তওবায় পাপ থাকে না


হজরত আবু সাঈদ সাদ ইবনে মালিক সিনান খুদরি (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম (সা.) বলেছেন, তোমাদের পূর্ববর্তী জামানায় এক লোক ৯৯ জন মানুষ হত্যা করে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেমের সন্ধান করলে তাকে একজন সংসারবিরাগী খ্রিস্টান দরবেশের কথা বলে দেওয়া হলো। সে তার নিকট গিয়ে বলল, আমি ৯৯ জন মানুষ হত্যা করেছি। এখন তার জন্য তওবার কোনো সুযোগ আছে কি? দরবেশ বলল, তোমার কোনো তওবার সুযোগ নেই। এতে লোকটি খ্রিস্টান দরবেশকে হত্যা করে, হত্যার সংখ্যা ১০০-তে পূরণ করল। তারপর আবার সে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আলেমের কথা জিজ্ঞেস করায় তাকে এক আলেমের কথা বলে দেওয়া হলো। সে ব্যক্তি তার কাছে গিয়ে বলল, আমি ১০০ মানুষ হত্যা করেছি। এখন আমার জন্য তওবার কোনো সুযোগ আছে কিনা? আলেম সাহেব বললেন, হ্যাঁ অবশ্যই তোমার জন্য তওবার দরজা খোলা আছে। তবে তোমার তওবার প্রতিবন্ধক হতে পারে। তুমি অমুক জায়গায় চলে যাও। সেখানে কিছু লোক আল্লাহর ইবাদত করছে। তুমিও তাদের সঙ্গে ইবাদত কর। আর তুমি দেশে ফিরে যেও না। সেটি খারাপ জায়গা। লোকটিকে যেখানে যেতে বলা হলো, সে সেদিকে চলতে লাগল। অর্ধেক পথ গেলে তার মৃত্যু হয়ে গেল। তখন রহমতের ফেরেশতারা বলতে লাগলেন, এ লোকটি তওবা করে আল্লাহর দিকে ফিরে এসেছে। কিন্তু আজাবের ফেরেশতারা বলতে লাগলেন, লোকটি কখনো কোনো ভালো কাজ করেনি। এমন সময় আর এক ফেরেশতা মানুষের রূপ ধারণ করে তাদের কাছে এলো। তখন তারা তাকেই এ বিষয়ের মধ্যস্থতাকারী অর্থাৎ বিচারক মেনে নিল। বিচারক বলল, তোমরা উভয় দিকের জায়গার দূরত্ব মেপে দেখ। যে দিকটি নিকটবর্তী হবে সেটিরই অন্তর্ভুক্ত সে হবে। কাজেই জায়গা মাপার পর যে স্থানের উদ্দেশ্যে সে যাত্রা অব্যাহত রেখেছিল তাকে সে স্থানটির নিকটবর্তী পাওয়া গেল এবং রহমতের ফেরেশতারা লোকটির প্রাণ বের করে নিয়ে গেল। [বোখারি ও মুসলিম]

মুফতি মাও. আবদুর রশিদ তত্ত্ববাদী লেখক : খতিব, সারুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদ, ঢাকা।
Share this article :
 
Helped By : WWW.KASPERWINDOW.TK | KasperWindowTemplate | Download This Template
Copyright © 2011. আমার কথা ঘর - All Rights Reserved
Template Created by Aehtasham Aumee Published by KasperWindow
Proudly powered by Blogger