যে ৫টি "প্রশংসা" ভুলেও করবেন না প্রেমিকার সামনে!


মেয়েরা যে প্রশংসা শুনতে বেশ পছন্দ করে, তা তো সবাই জানেন। বিশেষ করে প্রশংসা বাক্যটি যদি ভালোবাসার মানুষটির কাছ থেকে পাওয়া যায় তাহলে তো কথাই নেই। অনেক প্রেমিকই তাই প্রেমিকাকে খুশি রাখতে কারণে-অকারণে প্রশংসা করে থাকেন।
অনেকে আবার অভিমানী প্রেমিকার মান ভাঙাতে আশ্রয় নেন প্রশংসার। প্রেমিকার মুখে হাসি ফোটানোর উপায় হিসেবে প্রশংসা বাক্যকেই ব্যবহার করেন বেশিরভাগ প্রেমিক। কিন্তু আপনি জানেন কি, আপনার কিছু প্রশংসা বাক্য আপনার প্রেমিকাকে রীতিমত রাগিয়ে ফেলতে পারে? অবাক হচ্ছেন? হ্যাঁ, অবাক হলেও সত্যি যে কিছু প্রশংসা বাক্য মেয়েরা শুনতে খুব বেশি "অপছন্দ" করেন। এইসব প্রশংসা বাক্য শেষমেশ আপনার সম্পর্কচ্ছেদের কারণ হয়েও দাঁড়াতে পারে।

 ‘হাসলে তোমাকে অনেক ভালো দেখায়’
  নিঃসন্দেহে এটা একটি চমৎকার প্রশংসা বাক্য। অন্তত প্রেমিকরা তাই ভাবেন। ভাবেন যে এই কথাটি বলে প্রেমিকার মুখে হাসি ফোটানো যাবে। কিন্তু আপনার প্রেমিকা কি একই চিন্তা করেন? কথাটি মেয়েদের জন্য আসলেই কি প্রশংসার? প্রেমিকের কাছ থেকে এই বাক্যটি শুনে বেশিরভাগ মেয়েদের প্রথম ভাবনা থাকে ‘তাহলে কি আমাকে অন্য সময়গুলোতে ভালো দেখায় না?’ প্রেমিকার মাথায় ঘুরতে থাকা এই প্রশ্নের শিকার হয়ে পরবর্তীতে ঝগড়া বেঁধে যাওয়ার উপক্রমও হতে পারে। তাই এই বাক্যটি বলা থেকে বিরত থাকুন। বরং বলুন-"তোমার হাসি খুব সুন্দর।"  

‘তোমার ব্যক্তিত্ব আমার বেশি ভালো লাগে’ এই কথাটি একজন প্রেমিকা তার প্রেমিককে বললে অবশ্যই তা প্রশংসা বাক্য হিসেবে ধরা হবে। কিন্তু একজন প্রেমিকা কি একে প্রশংসা হিসেবে ধরেন? যে ধরনের এবং যতই প্রবল ব্যক্তিত্বসম্পন্ন মেয়ে হোক না কেন, সব মেয়েই চান প্রেমিক তার রূপের প্রশংসা করুক। একটি মেয়ে যে বই পড়তে ভালোবাসেন,সাজতে মোটেও পছন্দ করেন না, সকলের কাছে জ্ঞাণী মানুষ হিসেবে আখ্যায়িত- সেই মেয়েটিও চান অন্য কেউ না হলেও প্রেমিক তার রূপের প্রশংসা করুক। যে কোনো নারীই একান্ত পুরুষটির মুখ থেকে নিজের সৌন্দর্যের প্রশংসা শুনতে ভালোবাসেন। ‘তুমি অন্য মেয়েদের চাইতে আলাদা’
কেউই চান না তাকে অন্য কারো সাথে তুলনা করা হোক। একজন মানুষ, সে তার নিজের কাছে সব সময়ই আলাদা। তাই এই প্রশংসার মাধ্যমে একটি মেয়ের মনে দুই ধরনের প্রশ্ন আসে। প্রথম, আমাকে অন্যদের সাথে কেন তুলনা করা হলো? এবং দ্বিতীয়, এর আগে সে কতজন মেয়েকে দেখেছে? এই দুই ধরনের প্রশ্নই আপনার সম্পর্ককে হুমকির মুখে ফেলে দেয়ার জন্য যথেষ্ট। সুতরাং ভেবে চিন্তে প্রশংসা করুন!

 ‘তোমাকে অনেক কমবয়সী লাগছে’
সাধারণ একটি মেয়ে পুরো টিনএজ বয়সটা পার করে বিভিন্ন পোশাক ও মেকআপের মাধ্যমে নিজেকে একটু বড় দেখাবার চেষ্টার মধ্য দিয়ে। আবার ২৫ এর পরই নিজেকে একটু কমবয়সী সাজানোর চেষ্টায় ব্যস্ত হয়ে উঠেন। প্রেমিকা টিনএজার হলে এই কথাটি বলে তার কষ্টে পানি ফেলে দিলেন। আবার, আপনার প্রেমিকা ২৫ ঊর্ধ্ব হলে তার মনে প্রশ্নের সৃষ্টি করলেন,‘আমাকে কি অন্য সময় বয়স্ক দেখায়?’ সুতরাং প্রশংসাও বুঝে শুনে করতে হবে প্রেমিক পুরুষগণ!

 ‘মেয়ে হিসেবে তুমি অনেক বুদ্ধিমতী’
 বেশিরভাগ মেয়েরাই রেগে উঠেন এই ধরনের কথায়। কারণ, যদিও আপনি আপনার প্রেমিকার প্রশংসা করছেন কিন্তু এতে নারী জাতির প্রতি খোঁচার আভাসও পাওয়া যায়। আবার একজন বুদ্ধিমতী নারী বলবেন, "শুধু মেয়েদের কাতারে তাকে হিসাব করা হলো কেন? কেন নারী-পুরুষ নির্বিশেষে নয়?" এই কথার মাধ্যমে সম্পর্ক ভেঙে যাবার সম্ভাবনাও দেখা দিতে পারে। তাই সাবধান!
Share this article :
 
Helped By : WWW.KASPERWINDOW.TK | KasperWindowTemplate | Download This Template
Copyright © 2011. আমার কথা ঘর - All Rights Reserved
Template Created by Aehtasham Aumee Published by KasperWindow
Proudly powered by Blogger