অসাধারণ সাফল্য পেতে ১৯টি কঠিন কাজ করুন


সবদিক থেকে সফল হতে ১৯টি শক্ত কাজ করুন। বিষেশজ্ঞদের এ পরামর্শ আশা করা যায় আপনাদের সফল হতে অনুঘটকের কাজ করবে। অনেক কাজই কঠিন এবং ভীতিকর মনে হবে। কিন্তু এসব কাজের কাঠিন্যে আপনি নিজেকে কতটুকু ধরে রাখতে পারেন তার পরিষ্কার ধারণা ফুটে উঠবে। আর এসব করতে পারলে একটি সাধারণ সত্য অনুধাবন করতে পারবেন। তা হলো- কিভাবে সাধারণ মানুষ অসাধারণ সাফল্য লাভ করেন।

১. ফোনে যে কলগুলো করতে ভয় লাগে বা ইচ্ছা করে না, সেগুলো করে ফেলুন।
২. আপনি সকালে যখন উঠতে চান, তার চেয়েও আগে উঠুন।
৩. কোনো কিছুর বিনিময়ে বৈধভাবে বা সঠিক উপায়ে আপনি যা অর্জন করেন, তার চেয়েও বেশি কিছু ত্যাগ করুন।
৪. কেউ আপনার যতখানি খোঁজ-খবর রাখেন, ঢেড় বেশি তার জন্য আপনি করুন।
 ৫. আহত, রক্তাক্ত এবং যন্ত্রণাকারত হওয়ার পরও যুদ্ধ চালিয়ে যান।
৬. কোনো খেলা বা চ্যালেঞ্জিং কাজে নিরাপত্তা থাকা সত্ত্বেও অনিশ্চিত ও নিরাপত্তাহীনতার কথা বিবেচনায় রাখুন।
৭. কেউ আপনার অনুসারী না হলেও নেতৃত্বের ভূমিকায় থাকুন।
৮. কেউ আপনার সমকক্ষ না থাকলেও নিজেকে আরো উপযোগী করে তোলার চেষ্টা চালিয়ে যান।
৯. না জানা উত্তর খোঁজার সময় আপনার বোকা ভাবটি লুকানোর চেষ্টা করবেন না।
১০. অসহায় হয়ে ঝেড়ে ফেলার সুযোগ থাকলেও কষ্ট করে সমাধান করুন।
১১. না করার পেছনে কারণ দর্শানোর সুযোগ থাকলেও ফলাফল বের করে আনুন।
১২. বাস্তবতা মেনে নেওয়ার জন্য বলা হলেও ব্যক্তিগত বিবেচনাবোধ কাজে লাগান।
১৩. ভুল হতে পারে এবং ভুলের মাসুল দিন।
১৪. চেষ্টা করুন, বিফল হলে আবার চেষ্টা করুন।
১৫. বুকের শ্বাস শেষ হয়ে গেলেও আরো জোরে দৌড়ানো শুরু করুন।
১৬. যারা আপনার প্রতি নিষ্ঠুর তাদের প্রতি দয়ালু হোন।
১৭. অযৌক্তিক হলেও শেষ সীমা পর্যন্ত এগিয়ে যান এবং তুলনাযোগ্য না হলেও ফলাফল দেখান।
১৮. পরিস্থিতি বিপরীতে গেলেও নিজের কাজের ভুল স্বীকার করুন।
১৯. লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকুন, সামনে যত বাধাই আসুক।
Share this article :
 
Helped By : WWW.KASPERWINDOW.TK | KasperWindowTemplate | Download This Template
Copyright © 2011. আমার কথা ঘর - All Rights Reserved
Template Created by Aehtasham Aumee Published by KasperWindow
Proudly powered by Blogger