গ্রামীণফোনের ব্যাক-আপ সিম নিন। তাও আবার ফ্রিতে। ফোন কোম্পানিতে এই প্রথম।



বাংলাদেশে ফোন কোম্পানিগুলোর মধ্যে গ্রামীণফোন আপনাকে দিচ্ছে এবারই প্রথম  এক্সট্রা ব্যাক-আপ সিম। তাও আবার ফ্রিতে। (অফারটি দিচ্ছে শুধুমাত্র গ্রামীণফোন স্টার গ্রাহকদের জন্য প্রযোজ্য)

  • ভ্রমণে গেলে অথবা দূরে কোথায়ও বেড়াতে গেলে হঠাৎ যদি আপনার সিম নষ্ট হয়ে যায় বা  হারিয়ে যায় তবে সাথে সাথে আপনার সিম ফিরে না পেলে অনেক সমস্যায় পড়তে হয়
  • তারই সমাধান দিতে গ্রামীণফোন নিয়ে এল এই অফার। আপনার বর্তমান চালু সিমটির সাথে এই এক্সট্রা সিম আপনার কাছে রাখতে পারবেন
  • যখনি আপনার বর্তমান সিমটি নষ্ট হয়ে যাবে বা হারিয়ে যাবে, তখন আপনার কাছে থাকা এক্সট্রা সিমটি আপনি নিজেই অ্যাক্টিভেট করে নিতে পারবেন। এতে আপনার ভোগান্তি অনেক কমবে
কীভাবে করবেন?: 
অ্যাক্টিভেট করতে আপনার যেকোনো GP নাম্বার থেকে AB <space> আপনার মোবাইল নাম্বার <space> PIN নাম্বার লিখে পাঠিয়ে দিন 4949 নম্বরে। (ফ্রি-শুধুমাত্র স্টার গ্রাহকদের জন্য)
 কিছু তথ্যঃ
  • গ্রাহকগণ একবারে শুধুমাত্র একটি সিম সংরক্ষণ করতে পারবেন
  • ব্যাক আপ সিম সার্ভিসের জন্য গ্রাহকগণের অবশ্যই একটি পিন থাকতে হবে, যা তিনি তাঁর পছন্দ অনুযায়ী পরিবর্তন করতে পারবেন
  • ব্যাক আপ সিম ক্রয়ের সময় একটি ইউজার মেন্যুয়াল দেয়া হবে যেখানে ব্যাক আপ সিম সার্ভিসের সকল তথ্য উল্লেখ থাকবে
  • যাদের যথাযতভাবে পূরণকৃত রেজিস্ট্রেশন ফর্ম রয়েছে শুধুমাত্র সেই সকল গ্রাহকগণই ব্যাকআপ সিম সার্ভিসটি পাবে।
Share this article :
 
Helped By : WWW.KASPERWINDOW.TK | KasperWindowTemplate | Download This Template
Copyright © 2011. আমার কথা ঘর - All Rights Reserved
Template Created by Aehtasham Aumee Published by KasperWindow
Proudly powered by Blogger