
আঘাত বা নিরাপত্তার কথা ভেবে নারীরা পুরুষের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে হরহামেশাই মিথ্যা কথা বলে থাকেন। আর নারীরা অনেক সময় সম্পর্কের মধ্যে বিরাজমান বিরোধ ও তর্ক দূর করতেই মিথ্যা কথা বলেন। নারীরা নিজেদের ইচ্ছাপূরণে যেসব মিথ্যা কথা বলেন সেগুলো হলো-
১. আমি তোমার ফোনের অপেক্ষায় ছিলাম না।
২. আমি তোমাকে পছন্দ করি, তবে কখন এটা ভালোবাসায় রুপ নেবে তা বলতে পারছি না।
৩. আমি যদি কারো সঙ্গে এ মুহূর্তে শয্যায় যেতে চাই সে ব্যক্তিটি হবে ‘তুমি’।
৪. আমাদের বিল শেয়ার করা উচিত। সব সময় ‘তুমি’ দেবে এটা হয় না।
৫. আমি সত্যিকারভাবেই কখনো ভাবিনি যে এটা আমি খুবই পছন্দ করব।
৬. সেক্স ইজ এ গ্রেট ফান।
৭.সঙ্গী যদি টেকো ও দেখতে সুশ্রী না হয়, তখন নারীরা বলে সে তো অনেক বিত্তবান আমি নিরাপদেই থাকব।
৮. কখনো তোমার ওপর অধিকার খাটাব না এবং বিরক্তও করব না।
৯. তুমি শুধু একজন যাকেই আমি চাই।
১০. আমি যদি তার সঙ্গে বাইরে না যাই তাহলে সে অন্য কারো সঙ্গে যাবে।
১১. আমি তোমার সঙ্গে কোনো ভুল করিনি। আমার ভুল অন্য জায়গায়।
১২. আমি তোমার পরিবারের অন্যান্যদের নিজের মতোই মনে করব।
১৩. হ্যাঁ, যদি তুমি বন্ধু হতে চাও, আমি কিছুই মনে করব না। কেন এটাকে জটিল করছো? সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া।