেই অ্যাক্টিভেট করে নিতে পারবেন। এতে আপনার ভোগান্তি অনেক কমবে।
অ্যাক্টিভেট করতে আপনার যেকোনো GP নাম্বার থেকে AB <space> আপনার মোবাইল নাম্বার <space> PIN নাম্বার লিখে পাঠিয়ে দিন 4949 নম্বরে। (ফ্রি-শুধুমাত্র স্টার গ্রাহকদের জন্য)
কিছু তথ্যঃ
- গ্রাহকগণ একবারে শুধুমাত্র একটি সিম সংরক্ষণ করতে পারবেন
- ব্যাক আপ সিম সার্ভিসের জন্য গ্রাহকগণের অবশ্যই একটি পিন থাকতে হবে, যা তিনি তাঁর পছন্দ অনুযায়ী পরিবর্তন করতে পারবেন
- ব্যাক আপ সিম ক্রয়ের সময় একটি ইউজার মেন্যুয়াল দেয়া হবে যেখানে ব্যাক আপ সিম সার্ভিসের সকল তথ্য উল্লেখ থাকবে
- যাদের যথাযতভাবে পূরণকৃত রেজিস্ট্রেশন ফর্ম রয়েছে শুধুমাত্র সেই সকল গ্রাহকগণই ব্যাকআপ সিম সার্ভিসটি পাবে।